অভিষেক চট্টোপাধ্যায় এর জন্ম কলকাতায়, বরানগর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক, জয়পুরিয়া কলেজ থেকে হায়ার সেকেন্ডারি এবং বি.কম. পাস করেন।
অভিষেক চট্টোপাধ্যায়
অভিষেক চট্টোপাধ্যায় চলচ্চিত্রে প্রথম কাজ তরুণ মজুমদার পরিচালিত পথভোলা (১৯৮৬) ছবিতে। এই ছবিতে তিনি তাপস পাল এবং প্রসেনজিতের বন্ধু গোপীর ভূমিকায় অভিনয় করেন।এখনও পর্যন্ত ১৩০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, সুখেন ৫৯ বাংলা চলচ্চিত্রের অভিধানদাস, হরনাথ চক্রবর্তী, বাবলু সমাদ্দার, ঋতুপর্ণ ঘোষ ছাড়াও আরও বহু পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন চলচ্চিত্র ছাড়াও পেশাদার মঞ্চে এবং দূরদর্শন ধারাবাহিকে।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৮৬ : পথভোলা;
- ১৯৮৮ : অপরাধী, তুমি কত সুন্দর, ওরা চারজন, সুরের আকাশে;
- ১৯৮৯ : নয়নমণি, তুফান, মর্যাদা, অঙ্গার, অমর প্রেম, নতুন সূর্য;
- ১৯৯০ : কয়েদী, পাপী, বলিদান;
- ১৯৯১ : বেদের মেয়ে জোস্না, নজরবন্দী, ন্যায়চক্র, জীবন প্রদীপ
- ১৯৯২ : পিতৃঋণ, ক্রোধী, ইন্দ্রজিৎ, নতুন সংসার, মায়াবিনী, মা, পুরুষোত্তম;
- ১৯৯৩ : দান প্রতিদান, শক্তি, মায়ের আশীর্বাদ;
- ১৯৯৪ : গীত সংগীত, গজমুক্তা, রাজার রাজা, ফিরিয়ে দাও, আব্বাজান;
- ১৯৯৫ : সংঘর্ষ, শেষ প্রতীক্ষা, প্রতিধ্বনি, প্রেম সংঘাত, সুজন সখী, আবির্ভাব, রঙিন বসন্ত, মেজ বৌ, লেডি ডাক্তার;
- ১৯৯৬ : ভাই আমার ভাই, অবুঝ মন, জয় বিজয়, কৰ্ণ, জামাইবাবু, সখী তুমি কার, সেই রাত, সিঁথির সিঁদুর, মিস্ মৈত্রেয়ী, লাঠি; ১৯৯৭ : আদরের বোন, নিষ্পাপ আসামী, আজকের সন্তান, সবার উপরে মা, সর্বজয়া, মিত্তির বাড়ির ছোট বউ, বকুল প্রিয়া, বৌঠান, যোদ্ধা, মাটির মানুষ, সপ্তমী, মায়ার বাঁধন, মাতৃভূমি, পিতা-মাতা-সন্তান, পবিত্র পাপী;
- ১৯৯৮ : আমার মা, আমি সেই মেয়ে, বাবা কেন চাকর, বাংলার বধূ, চৌধুরী পরিবার, দহন, ঘরের লক্ষ্মী, মানুষ মানুষের জন্য, মায়ের দিব্যি, নাগ নাগিনী, প্রাণের চেয়ে প্রিয়, পুত্রবধূ, সাগর বন্যা, সৈকত সঙ্গীত, শেষ কর্তব্য, স্বামীর আদেশ;
- ১৯৯৯ : শাঁখা সিঁদুরের দিব্যি, খেলাঘর, দাদা ভাই, প্রিয়জন, স্বামীর ঘর, চেনা অচেনা, যুগাবতার লোকনাথ;
- ২০০০ : আমাদের সংসার, প্রেম প্রীতি ভালবাসা, দিদি আমার মা, আপন হল পর, জয় মা দুর্গা, কুলাঙ্গার, মধুর মিলন, দাবী, দায়বদ্ধ;
- ২০০১ : আমার স্বপ্ন তুমি, নেমকহারাম;
- ২00২ : নিশানা, শ্যামলী, হারানের নাতজামাই, ইনকিলাব, রাজা সাহেব;
- ২০০৩ : আলো, অর্জুন আমার নাম, কর্তব্য, শর্বরী;
- ২০০৪ : অভিষেক, কুলী, সিঁদুরের বন্ধন;
- ২০০৬ : অভিনেত্রী;
- ২০০৭ : ভালবাসার দিব্যি;
- ২০০৮ : ঘরজামাই, রাজকুমার, জন্মদাতা, টলিলাইটস;
- ২০০৯ : চাওয়া পাওয়া, সুখের বাসা, রহস্য, জীনা, যদি কাগজে লেখ নাম, শেষ সংঘাত।

আরও দেখুনঃ