অনাদিনাথ বসু

অনাদিনাথ বসু জন্ম কলকাতায়। বাংলা সিনেমার আদি যুগে বাংলাদেশের যে কয়েকজন ব্যক্তি চলচ্চিত্র প্রদর্শন ব্যবসার সাথে যুক্ত ছিলেন তার মধ্যে অন্যতম । অনাদিনাথ বসু অরোরা বায়োস্কোপ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শন করতেন।

 

অনাদিনাথ বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অনাদিনাথ বসু

১৯১১, যে বছর সাহেবদের হারিয়ে শিল্ড জিতল মোহনবাগান, সে বছরই ৪৭ কাশী মিত্র ঘাট রোডে অরোরা সিনেমা কোম্পানি-র গোড়াপত্তন করলেন অনাদিনাথ বসু। শুরু অবশ্য ১৯০৬-এ, তখন নাম ছিল ‘অরোরা বায়োস্কোপ’, পাঁচ বছর পরে নাম বদল। ছবি বানানোও শুরু হল

১৯১৬-য়, হীরালাল সেনের দু’টি ক্যামেরা কোম্পানির সংগ্রহে নিয়ে এলেন অনাদিনাথ। বাঙালি ফিল্ম সংস্থার প্রথম প্রয়াস হিসেবে উঠে এল ‘রত্নাকর’, নির্বাক যুগের পূর্ণাঙ্গ ছবি। ‘সম্পূর্ণ বাঙালির অর্থে ও শ্রমে নির্মিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ নির্বাক চিত্র।’

 

অনাদিনাথ বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯২১ থেকে প্রায় পূর্ণোদ্যমে চলতে লাগল বাঙালির সংস্কৃতি ও সাহিত্যকে কাহিনির ভিতর দিয়ে ক্যামেরাবন্দি করার চেষ্টা। তাতে আবার নানা ধরনের সংবাদচিত্র বা নিরীক্ষামূলক সৃজনও থাকত, সে সবের নাম হয়েছিল ‘অরোরা-র টুকিটাকি’। কাঁটাপুকুরে ফিল্ম ল্যাবরেটরিও তৈরি হল অরোরা’র, ১৯২৯-এ।

একই বছরে অরোরা ফিল্ম কর্পোরেশন খুললেন অনাদিনাথ, ছবির পরিবেশনা ও প্রদর্শনের জন্যে, শুধু এদেশে নয় বিদেশেও। ধর্মতলা স্ট্রিটে নতুন অফিস হল।প্রধানত পরিবেশক হিসাবে কাজ করলেও অরোরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য তথ্যচিত্র, সংবাদচিত্র, এবং কাহিনিচিত্র নির্মাণ করেছে। ১৯৩৬ সালে মানিকতলায় বাগমারী অঞ্চলে অরোরা ফিল্ম কর্পোরেশনের নিজস্ব স্টুডিও এবং রসায়নাগার তৈরি হয়।

 

Google News অনাদিনাথ বসু
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

১৯৩৬ সালে বেঙ্গল মোশন পিকচার্স এ্যসোসিয়েশন প্রতিষ্ঠার সময় থেকে মারা যাওয়ার আগে পর্যন্ত অনাদিবাবু এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অনাদিবাবুর প্রতিষ্ঠা করা অরোরা ফিল্ম কোম্পানি এবং পরবর্তী পর্যায়ে অরোরা ফিল্ম কর্পোরেশন শতবর্ষ পার করে এখনও চলচ্চিত্র ব্যবসার সাথে যুক্ত আছে।

অরোরা ফিল্ম কোম্পানিটিতে নারী নৃত্যশিল্পীরা অভিনয় করেছিল এবং হস্ত-ক্যামেরা দিয়ে চিত্রধারণ করা হয়েছিল। এছাড়া কোম্পানিটি নিউজরিল তৈরি শুরু করে এবং বিদেশ থেকে চলচ্চিত্র আমদানি শুরু করে।

 

আরও দেখুনঃ

Leave a Comment