অবশেষে চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। সংগীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায় এবং অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, অসিতবরণ, সুলতা চৌধুরী, অনুপকুমার, বিকাশ রায়, পাহাড়ী সান্যাল প্রমুখ।
ছবির নায়ক-নায়িকা মি. রায় (অসিতবরণ), রমা (সাবিত্রী) একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। প্রতিটি বিষয় নিয়েই তাদের মতের অমিল। মি. রায় এবং রমা ডিভোর্সের বিষয়ে উকিলের পরামর্শ নেয়।শেষ পর্যন্ত ছেলের কথা ভেবে স্বামী-স্ত্রী দুজনে ডিভোর্সের মামলা তুলে নেয়।
অবশেষে চলচ্চিত্র
- প্রযোজনা—অভ্যুদয় ফিল্মস।
- চিত্রনাট্য ও পরিচালনা —মৃণাল সেন।
- কাহিনি—অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
- চিত্রগ্রহণ—শৈলজা চট্টোপাধ্যায়।
- সংগীত পরিচালনা—রবীন চট্টোপাধ্যায়।
- শিল্প নির্দেশনা—বংশী চন্দ্রগুপ্ত।
- শব্দগ্রহণ—দেবেশ ঘোষ, সুশীল ঘোষ, সত্যেন চট্টোপাধ্যায় ।
- সম্পাদনা—গঙ্গাধর নস্কর।
- গীতিকার—প্রণব রায়।
- কণ্ঠসংগীত—হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
অবশেষে চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
সাবিত্রী চট্টোপাধ্যায়, অসিতবরণ, সুলতা চৌধুরী, অনুপকুমার, বিকাশ রায়, পাহাড়ী সান্যাল, উৎপল দত্ত, রবি ঘোষ, ছায়া দেবী, তরুণকুমার, বিধায়ক ভট্টাচার্য, সুব্রতা সেন, রাজলক্ষ্মী দেবী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দেবু বসু, শৈলেন ঘোষ, কেষ্টধন মুখোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য, দেবেন ভট্টাচার্য, বুবু গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎবন্দ্যোপাধ্যায়, শ্রীমান কুণাল সেন।

অবশেষে চলচ্চিত্রের কাহিনি—
ছবির নায়ক-নায়িকা মি. রায় (অসিতবরণ), রমা (সাবিত্রী) একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। মেয়ের বাবা (উৎপল) অনিচ্ছা সত্ত্বেও এই অসবর্ণ বিয়ে মেনে নেন। তাদের একটিই সন্তান (কুণাল) এখন বিপন্ন, কারণ বাবা-মার মধ্যে কোনো বিষয়েই মিল নেই। প্রতিটি বিষয় নিয়েই তাদের মতের অমিল। শেষ পর্যন্ত মি. রায় এবং রমা ডিভোর্সের বিষয়ে আলাদা আলাদা ভাবে উকিলের পরামর্শ নেয়। মি. রায় ছেলেকে হাজারিবাগে একটি বোর্ডিং স্কুলের হোস্টেলে রেখে আসে, গার্জেন ছাড়া আর কাউকে দেখা করতে দেওয়া হয় না। এমনকী মাও ছেলেকে দেখতে না পেয়ে ফিরে আসে।
আদালতে দুই পক্ষের উকিলের তর্কযুদ্ধ চলে, শেষ পর্যন্ত ছেলের কথা ভেবে স্বামী-স্ত্রী দুজনে ডিভোর্সের মামলা তুলে নিতে বাধ্য হয়।
আরও দেখুনঃ