অনুপ মুখোপাধ্যায় এর জন্ম তমলুক শহরে। স্কুলশিক্ষা শুরু হয় ইছাপুরে। ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। রহড়ার বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হওয়ার পর পুনায়অবস্থিত ফিল্ম এ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে শব্দগ্রহণ বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।
অনুপ মুখোপাধ্যায়ৱ
অনুপ মুখোপাধ্যায় ১৯৮২ সাল থেকেই স্বাধীন শব্দযন্ত্রী হিসাবে কাজ শুরু করেন। প্রথম ছবি ধূর্জটি ভট্টাচার্য পরিচালিত ইয়াসিনের কলকাতা (১৯৮২)। ঐ বছরই তিনি দিলীপ রায় পরিচালিত অমৃতকুম্ভের সন্ধানে (১৯৮২) ছবির শব্দ পুনর্যোজনার কাজ করেন।
১৯৭৪ সালে পুনা থেকে ডিপ্লোমা অর্জনের পর ১৯৮২ সাল পর্যন্ত দূরদর্শন, ১৯৮২-১৯৯৬ পর্যন্ত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে প্রথমে মুখ্য শব্দযন্ত্রী এবং পরে টেকনিক্যাল ম্যানেজার হিসাবেও কাজ করেছেন। মাঝখানে কিছুদিন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রূপায়ণেও শব্দ বিভাগের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন সত্যজিৎ রায় ফিল্ম এ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউটে ডীন হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

চলচ্চিত্রে শব্দ পরিকল্পনার পাশাপাশি শব্দগ্রহণ, শব্দ পুনর্যোজনা, সংগীত গ্রহণ প্রভৃতির দায়িত্বও পালন করেছেন। সত্যজিৎ পরিচালিত ২টি ছবিতে শব্দগ্রহণের পাশাপাশি কাজ করেছেন তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, রাজা সেন, অঞ্জন দত্ত প্রভৃতি পরিচালকের সাথে।
বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা (২০০০) ছবির শব্দগ্রহণের জন্য বছরের সেরা শব্দগ্রাহকর জাতীয় পুরস্কার লাভ করেন। পরবর্তী কালে গৌতম হালদার পরিচালিত ভালো থেকো (২০০৪) এবং অঞ্জন দাস পরিচালিত ইতি শ্রীকান্ত (২০০৫) ছবির জন্যও সেরা শব্দ গ্রাহকের জাতীয় সম্মানে ভূষিত হন। বাংলা ছাড়াও হিন্দী, ইংরাজি এবং ওড়িয়া ছবির সাথে বাংলাদেশের কিছু ছবির শব্দগ্রহণের দায়িত্বও পালন করেছেন।
প্রকাশনা—
অনুপ মুখোপাধ্যায়ের লেখা ‘সাউন্ড ডিজাইন’ গ্রন্থ সুজন প্রকাশনী থেকে ২০১৩ সালে প্রকাশিত হয়।
চলচ্চিত্ৰপঞ্জি- —
- ১৯৮২ : ইয়াসিনের কলকাতা, অমৃতকুম্ভের সন্ধানে;
- ১৯৮৩ : ইন্দিরা;
- ১৯৮৪ : শত্রু;
- ১৯৮৫ : ভালবাসা ভালবাসা;
- ১৯৮৭ : বিদ্রোহী, গায়ক, গুরুদক্ষিণা;
- ১৯৮৮: আগুন, ছোট বৌ, অঞ্জলি, আগমন;
- ১৯৮৯ : আক্রোশ, মঙ্গলদীপ, শতরূপা;
- ১৯৯০ : ব্যবধান, আপন আমার আপন, অগ্নিকন্যা, গরমিল, দেবতা, শাখাপ্রশাখা;
- ১৯৯১ : পথ ও প্রাসাদ, গুপী বাঘা ফিরে এলো, নবাব, নীলিমায় নীল, বৌরাণী, অভাগিনী, আগন্তুক;
- ১৯৯২ : সুরের ভুবনে, দান প্রতিদান, ইন্দ্রজিৎ;
- ১৯৯৩ : মায়া মমতা;
- ১৯৯৪ : ধূসর গোধূলি, গীত সংগীত, কথা ছিল;
- ১৯৯৫ : মেজবৌ;
- ২০০০ : উত্তরা, উৎসব;
- ২০০১ : দেখা;
- ২০০২: দেশ, মন্দ মেয়ের উপাখ্যান;
- ২০০৩ : নীল নির্জনে, আবার অরণ্যে, শুভ মহরত, বোম্বায়ের বোম্বেটে;
- ২০০৪: ভালো থেকো, জয়যাত্রা;
- ২০০৫ : ইতি শ্রীকান্ত, ক্রান্তিকাল, নিশিযাপন, কালপুরুষ;
- ২০০৬: হারবার্ট;
- ২০০৭ : আমি ইয়াসিন ও আমার মধুবালা, কৈলাসে কেলেংকারি;
- ২০০৮ : টিনটোরেটোর যীশু;
- ০০৯ : মাটি ও মানুষ, অংশুমানের ছবি, জানালা, হিটলিষ্ট;
- ২০১০ : থানা থেকে আসছি, দ জাপানিজ ওয়াইফ, মনের মানুষ, গোরস্থানে সাবধান, ইতি মৃণালিনী।
আরও দেখুনঃ