অজিত গঙ্গোপাধ্যায়

অজিত গঙ্গোপাধ্যায় এর জন্ম হুগলি জেলার চুঁচুড়ায়। প্রধানত নাট্য ব্যক্তিত্ব অজিতবাবু অর্থনীতিতে সাম্মানিক সহ স্নাতক হন। চলচ্চিত্রের সাথে যোগাযোগ অভিনেতা হিসাবে। অগ্রগামী পরিচালিত ডাক হরকরা (১৯৫৮) ছবিতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পরবর্তী কালে আকাশ প্রদীপ (১৯৬৩), জতুগৃহ (১৯৬৪) এবং ডাক দিয়ে যাই (১৯৭৮) ছবিগুলিতেও অভিনয় করেন। পরিচালক হিসাবে প্রথম কাজ নিজের কাহিনি অবলম্বনে মুখুজ্যে পরিবার (১৯৬৫)।

 

অজিত গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অজিত গঙ্গোপাধ্যায়

 

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ২০টি ছবি পরিচালনার পাশাপাশি তাঁর লেখা কাহিনি এবং চিত্রনাট্য অবলম্বনে আটটি ছবি তৈরি হয়েছে। তাঁর পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল বালুচরী (১৯৬৮), দাদু (১৯৬৯), নতুন দিনের আলো (১৯৭৩), রাতের রজনীগন্ধা (১৯৭৩), হংসরাজ (১৯৭৬), টগরী (১৯৮৫) ইত্যাদি।

 

ActingGOLN.com Logo 252x68 px Dark অজিত গঙ্গোপাধ্যায়

 

তাঁর অনূদিত নাটক থানা থেকে আসছি অবলম্বনে ১৯৬৫ সালে হীরেন নাগ পরিচালিত ছবিটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী কালে ছবিটি পুনর্নির্মিত হয়েছে। তাঁর চিত্রনাট্য অবলম্বনে বিশ্বজিৎ পরিচালিত রক্ততিলক (১৯৭৪), দীনেন গুপ্ত পরিচালিত সানাই (১৯৭৭), রঞ্জিতমল কঙ্কারিয়া পরিচালিত ডাক দিয়ে যাই (১৯৭৮) ছবিগুলিও জনপ্রিয়তা পায়। বিশিষ্ট নাট্যকার অজিত গঙ্গোপাধ্যায়ের লেখা নাটক বহুরূপী, এল.টি.জি, নান্দীকার ইত্যাদিদলগুলি একাধিকবার মঞ্চস্থ করেছে। তাঁর লেখা বহু নাটক গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।

 

Google News অজিত গঙ্গোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি (পরিচালক)–

১৯৬৫ : মুখুজ্যে পরিবার; ১৯৬৮ : বালুচরী; ১৯৬৯ : দাদু, প্রতিদান; ১৯৭০ : মুক্তিস্নান, রূপসী; ১৯৭১ : জননী; ১৯৭৩ : নতুন দিনের আলো, রাতের রজনীগন্ধা, অগ্নিভ্রমর; ১৯৭৬ : হংসরাজ; ১৯৭৮ : জয় মা তারা; ১৯৭৯ : লাট্টু; ১৯৮০: বিচার; ১৯৮১ : মানিকচাঁদ; ১৯৮৫ : টগরী; ১৯৮৬ : শাপমুক্তি।

কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে ছবি—

১৯৬৫ : থানা থেকে আসছি; ১৯৬৬ : উত্তর পুরুষ; ১৯৭১ : প্রতিবাদ; ১৯৭৪ : রক্ততিলক; ১৯৭৭ : সানাই; ১৯৭৮ : ডাক দিয়ে যাই।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment