অঞ্জন দত্তর জন্ম কলকাতায়, সেন্ট পলস স্কুল, দার্জিলিং থেকে সিনিয়ার কেমব্রিজ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে সাম্মানিক সহ স্নাতক এবং ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্মান লাভ করেন।
অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নাট্যাভিনয়ে আগ্রহ, বাদল সরকারের সাথে কিছুদিন কাজ করেছেন। সত্তর দশকের শেষের দিকে ‘ওপেন থিয়েটার’ নামে একটি দলের সাথে যুক্ত হন। দলটি বিভিন্ন বিদেশি নাটকের অনুবাদ মঞ্চস্থ করত। চলচ্চিত্র অভিনেতা হিসাবে প্রথম সুযোগ পান মৃণাল সেন পরিচালিত চালচিত্র (১৯৮১) ছবিতে।
পরবর্তী সময়ে মৃণাল সেন পরিচালিত আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন। সাথে সাথে কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, গৌতম ঘোষ, নব্যেন্দু চট্টোপাধ্যায়-এর সাথে। বাংলা ছবি ছাড়াও অভিনয় করেছেন সিটি অব জয় (১৯৯২) এবং লা নুই বেঙ্গলী (১৯৮৮) ইত্যাদি ইংরাজি ছবিতে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মৃণাল সেন পরিচালিত মহাপৃথিবী (১৯৯১) ছবিটি অঞ্জন দত্তের গল্প অবলম্বনে তৈরি হয় এবং এই ছবিতে তিনি ছোট ছেলের ভূমিকায় অভিনয় করেন।
বাংলা গানের জগতে অঞ্জনের সার্থক ভূমিকা লক্ষ করা যায়, সুমন চট্টোপাধ্যায় (পরবর্তীকালে কবীর সুমনের) জীবনমুখী গানের অনুপ্রেরণায় তিনি নিজের লেখা গানে সুর দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছেন। তাঁর গানের অনেকগুলি অ্যালবাম প্রকাশিত হয়েছে। পরিচালক হিসাবে প্রথম ছবি বড়দিন (হিন্দী, ১৯৯৭)। ২০১২ পর্যন্ত দশটি কাহিনিচিত্র পরিচালনা করেন। যার মধ্যে ছয়টি বাংলা ভাষায় তৈরি।
চলচ্চিত্র ছাড়াও টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং টেলিফিল্মও নির্মাণ করেছেন। মৃণাল সেন পরিচালিত চালচিত্র (১৯৮১) ছবিটি দেশে মুক্তি না পেলেও ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ নতুন অভিনেতার জন্য পুরস্কৃত হয়। তাঁর ছবি রঞ্জনা আমি আর আসব না (২০১১) ছবিটি বাংলা ভাষায় নির্মিত বছরের শ্রেষ্ঠ ছবি হিসাবে রজত কমল এবং শ্রেষ্ঠ সংগীতের জন্য (নীল দত্ত) রজত কমল লাভ করে। প্রসঙ্গত নীল দত্ত অঞ্জন দত্তের ছেলে।

চলচ্চিত্রপঞ্জি—
(পরিচালক) ১৯৯৭ : বড়দিন (হিন্দী); ২০০৭ : বং কানেকশন (ইংরাজি), বো ব্যারাকস ফর এভার (ইংরাজি); ২০০৮ : চল লেটস গো; ২০০৯ : চৌরাস্তা, ম্যাডলি বাঙালী; ২০১০ : ব্যোমকেশ বক্সী; ২০১১ : রঞ্জনা আমি আর আসব না; ২০১২ : আবার ব্যোমকেশ, বিবিডি (হিন্দী)।
অভিনেতা—
১৯৮১ : চালচিত্র; ১৯৮২ : খারিজ, গৃহযুদ্ধ; ১৯৮৮ : লা নুই বেঙ্গলী (ইংরাজি); ১৯৮৯ : একদিন অচানক (হিন্দী); ১৯৯১ : মহাপৃথিবী; ১৯৯২ : সিটি অব জয় (ইংরাজি); ১৯৯৩ : শূন্য থেকে শুরু, শিল্পী; ১৯৯৪ : অন্তরীণ; ১৯৯৫ : যুগান্ত; ২০০১: দেখা; ২০০২: মিঃ এ্যন্ড মিসেস আইয়ার; ২০০৯ : ম্যাডলি বাঙালী; ২০১০ : মহানগর@কলকাতা; ২০১১ : রঞ্জনা আমি আর আসব না।
আরও দেখুনঃ