আজ আমরা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ছোটবেলা, বড় হয়ে ওঠা, অভিনয়, বাবা-মা সহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে জানবো ঋতাভরী চক্রবর্তীর জন্ম জুন ২৬, ১৯৯২। ঋতাভরী এখন ভারতীয় বাঙালি চলচ্চিত্র খাতের একজন নামকরা নির্মাতা এবং অভিনেত্রী। তিনি যখন হাইস্কুলে ছিলেন তখন তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। দশম বোর্ড পরীক্ষার পর তিনি স্টার জলসার জনপ্রিয় ভারতীয় বাংলা ধারাবাহিক ওগো বধু সুন্দরীর মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে প্রথম উপস্থিত হন। উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও তিনি ব্যাক টু ব্যাক প্রকল্পে কাজ করেছিলেন। তিনি ইতিহাস ও বাংলা ভাষায় দ্বাদশ বোর্ড পরীক্ষায় সর্বভারতীয় তালিকায় শীর্ষে স্থান পান। হাই স্কুল শেষ করার পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে ভর্তি হন। তার মায়ের দিদা ছিলেন ময়মনসিংহের মুক্তাগাছার আচার্য্য জমিদার পরিবারের বংশধর।
ঋতাভরী চক্রবর্তী বাংলা জীবনী
সম্পূর্ণ নাম | ঋতাভরী চক্রবর্তী |
ডাক নাম | পাউলিন |
জন্ম তারিখ | 26 জুন, 1992 |
জন্ম স্থান | কলকাতা |
নাগরিকতা | ভারতীয় |
জীবিকা | মডেল, অভিনেত্রী |
রাশি | কর্কট রাশি (Cancer) |
বয়স | 25 বছর |
শিক্ষাগত তথ্য | |
বিদ্যালয় | হরিয়ানা বিদ্যা মন্দির, কলকাতা |
মহাবিদ্যালয় | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
শিক্ষাগত যোগ্যতা | ইতিহাসে স্নাতক (Graduated in History) |
ধর্মীয় তথ্য | |
ধর্ম | হিন্দু |
গোত্র | ব্রাহ্মিনী (Brahmini) |

শারীরিক পরিসংখ্যান | |
উচ্চতা | 5 ফুট 7 ইঞ্চি |
ওজন | 50 কেজি (প্রায়) |
চুলের রঙ | ব্রাউন |
চোখের রঙ | লাইট ব্রাউন |
জীবিকা তথ্য | |
প্রথম চলচ্চিত্র | ওগো বধূ সুন্দরী ( বাংলা ধারাবাহিক ) তবুও বসন্ত ( সিনেমা ) |
সম্পর্ক তথ্য | |
পরিবার | পিতা: উৎপেলেন্দু চক্রবর্তী, মাতা: শতরূপা স্যান্যাল, বোন: চিত্রাঙ্গদা চক্রবর্তী |
স্বামী | অবিবাহিত |
পছন্দ তালিকা | |
খাদ্য | বার্গার, চিকেন টিক্কা |
অভিনেতা | কুণাল করণ কাপুর |
অভিনেত্রী | ঐন্দ্রিলা সেন |
রং | গোলাপি, লাল, সবুজ |
গায়ক | অনুপম রায় |
স্থান | শিকাগো |
Social Profiles | |
Ritabhari Facebook | |
Ritabhari Instagram | |
IMDB | Ritabhari IMDB |
ঋতাভরী সম্পর্কে বিতর্ক ও অজানা তথ্য সমূহ:
- উনি কি সিগারেট খান ? (হ্যাঁ)
- উনি কি মদ খান ? (হ্যাঁ)
- ১৫ বছর বয়সে তিনি তার ক্যারিয়ার শুরু করেন
- তার বোন চিত্রাঙ্গদা একজন অভিনেত্রী
- ওরে মন মিউজিক ভিডিওতে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে তাকে দেখা যায়
- বাংলা সিনেমা ও ভারতের নামী দামী বহু কোম্পানির প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বসেডর তিনি
- উত্তম কলা রত্ন অ্যাওয়ার্ড, প্রতিদিন তেলে সম্মান ও ইত্যাদি পুরস্কার তিনি পেয়েছেন
- তার মা ও তিনি মিলে একটি SCUD নামক NGO চালান যা গ্রাম বাংলার মেয়েদের জন্য তৈরী
- 2011 তে তিনি CBSE বোর্ড টপার ছিলেন
নেট দুনিয়ায় করা কিছু প্রশ্ন (FAQ)
- Who is Ritabhari Chakraborty ?
Ans.: ঋতাভরী একজন বাঙালী তথা ভারতীয় অভিনেত্রী | (Ritabhari Chakraborty is a Bengali/Indian Model, Actress and Producer)
- Is ritabhari chakraborty married?
Ans: না, ঋতাভরী এখনও বিয়ে করেন নি | (No, Ritabhari Chakraborty is not married till now.)
আর পড়ুনঃ