অপর্ণা দেবী (ভট্টাচার্য)

অপর্ণা দেবী (ভট্টাচার্য) (১৯১৯-১৯৮২) অপর্ণা দেবীর জন্ম কলকাতার বাগবাজার অঞ্চলে। নিবেদিতা স্কুলে প্রথাগত শিক্ষা শুরু হলেও পারিবারিক কারণে তাতে ছেদ ঘটে।

 

অপর্ণা দেবী (ভট্টাচার্য) । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অপর্ণা দেবী (ভট্টাচার্য) । বাংলা চলচ্চিত্রের অভিধান

কালী ফিল্মস প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বড়বাবু (১৯৩৭) ছবিতে প্রথম অভিনয়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

ActingGOLN.com Logo 252x68 px White অপর্ণা দেবী (ভট্টাচার্য)

 

উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন প্রমথেশচন্দ্র বড়ুয়া, হেমচন্দ্র চন্দ্র, নিরঞ্জন পাল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, দেবকী বসু, নীরেন লাহিড়ী, অগ্রদূত, ফণী বর্মা, অজয় কর, অসিত সেন, সত্যজিৎ রায় প্রভৃতি। প্রধানত চরিত্রাভিনেত্রী অপর্ণা দেবী ১৯৪৩ সাল থেকেই নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। তিনি নাট্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত স্টার থিয়েটারের সাথেই যুক্ত ছিলেন।

 

Google News অপর্ণা দেবী (ভট্টাচার্য)
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি—

  • ১৯৩৭ : বড়বাবু;
  • ১৯৩৮ : সৰ্ব্বজনীন বিবাহোৎসব, সখের শ্রমিক;
  • ১৯৪০ : পরাজয়;
  • ১৯৪১ : বিজয়িনী, মায়ের প্রাণ, ব্রাহ্মণকন্যা, প্রতিশ্রুতি, রাসপূর্ণিমা,
  • ১৯৪৫ : শ্রীদুর্গা; ১৯৪৭ : মন্দির, বর্মার পথে; ১৯৪৮ : স্যার শঙ্করনাথ, মহাকাল;
  • ১৯৪৯ : বন্ধুর পথ, দিনের পর দিন, কর্মফল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন;
  • ১৯৫০ : তথাপি, রক্তের টান, ১০৯ ধারা, গরবিনী, আবর্ত;
  • ১৯৫১ : ভক্ত রঘুনাথ, অপরাজিত, দর্পচূর্ণ, সে নিল বিদায়, দত্তা, পণ্ডিতমশাই, সহযাত্রী;
  • ১৯৫২ : প্রহ্লাদ, নিরক্ষর, অনামী, কা তব কান্তা, কার পাপে, সাবিত্রী সত্যবান, অনিবার্য, মন্দির, আঁধি;
  • ১৯৫৩ : মহারাজা নন্দকুমার, মুস্কিল আসান, বিষবৃক্ষ, গোপাল ভাঁড়, হরিলক্ষ্মী, মাকড়সার জাল, রোশেনারা, শ্রীশ্রী সত্যনারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য;
  • ১৯৫৪ : এটম্ বম্, আজ সন্ধ্যায়, কল্যাণী, বাঙলার নারী, মণি আর মানিক, বারবেলা, অগ্নিপরীক্ষা, যদুভট্ট, গৃহপ্রবেশ, ওরা থাকে ওধারে;
  • ১৯৫৫ : দুর্লভ জন্ম, প্রতীক্ষা, বিধিলিপি, কথা কও, উপহার, পথের পাঁচালী, দুই বোন, দৃষ্টি;
  • ১৯৫৬ : শ্যামলী, মানরক্ষা, ছায়াসঙ্গিনী, সূর্যমুখী, সাধক রামপ্রসাদ, ফল্গু, কবি গোবিন্দদাস, সিঁথির সিঁদুর, চিরকুমার সভা;
  • ১৯৫৭ : শেষ পরিচয়, হরিশ্চন্দ্র, নতুন প্রভাত, তাসের ঘর, মমতা, বসন্ত বাহার, অভয়ের বিয়ে, আমি বড় হবো, যমালয়ে জীবন্ত মানুষ, মা শীতলা;
  • ১৯৫৮ : ও আমার দেশের মাটি, শ্রীশ্রীমা, ডাক্তারবাবু, ইন্দ্রাণী, শ্রীশ্রী তারকেশ্বর;
  • ১৯৫৯ : জন্মান্তর, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, দীপ জ্বেলে যাই, ছবি, অগ্নিসম্ভবা, অবাক পৃথিবী, শুভ বিবাহ;
  • ১৯৬০ : স্মৃতিটুকু থাক, অজানা কাহিনী, নদের নিমাই, সুরের পিয়াসী;
  • ১৯৬১ : কাঞ্চনমূল্য, আজ কাল পরশু, মা;
  • ১৯৬২ : সরি ম্যাডাম, সূর্যস্নান, অতল জলের আহ্বান, খনা, কাজল, শাস্তি, নবদিগন্ত, ধূপছায়া;
  • ১৯৬৩ : এক টুকরো আগুন, শেষ প্রহর;
  • ১৯৬৪ : বীরেশ্বর বিবেকানন্দ, রাধাকৃষ্ণ, বাক্সবদল, ভারতের সাধক;
  • ১৯৬৫ : দিনান্তের আলো, দোলনা, সূর্যতপা;
  • ১৯৬৬ : কলঙ্কী রাত;
  • ১৯৬৭ : জীবনমৃত্যু;
  • ১৯৬৮ : বাঘিনী, তিন অধ্যায়;
  • ১৯৬৯ : তিন ভুবনের পারে, পিতাপুত্র, মায়া;
  • ১৯৭০ : মেঘ কালো, এখানে পিঞ্জর;
  • ১৯৭১ : প্রতিবাদ, নিমন্ত্রণ;
  • ১৯৭২ : অনিন্দিতা, ছিন্নপত্র, অপর্ণা;
  • ১৯৭৩ : সোনার খাঁচা;
  • ১৯৭৪ : শ্রাবণ সন্ধ্যা, জীবন রহস্য, জন্মভূমি;
  • ১৯৭৬ : জীবন নিয়ে।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment