অনুরাধা পাড়োয়াল

অনুরাধা পাড়োয়াল এর জন্ম মহারাষ্ট্রে। স্কুল শিক্ষা শেষ করে বোম্বের জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন। ছোটবেলা থেকেই সংগীতে উৎসাহ ছিল। প্রথাগত উচ্চাঙ্গ সংগীত শিক্ষার কোনো সুযোগ না পেলেও অল্প বয়স থেকে লতা মঙ্গেশকরের গান শুনে রপ্ত করার চেষ্টা করতেন। রাহুল দেববর্মণের সহকারী অরুণ পাড়োয়ালের সাথে তাঁর বিয়ে হয় এবং সংগীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন হিন্দী অভিমান ছবিতে।

 

অনুরাধা পাড়োয়াল । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অনুরাধা পাড়োয়াল

বাংলা ছবিতে অনুরাধা পাড়োয়ালের প্রথম কাজ তপন সাহা পরিচালিত আগামীকাল (১৯৮৩) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলাল গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান অনুরাধার কণ্ঠে ব্যবহার করেন।

 

Google News অনুরাধা পাড়োয়াল
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বাংলায় প্রায় একশটি ছবির নেপথ্য সংগীত শিল্পী অনুরাধা মৃণাল মুখোপাধ্যায়, সুজিত গুহ, রবীন বন্দ্যোপাধ্যায়, বাপী লাহিড়ী, রাহুল দেববর্মণ, মৃণাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র জৈন, বাবুল বসু প্রভৃতি সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন। পুলক বন্দ্যোপাধ্যায়, সুনীল বরণ, শিবদাস বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, স্বপন চক্রবর্তী, স্নেহাশীষ চক্রবর্তী, গৌতম-সুস্মিত প্রভৃতি গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

মাতৃভাষা মারাঠী ছাড়াও বাংলা, হিন্দী, ওড়িয়া এবং নেপালী ভাষায় গান করেন। ১৯৯০ সালে শ্রেষ্ঠ নেপথ্য সংগীত শিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেছিলেন ।

 

অনুরাধা পাড়োয়াল । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্রপঞ্জি- —

  • ১৯৮৩ : আগামীকাল;
  • ১৯৮৫ : সন্ধ্যাপ্রদীপ;
  • ১৯৮৬ : অভিমান, আর্তনাদ, উত্তরলিপি;
  • ১৯৮৭ : অনুরোধ, মৌনমুখর; ১৯৮৮ : অপমান, হীরের শিকল, ওরা চারজন, প্রতিপক্ষ;
  • ১৯৮৯ : অমর প্রেম, বন্দিনী, ঝঙ্কার, মনে মনে, মণিমালা, নিশিবধূ;
  • ১৯৯০ : অভিমন্যু, আলিঙ্গন, অপবাদ, বদনাম, ভাঙাগড়া, গরমিল, জীবনসঙ্গী, মন্দিরা, ন্যায়দণ্ড, পাপী;
  • ১৯৯১ : আমার সাথী, আনন্দ, বৌরাণী, বিধিলিপি, বিধির বিধান, নজরবন্দী, ন্যায়চক্র, পতি পরম গুরু, সাধারণ মেয়ে, শুভ কামনা, ঠিকানা;
  • ১৯৯২ : অনুতাপ, আপন পর, ক্রোধী, লাল পাহাড়ী, মহাশয়, মায়াবিনী, নতুন সংসার, পিতৃঋণ, প্রেম, রক্তে লেখা;
  • ১৯৯৩ : ঘর সংসার, ঈশ্বর পরমেশ্বর, সুখের স্বর্গ;
  • ১৯৯৪ : বিদ্রোহিনী, গীত সংগীত;
  • ১৯৯৫ : আবির্ভাব, লেডি ডাক্তার, মশাল, পতিব্রতা, প্রেমসঙ্গী, উজান;
  • ১৯৯৬ : বেয়াদপ, ভাই আমার ভাই, মহান, সিঁথির সিঁদুর;
  • ১৯৯৭ : বৌঠান, মহাবীর কৃষ্ণ, মনসাকন্যা, প্রেমজোয়ারে, প্রেমসঙ্গী, স্বামী কেন আসামী, তোমাকে চাই;
  • ১৯৯৮ : আমার মা, গঙ্গা, পুত্রবধূ;
  • ১৯৯৯ : সিঁদুর খেলা, সুন্দর বউ, সত্যম শিবম সুন্দরম, রাজদণ্ড;
  • ২০০০ : ভালবাসার ছোঁয়া, বসতির মেয়ে রাধা, জয় মা দুর্গা, আমাদের সংসার, সত্যি এই তো জীবন;
  • ২০০১ : অন্য পৃথিবী, জামাইবাবু জিন্দাবাদ, ভালবাসার রঙ, শেষ আশ্রয়;
  • ২০০২ : মানুষ অমানুষ;
  • ২০০৩ : জেহাদ, সঙ্গী, বিশ্বাসঘাতক;
  • ২০০৪ : আমি যে কে তোমার, মন যাকে চায়।

 

আরও দেখুনঃ

Leave a Comment