অবসর নিচ্ছেন না সালমান এর খবর দিয়ে শুরু করছি অভিনয় গুরুকুলের নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
অবসর নিচ্ছেন না সালমান | সারা সপ্তাহের খবর
শ্রাবন্তীর নামে অভিযোগ
ব্যক্তিজীবনে বেশি আলোচনায় থাকেন শ্রাবন্তী। এত দিন স্বামী বা প্রেমিক নিয়ে আলোচনায় থাকলেও এবার পড়লেন ব্যবসায়িক ঝামেলায়। শ্রাবন্তী নাকি টাকা নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। টাকা নিয়ে গ্রাহকদের জিমে ভর্তি করালেও জিম নাকি বন্ধ। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন গ্রাহক।
বেতন না পেলে কর্মবিরতির হুঁশিয়ারি এফডিসির কর্মীদের
তিন মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২২৩ কর্মকর্তা–কর্মচারী। সামনে ঈদ, উৎসব ভাতা তো দূরে থাক, বেতন পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বেতনের দাবিতে সোচ্চার হয়েছেন কর্মীরা। বেতনের দাবিতে করণীয় নির্ধারণে গতকাল সকালে এফডিসির কলাকুশলী ও কর্মচারী লীগ কার্যালয়ে বৈঠকে বসেছিলেন কর্মীরা।
আমিশা প্যাটেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা
জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। খবর হিন্দুস্তান টাইমসের। আমিশা প্যাটেলের সঙ্গে তাঁর ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অবসর নিচ্ছেন না সালমান
‘তরুণ অভিনেতারা সবাই পরিশ্রমী, মনোযোগী ও প্রতিভাবান। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির পাঁচ তারকা আমি, শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার ও আমির খানের সঙ্গে দৌড়াতে গেলে তাঁরা ক্লান্ত হয়ে যাবেন। এখনই নতুন এই প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছি না।’ গতকাল একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নতুন প্রজন্ম নিয়ে এসব কথা বলেন সালমান খান।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তারকারা
৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়েছে, ধূলিসাৎ হয়েছে লাখো মানুষের স্বপ্ন। বঙ্গবাজারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও দাতব্য সংস্থা। দেশের শোবিজ তারকাদেরও কেউ কেউ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সামর্থ্যবানদেরকেও পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এসব তারকা শিল্পী।
নানা আয়োজনে চলচ্চিত্র দিবস উদ্যাপন
বর্ণিল আয়োজনে চলচ্চিত্র দিবস ২০২৩ উদ্যাপন করেছেন এফডিসির কর্মী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
০৩ এপ্রিল ঢাকায় বিএফডিসি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এর পরপরই চলচ্চিত্র অঙ্গনের শিল্পী-কুশলীদের সঙ্গে মন্ত্রী র্যালিতে অংশ নেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
‘ইন্ডিয়ান আইডল’ জিতে পেলেন ৩২ লাখ টাকা
রোববার রাতে হয়ে গেল গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের সমাপনী পর্ব। এবারের সিজনের শিরোপা জিতেছেন উত্তর প্রদেশের ছেলে ঋষি সিং। শিরোপার দৌড়ে ঋষির বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন কলকাতার দেবস্মিতা রায়, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হারিয়ে শিরোপা জিতেছেন ঋষি। দেবস্মিতা হয়েছেন প্রথম রানারআপ, জম্মু ও কাশ্মীরের চিরাগ কোটওয়াল হয়েছেন দ্বিতীয় রানারআপ। শিরোপা জিতে গাড়ির সঙ্গে ২৫ লাখ রুপিও পেয়েছেন ঋষি, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকা।
রিউইচি সাকামোতোর মৃত্যুতে শোকাহত জাপানের সংগীতজগৎ
জাপানের সাম্প্রতিক কালের সবচেয়ে পরিচিত সংগীত রচয়িতা রিউইচি সাকামোতোর মৃত্যুকে ‘আকস্মিক’ আখ্যায়িত করার কোনো উপায় নেই। ৭১ বছর বয়স সেই অর্থে তারুণ্য ধরে রাখার বয়স নয়, যদিও দীর্ঘ জীবনলাভের দেশ জাপানে মৃত্যুর কাঙ্ক্ষিত বয়স হিসেবেও সেটাকে ধরে নেওয়া যায় না। মৃত্যুর অল্প কিছুদিন আগে পর্যন্ত যে কণ্ঠ মানুষকে শুনিয়ে গেছে আশার বাণী, দেখিয়েছে আলোর সন্ধান।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাদশা
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার সঙ্গে তাঁর স্ত্রী জেসমিনের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। এর পর থেকেই বাদশা নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন। গত বছর করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় বাদশা জানান, তিনি এখনো সিঙ্গেল। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, পাঞ্জাবি এক নায়িকার প্রেমে মজেছেন বাদশা। এক বছর ধরেই চলছে তাঁদের এই সম্পর্ক। এবার ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, সেই প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন বাদশা। বাদশার প্রেমিকা আর কেউই নন, পাঞ্জাবি অভিনেত্রী ইশা রাখি।
সিনেমায় অভিষেক হচ্ছে ওয়াসিম আকরামের
এবার বিনোদন অঙ্গনের দর্শকদের আনন্দ দিতে আসছেন পাকিস্তান পেসার ওয়াসিম আকরাম। নাম লিখিয়েছেন বিনোদন অঙ্গনে। একা নয়, স্ত্রী শানিয়েরাকে নিয়ে সিনেমায় অভিনয় শুরু করলেন ওয়াসিম আকরাম। ‘মানি ব্যাক গ্যারান্টি’ সিনেমা দিয়ে স্ত্রীকে নিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ওয়াসিম আকরাম। এই সিনেমায় এই তারকা দম্পতির পাশাপাশি আরও অভিনয় করেছেন ফাওয়াদ খান, মির্জা গওহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি, মিকাল জুলফিকার প্রমুখ।
আরও দেখুনঃ