"facebook-domain-verification" content="n7162byvn1hmume0zbnlkt9cy1nwro" />

Site icon Acting Gurukul [ অভিনয় গুরুকুল ] GOLN

বন্যা মির্জা । মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী

বন্যা মির্জা একজন বাংলাদেশী মঞ্চ ও টিভি অভিনেত্রী। তার জন্মের তারিখ ৯ সেপ্টেম্বর, ১৯৭৫। তিনি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। পরে তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার পিতা মির্জা ফারুক, একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। বন্যার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাইবোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা।

বন্যা লেখাপড়া করেছেন রাজধানী ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ও পারফরম্যান্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষা গ্রহনের পর ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন।

বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি। বর্তমানে বাংলাদেশি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত রয়েছেন তিনি। একসময় তিনি সোমা মমতাজের কাছে ভরতনাট্যম শিখেছিলেন।

 

 

বন্যা মির্জা অভিনয় ক্যারিয়ার:

মঞ্চ:

বন্যা মির্জা অভিনয় জীবন শুরু করেছিলেন থিয়েটারে।

টিভি নাটক:

চলচ্চিত্র

 

বন্যা মির্জা

 

বন্যা মির্জা সামাজিক গণমাধ্যমে খুব এ্যকটিভ। তিনি নানা সময় নানা বিষয়ে মতামত দিয়ে আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছেন। কিছুদিন আগেই ‘খুফিয়া’ সিনেমা দেখে বাঁধনের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ভাই রে! প্রেম কেবল নারীর সাথে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পুরুষদের পেতে হবে! আর সমকামিতাও একটা কোনো বিশেষ বিষয় না। তারও হাজার রকম আছে। শিখেছেন শুধু একটা শব্দ, ওটা নিয়ে বসে আছেন! জগতে কত রকম জেন্ডার আছে। তাহলে সকলের আলাদা ভাবনাও আছে। এটাই তো স্বাভাবিক বিষয়!’

নিজের অভিনয়জীবনে ‘পতিতা’ চরিত্র করতে গিয়ে ব্যক্তিগত জীবনে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তা নিজের পোস্টে তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘একটা গল্প বলি নিজের অভিজ্ঞতার। আমি যখন একজন ‘পতিতা’র চরিত্র করি, তখন ‘পতিতা’ চরিত্র কেউ করতে চাইতেন না। ফলে আমার কাছে আসত, আর আমি করতাম।’

তিনি আরো লিখেছেন, দেখলাম পতিতা চরিত্রে অভিনয় করা অভিনেতা হওয়া জরুরি! এবং অনেকেই করলেন। গোলাপি ফিতা আর গোলাপি লিপস্টিক দেওয়া অভিনয় দেখলাম! ভাই রে! পতিতাও একরকমের জীবন বা পেশা না যে গোলাপি ফিতা দিয়েই সারবেন! কিছুদিন পর সমকামী চরিত্রটিও গুরুত্ব পাবে এমন ধারণা করেই অভিনেত্রী লিখেছেন, আমার মনে হচ্ছে, কয়েক দিন পরে আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করার জন্য, যাতে আপনাদের সু-অভিনেতা বলা হয়। তখন বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন!

এখন আর অভিনয় করেন না একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। দেশ ছেড়ে থাকছেন নিউ ইয়র্কে। সেখানেই চাকরি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী। থাকেন ভক্তদের সংস্পর্শেও।

গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

 

 

গ্যালারি:

Exit mobile version