মডেল ও অভিনেত্রী সাবিলা নূর প্রথমবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন একুশে বইমেলায়। তবে বিষয়টি নিয়ে মাসজুড়ে একেবারেই নীরব ছিলেন তিনি। মেলার শেষ মুহূর্তে, ২৬ ফেব্রুয়ারি, সোশ্যাল মিডিয়ায় বইয়ের প্রচ্ছদ প্রকাশ করে ছোট্ট এক বার্তায় জানান দিলেন খবরটি।
সাবিলা লিখেছেন, “আমার প্রথম বই ‘ভালোবাসা অতঃপর’। এই বইজুড়ে থাকছে দশ রকমের দশটি গল্প। পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। অনন্যা প্রকাশনী। প্যাভিলিয়ন-২৭।”
তবে বইমেলার প্রায় শেষ লগ্নে এসে এমন ঘোষণা দেওয়া নিয়ে পাঠক ও ভক্তদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। সাধারণত বই প্রকাশের আগেই তারকারা সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রচারণা চালান, মেলায় সক্রিয়ভাবে অংশ নেন। অথচ সাবিলা কেন এতটা প্রচারবিমুখ ছিলেন?
এ প্রসঙ্গে তিনি বলেন, “অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার ফাঁকে টুকটাক লিখি। তবে নিজেকে এতটা লেখক মনে করি না যে, বড় পরিসরে প্রচারণা চালাব। তাই নীরবেই প্রকাশ করেছি। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে, যা আমি যৌথভাবে লিখেছি। আমার সঙ্গে রয়েছেন লেখক সালাম রাসেল। মেলা শেষ হলেও অনলাইন থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।”
‘ভালোবাসা অতঃপর’ বইটিতে দশটি ভিন্ন ধরনের গল্প রয়েছে, যা সাবিলা নূর ও সালাম রাসেল যৌথভাবে লিখেছেন।
উল্লেখ্য, সাবিলা নূরের লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’, যেখানে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর ২০২২ সালে তিনি লেখেন ‘রিদিকার গল্পটি’, যেখানে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। নাটকের জগতে লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটলেও এবারই প্রথম বই প্রকাশ করলেন তিনি। তবে প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখেই!