বাংলাদেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ তাদের পথচলার ৪২ বছর পূর্ণ করে আজ রবিবার (৩ মার্চ) ৪৩ বছরে পা দিল। দেশের সংগীত জগতে অন্যতম পথিকৃৎ এই প্রতিষ্ঠানটি নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করছে, যার মধ্যে রয়েছে প্রধান কার্যালয়ে কেক কাটা ও আনন্দঘন অনুষ্ঠান।
প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন যাত্রা শুরু হলো, অথচ দেখতে দেখতে চার দশক পার হয়ে গেছে। বিগত দিনগুলোর মতো ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদের নিয়ে কাজ করবে জি-সিরিজ, পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ করে দেবে।’
১৯৮৩ সালে শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া (খালেদ) জি-সিরিজের যাত্রা শুরু করেন। তার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুরু থেকেই দেশীয় সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচারে ভূমিকা রেখে আসছে জি-সিরিজ, একই সঙ্গে নতুন প্রতিভাদের প্ল্যাটফর্ম করে দিচ্ছে।
বাংলা সংগীত জগতের বহু খ্যাতনামা গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর ক্যারিয়ারের সূচনা হয়েছে এই প্রতিষ্ঠানের হাত ধরে। ‘জি-সিরিজ’ নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’র ইংরেজি প্রথম বর্ণ ‘জি’ থেকে। পাশাপাশি ‘গায়া’, ‘গ্লোবাল’ ও ‘গ্রাউন্ড’ শব্দগুলোর আদর্শকেও প্রতিফলিত করে এই নাম।
প্রতিষ্ঠানটি ক্যাসেট, অ্যালবাম, সিডি, মিউজিক ভিডিওসহ নাটক, টেলিফিল্ম, সিনেমা এবং ভিডিও ডকুমেন্টারির প্রযোজনা ও পরিবেশনা করে আসছে। ২০০৬ সালে এটি ‘অগ্নিবীণা’ নামে অঙ্গপ্রতিষ্ঠান চালু করে, যার নামকরণ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাগ্রন্থ ‘অগ্নিবীণা’ থেকে।
এ ছাড়া ‘জি টেকনোলজিস’ ও ‘রেডিও জি বিডি ডটনেট’-এর মাধ্যমে সংগীতপ্রকাশনার পাশাপাশি প্রযুক্তি ও গণমাধ্যম খাতেও প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। জি-সিরিজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদ জগতেও পদার্পণ করে ‘নিউজজি টোয়েন্টিফোর ডটকম’, যা আজ ৯ বছরে পা দিল।
আরও দেখুন: