আজ ৬০ বছরে পা দিলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা আমির খান। জন্মদিন উপলক্ষে গতকাল মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই তিনি নিজের নতুন সঙ্গী গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন। তবে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, যেন গৌরীর ছবি প্রকাশ না করা হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আমির জানান, ২৫ বছর আগে তাঁদের প্রথম দেখা হয়েছিল, যদিও মাঝখানে দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। তবে কয়েক বছর আগে তাঁদের পুনরায় যোগাযোগ হয় এবং গত ১৮ মাস ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন। মজা করে আমির বলেন, “দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!”
গৌরী বেঙ্গালুরুতে বসবাস করতেন এবং আগে বিবাহিত ছিলেন। তাঁর ছয় বছরের একটি সন্তানও রয়েছে। আমির জানান, তাঁর পরিবারের সদস্যরা এবং সন্তানরাও গৌরীর সঙ্গে দেখা করেছেন এবং সবাই তাঁদের সম্পর্ক নিয়ে খুশি।
গৌরী স্প্র্যাট আমির খানের হাউসে কাজ করেন এবং বর্তমানে তাঁরা একসঙ্গে থাকছেন। অভিনেতা জানান, তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে তিনি ভীষণ আনন্দিত।
আলোচনার সময় আমির খান আরও বলেন, যদিও গৌরী তাঁর বর্তমান সঙ্গী, তিনি আমিরের খুব বেশি সিনেমা দেখেননি—শুধু দঙ্গল ও লগান দেখেছেন।
চলতি বছরের শুরুতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়, তবে এবার আমির নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেন। এর আগে তিনি গৌরীকে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।
সম্পূরক তথ্য:
আমির খান বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক, যিনি ৩ ইডিয়টস, পিকে, দঙ্গল এবং লগানসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তাঁর ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনায় আসে, তবে তিনি সাধারণত নিজের সম্পর্ক নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না।