অনন্যা চট্টোপাধ্যায়

অনন্যা চট্টোপাধ্যায় একজন বাংলা সিনেমার অভিনেত্রী, যিনি তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী “আবহমান” নামক সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। তিনি তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন অভিনেত্রী হিসেবে। তিনি বহু টেলিভিশন সিরিয়াল, সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে তিনটি পরিচালক “অঞ্জন দত্ত”।

 

অনন্যা চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অনন্যা চট্টোপাধ্যায়

জন্ম কলকাতায়। তার শিক্ষাজীবন শুরু হয় জি.ডি. বির্লা শিক্ষা কেন্দ্রে (G.D.Birla Centre For Education)। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজ “জোগামায়া দেবী কলেজ” থেকে জীববিদ্যায় পড়ালেখা করেন। দীর্ঘদিন মমতাশঙ্করের কাছে নৃত্যশিক্ষাও নিয়েছেন।

অনন্যা চট্টোপাধ্যায় যখন টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন, তখন তিনি মমতা শঙ্করের নৃত্য প্রতিষ্ঠানের একজন ছাত্রী ছিলেন। তার প্রথম টেলিভিশন সিরিয়াল “দিন প্রতিদিন”। তিনি এই সিরিয়ালে “রুদ্রনীল ঘোষ’র বিপরীতে অভিনয় করেন। তার থেকে তিনি বহু টেলিভিশন সিরিয়াল নাটক যেমনঃ তিথির অতিথি, আলেয়া এবং অনন্যা তে অভিনয় করেন।

 

অনন্যা চট্টোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রধানত দূরদর্শন ধারাবাহিকের অভিনেত্রী অনন্যার চলচ্চিত্র জীবন শুরু হয় বাসু চট্টোপাধ্যায় পরিচালিত টক ঝাল মিষ্টি (২০০২) ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তিরিশটিরও বেশি দূরদর্শন ধারাবাহিক এবং দূরদর্শন ছবিতে অভিনয়ের পাশাপাশি কয়েকটি বাংলা কাহিনিচিত্রেও কাজ করেছেন।

২০০৯ সালে, সুমন ঘোষের “দ্বন্দ্ব” ছবিতে তিনি বর্ষীয়ান সিনেমা অভিনেতা “সৌমিত্র চট্টোপাধ্যায়ের” বিপরীতে অভিনয় করে তার অভিনয় পেশার ভিত্তি আরো পাকা করেন। তারপর আনুপ সেনগুপ্তের “মামা ভাগ্নে (২০০৯)” অভিয়নয় করে, যে সিনেমায় তার অভিনয় “stellar” হিসেবে বিবেচিত হয়।

বাসু চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন প্রভৃতিপরিচালকের সাথে।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত আবহমান (২০১০) ছবিতে শিখা সরকারের ভূমিকায় অভিনয়ের সুবাদে বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় সম্মান লাভ করেন।

 

Google News অনন্যা চট্টোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি- —

২০০২ : টক ঝাল মিষ্টি; ২০০৫ : রাত বারোটা পাঁচ; ২০০৬ : আমরা; ২০০৭ : প্রভু নষ্ট হয়ে যাই; ২০০৯ : অংশুমানের ছবি, মামা ভাগ্নে, দ্বন্দ্ব; ২০১০ : ল্যাপটপ, আবহমান, ইতি মৃণালিনী ।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment