"facebook-domain-verification" content="n7162byvn1hmume0zbnlkt9cy1nwro" />

Site icon Acting Gurukul [ অভিনয় গুরুকুল ] GOLN

মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনী

মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনী নিয়ে আজেকের আলোচনা। মেহজাবিন চৌধুরীর জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ সালে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি বাংলাদেশের একজন নামকরা মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মেহজাবীন চৌধুরীর জীবনী

 

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

জীবনের একাংশ কাটিয়েছেন আরবে। তবে অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসার বশেই ফিরে এসেছিলেন নিজের দেশে।অসংখ্য বাংলা নাটক ও ধারাবাহিকে তার অসামান্য প্রতিভা ও অভিনয় গুন দর্শকদের নজর কেড়েছে।

 

মেহেজাবিনের প্রাতিষ্ঠানিক শিক্ষা:

 

মেহেজাবিনের ধর্ম বিশ্বাস:

 

মেহেজাবিনের শারীরিক পরিসংখ্যান:

 

 

মেহেজাবিনের পরিবার ও সম্পর্ক:

 

মেহেজাবিনের পছন্দ – অপছন্দ:

 

 

 

মেহেজাবিনের সামাজিক মাধ্যমের ঠিকানা:

 

মেহেজাবিনের সম্পর্কে অন্যান্য তথ্য:

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আর পড়ুনঃ

Exit mobile version