তাসনিয়া ফারিণ একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তাসনিয়া ফারিণের জন্ম হয় ৩০ জানুয়ারি ১৯৯৭। তিনি একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জ্যান্টলমেনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালের ৯ জুলাই জি৫ ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে।
একই বছরের ১৯ আগস্ট মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালে ফারিণ কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্র অভনিয়ের কথা জানান। চলচ্চিত্রটি ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।
২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদিয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।
তাসনিয়া ফারিণ
ফারিণের পূর্ণ নাম:
তাসনিয়া জামিল ফারিণ, তাসনিয়া ফারিণ
ফারিণের জন্মস্থান:
খুলনা বিভাগের মেহেরপুর জেলা
ফারিণের জন্ম তারিখ:
১৯৯৭ সালের ৩০ জানুয়ারি
ফারিণের বয়স :
২৩ বছর
ফারিণের রাশি:
কুম্ভ রাশি
ফারিণের পেশা:
মডেল ও অভিনেত্রী
ফারিণের জাতীয়তা :
বাংলাদেশী
ফারিণের ধর্ম :
ইসলাম
ফারিণের ১ম অভিনয় :
লেডিস অ্যান্ড জ্যান্টলমেন
ফারিণের শিক্ষাগত যোগ্যতা:
ফারিণের BBA পাশ করেছেন। তার স্কুল ছিল হলি ক্রস হাই স্কুল
ফারিণের শারীরিক পরিসংখ্যান :
- উচ্চতা : ৫ ফুট ৫ ইঞ্চি (১৬৭ সেমি.)
- ওজন : ৫৫ কেজি
- চুলের রঙ : কালো
- চোখের রঙ : কালো
ফারিণের পরিবার :
মা : সায়েদা শারমিন
বাবা : মো: জামিলুর রহমান
ফারিণের বৈবাহিক অবস্থা :
অবিবাহিত
ফারিণের পছন্দের খাবার :
বিরিয়ানী, ইটালিয়ান, পিজা
ফারিণের প্রিয় অভিনেতা :
শাহরুখ খান
ফারিণের প্রিয় অভিনেত্রী :
কাজল
ফারিণের প্রিয় সিনেমা :
দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫)
ফারিণের প্রিয় রং :
নীল, সবুজ, গোলাপী
তাসনিয়া ফারিণের সামাজিক মাধ্যমে একাউন্ট (Social Profiles)
- Facebook Tasnia Farin Facebook
- Instagram Tasnia Farin Instagram
- TwitterTasnia Farin Twitter
তাসনিয়া ফারিণের শৈশব:
তাসনিয়া ফারিণ ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি মেহেরপুর, খুলনায় জন্মগ্রহন করেন। ২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদিয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।
তাসনিয়া ফারিণের পেশাজীবন:
২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়।মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন । একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ঐ বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান।
তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’,‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’,‘কমলা রঙয়ের রৌদ’ , ‘বাসায় কি মানবে ‘,‘এই মন তোমারই’, ‘আমার তুমি’,‘মেড ফর ইচ আদার’ , ‘আমি ব্রেকআপ চাই’, ‘অ্যাওয়ার্ড’, ‘হাবিবুল ও এক ভয়ংকর প্রেম’, ‘যে শহরে টাকা উড়ে,’পাশের বাড়ির মেয়ে’,‘মেড ফর ইচ আদার’, ‘কতিপয় স্বল্পমেয়াদী প্রেম’,‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রণা’, ‘জানবে না কোনো দিন’,‘৩০০ টাকার প্রেম ১০০ টাকা’, ‘ইয়েস নো ভেরি গুড’ ,‘উই আর ওয়েটার’ , ‘উইল ইউ মেরি মি’, ‘লাডডু সোনা’ ,‘মাস্ক’ ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’ উল্লেখযোগ্য।এছাড়া জি ফাইভের ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’,ওয়েব সিরিজ ‘ট্রল’ এ তাকে দেখা গেছে।২০১৯ সালে তিনি প্রায় আশিটি নাটকে অভিনয় করেছেন ।
পুরস্কার ও মনোনয়ন
- ২০২২ চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
- মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
তাসনিয়া ফারিনের বিষয়ে বিতর্ক ও অজানা তথ্য সমূহ
তাসনিয়া ফারিনের বাড়ি কোথায়?
উত্তর: ঢাকা বাংলাদেশ|
কার ইচ্ছেতে তাসনিয়া ফারিন অভিনয়ে?
মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় জগতে এসেছেন। তিনি বলেন – ‘আমার মায়ের ইচ্ছা ছিল অভিনয় করার। কিন্তু পরিবার থেকে সাপোর্ট না পাওয়ায় মা অভিনয়ে আসতে পারেন নি। তবে মায়ের ইচ্ছা ছিল আমি যেনও অভিনয় করতে পারি। মায়ের ইচ্ছা থেকেই আমি অভিনয় জগতে প্রবেশ করি।’
তিনি আরও বলেন – আমি যখন অভিনয় করতে আসি তখন অভিনয় সম্পর্কে কিছুই জানি না। আমি কখনও ভাবিই নি অভিনয় করব। আমরা ফিরবো কবে নাটকটি যখন করি তখন আমাকে জোর করে করা হয়েছে। আমার প্রফেশনাল হওয়ার ইচ্ছা ছিল না। এখন সেটি হয়ে গেছে। তিনি জানান – মায়ের ইচ্ছা না থাকলে আমি হয়তো আজ তাসিনয়া ফারিন হতে পারতাম না। মা জোর করে অভিনয় করার জন্য পুশ করেন। তাই তার ইচ্ছা পূরণে আমাকে অভিনয়ে আসতে হয়।
তাসনিয়া ফারিনের ব্যক্তিগত জীবনে প্রেম:
ব্যক্তিগত জীবনে প্রেম জানতে চাইলে তিনি বলেন, বাস্তব জীবনে প্রেম সবার আসে। আমার এসেছিলো হয়তো কিংবা না। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলতে চাই না। এটা গোপনে থাক।

সম্প্রতি যে কারণে ভাইরার হয়েছিলেন ফারিণ:
নাটকে অভিনয় করে প্রশংসা পাওয়া তাসনিয়া ফারিণের জন্য নতুন কিছু নয়। সম্প্রতি কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’-তে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রী। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে এবার নতুন করে আলোচনায় এলেন ফারিণ। নাটক কিংবা সিনেমায় অভিনয় নয়, এবার গান গেয়ে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
তরুণদের মধ্যে অল্প সময়েই অভিনয় অঙ্গনে নিজস্ব একটা জায়গা করে নিয়েছেন ফারিণ। সিনেমা, নাটক, ওয়েব সিরিজে একের পর এক অভিনয় করে যাচ্ছেন। এর মধ্যেই ভক্তদের গান শুনিয়ে চমকে দিলেন এই অভিনেত্রী। গত সোমবার প্রথম আলো ‘মেরিল ক্যাফে লাইভ’-এ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। পাশে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশু–কিশোরদের গানের অনুশীলন চলছিল। সেই আয়োজনের দায়িত্ব থাকা গীতিকার কবির বকুল লাইভ শেষে ফারিণকে নিয়ে যান শিশু–কিশোরদের অনুশীলন দেখাতে। সেখানে শিশু–কিশোরেরা ফারিণকে গান শোনায়। পরে কবির বকুল শিশুদের একটি গান শোনানোর জন্য ফারিণকে অনুরোধ করেন। প্রথম দিকে লাজুক ফারিণ রাজি না হলেও পরে বসে যান হারমোনিয়ামের সামনে। মুখে তুলে নেন দেশাত্মবোধক গান। সেই গানটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফটো এ্যলবাম:
আরও দেখুনঃ
আমি তাসনিয়া ফারিনের প্রথম একটি গানের ভিডিওতে তাকে দেখি ও যানতে শুরু করি – বেপরোয়া গানের অভিনয়ে হাবিব ভাইয়ের সাথে। খুব ভালো লাগে * গানের অভিনয়ে দেখলাম ফারিন আপুর ঘুরার খুব শখ * আমার ও ঘুরার খবু শখ।আমার একটাই ইচ্ছে আপুর সাথে একদিন ঘুরবো – নৌকায় ছড়ে।