অনুপ ঘোষাল

অনুপ ঘোষাল এর জন্ম কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজ থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলায় সংগীত শিক্ষা শুরু করেন মায়ের কাছে।

 

অনুপ ঘোষাল । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অনুপ ঘোষাল

অনুপ ঘোষাল চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসাবে প্রথম কাজ সত্যজিৎ রায় পরিচালিত গুপী গাইন ও বাঘা বাইন (১৯৬৯) ছবিতে। সত্যজিৎ রায় ছাড়াও তপন সিংহ, হেমন্ত মুখোপাধ্যায়, কালীপদ সেন, সুধীন দাশগুপ্ত, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, অনিল বাগচী, মৃণাল বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী, অজয় দাস, ভি. বালসারা প্রভৃতি সংগীত পরিচালকদের সাথে কাজ করেছেন।

 

Google News অনুপ ঘোষাল
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

রবীন্দ্র সংগীত ছাড়াও গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, সলিল সেন প্রভৃতির লেখা গান তাঁর গলায় বিভিন্ন ছবিতে ব্যবহৃত হয়েছে। গুপী গাইন ও বাঘা বাইন, হীরক রাজার দেশে (১৯৮০) এবং গুপী বাঘা ফিরে এলো (১৯৯২) ছবির সংগীতাংশ জনপ্রিয়তা পেয়েছিল। হীরক রাজার দেশে ছবির নেপথ্য গায়ক হিসাবে ১৯৮১ সালে জাতীয় পুরস্কার লাভ করেন। বাংলা ছাড়াও হিন্দী ছবিতে কাজ করেছেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।

 

অনুপ ঘোষাল । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রপঞ্জি—

  • ১৯৬৯ : গুপী গাইন ও বাঘা বাইন;
  • ১৯৭০ : শাস্তি, সাগিনা মাহাতো, মহাকবি কৃত্তিবাস, রূপসী;
  • ১৯৭১ : নিমন্ত্রণ, ছদ্মবেশী, আটাত্তর দিন পরে;
  • ১৯৭২ : বিরাজ বৌ, নায়িকার ভূমিকায়;
  • ১৯৭৩ : নকল সোনা, দুরন্ত জয়, মর্জিনা আবদাল্লা;
  • ১৯৭৪ : ছন্দপতন, হারায়ে খুঁজি, যদুবংশ, ফুলেশ্বরী;
  • ১৯৭৫ : কবি, প্রেমের ফাঁদে, রাজা;
  • ১৯৭৬ : নন্দিতা, অর্জুন, মোহনবাগানের মেয়ে, হারমোনিয়াম;
  • ১৯৭৭ : এক যে ছিল দেশ, প্ৰতিশ্ৰুতি;
  • ১৯৭৮ : জটায়ু, নদী থেকে সাগরে;
  • ১৯৭৯ : লাট্টু, জীবন যে রকম, নবদিগন্ত;
  • ১৯৮০ : হীরক রাজার দেশে, বাঞ্ছারামের বাগান, রাজশ্রী;
  • ১৯৮১ : সুবর্ণ গোলক;
  • ১৯৮২ : ঝড়;
  • ১৯৮৩ : দিন যায়, এই ছিল মনে, মৌ চোর, সমাপ্তি;
  • ১৯৮৪ প্রায়শ্চিত্ত, রাশিফল;
  • ১৯৮৫ : আমার পৃথিবী, যোগবিয়োগ, নিশান্তে;
  • ১৯৮৬ : জীবন সাথী;
  • ১৯৮৭ : আপন ঘরে, রাজপুরুষ, রানিমা;
  • ১৯৯২ : গুপী বাঘা ফিরে এলো;
  • ১৯৯৪ : মহাভারতী।

 

আরও দেখুনঃ

Leave a Comment