অভীক মুখোপাধ্যায় হলেন একজন ভারতীয় সিনেমাটোগ্রাফার যিনি বাংলা এবং হিন্দি ছবিতে কাজ করেন। তিনি মৃণাল সেন, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অনিক দত্ত, অনিরুদ্ধ রায় চৌধুরী, সুজিত সরকার এবং সুজয় ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের সাথে কাজ করেছিলেন। তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে চোখ বালি, পাতালঘর, ভালো থেকো, রেইনকোট, দোসার, দ্য লাস্ট লিয়ার, আন্তাহীন, চিত্রাঙ্গদা: দ্য ক্রাউনিং উইশ, অক্টোবর এবং সরদার উধম। তিনি চারবার শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুইবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের প্রাপক। তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন।
অভীক মুখোপাধ্যায়
তিনি ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অনিক দত্ত, অনিরুদ্ধ রায় চৌধুরী, সুজিত সরকার এবং সুজয় ঘোষের মতো বিশিষ্ট পরিচালকদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কিছু চমৎকার কাজ করেছেন।
দুর্গাপুরে স্কুলশিক্ষা সমাপ্ত করে কলকাতায় আসেন। গুরুদাস কলেজ থেকে রসায়নে সাম্মানিক সহ স্নাতক হওয়ার পর পুনায় অবস্থিত এফ.টি.আই.আই থেকে চিত্রগ্রহণে ডিপ্লোমা অর্জন করেন। স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম ছবি অসুখ (১৯৯৯)। এখনও পর্যন্ত কুড়িটিরও বেশি বাংলা কাহিনিচিত্রে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন মৃণাল সেন, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ প্রভৃতি পরিচালকদের সাথে ।
২০০৩ সালে অভিজিৎ চৌধুরী পরিচালিত পাতালঘর ছবির চিত্রগ্রাহক হিসাবে বছরের সেরা চিত্রগ্রাহকের জাতীয় সম্মান লাভ করেন। পরবর্তী কালে গৌতম হালদার পরিচালিত ভালো থেকো (২০০৪) এবং অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত অন্তহীন (২০০৯) ছবির জন্য সেরা চিত্রগ্রাহক হিসাবে পুরস্কৃত হন।
পরিচালক হিসাবে কাজ করেছেন একটি তারার খোঁজে (২০১০) ছবিতে। বাংলা ছাড়াও কয়েকটি হিন্দী ছবিতেও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৯৯ : অসুখ;
- ২০০০ : উৎসব, পারমিতার একদিন;
- ২০০১ : তিতলি;
- ২০০২ : আমার ভুবন;
- ২০০৩ : শুভ মহরত, পাতালঘর, চোখের বালি;
- ২০০৫ : অন্তরমহল, দ্বিতীয় বসন্ত;
- ২০০৮: খেলা:
- ২০০৯ : আবহমান;
- ২০১০ একটি তারার খোঁজে (পরিচালনা)।
আরও দেখুনঃ