অরুন্ধতী হোমচৌধুরীর জন্ম ত্রিপুরার আগরতলায়। ছোটবেলায় মায়ের কাছেই সংগীত শিক্ষার শুরু। আগরতলায় স্কুল শিক্ষা শেষ করে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

অরুন্ধতী হোমচৌধুরী
অরুন্ধতী হোমচৌধুরীর বাংলা ছবিতে প্রথম কাজ অগ্রগামী পরিচালিত যে যেখানে পাঁড়িয়ে (১৯৭৪) ছবিতে। ছবিটির সংগীত পরিচালনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতে রবীন্দ্রসংগীত ছাড়াও তিনি প্রণব রায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। ১৩০টির মতো ছবিতে নেপথ্যসংগীত শিল্পী হিসাবে উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন কালীপদ সেন, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, অধীর বাগচী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, নীতা সেন, অজয় দাস, অনল চট্টোপাধ্যায়, কমল গঙ্গোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায় প্রভৃতি।
গৌরীপ্রসন্ন মজুমদার, শিবদাস বন্দ্যোপাধ্যায়, মোহিনী চৌধুরী, শ্যামল গুপ্ত, মিন্টু ঘোষ সহ আরও অনেকের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন তরুণ মজুমদার পরিচালিত ভালোবাসার অনেক নাম (২০০৬) ছবিতে। এই ছবিতে তিনি শিবাজী চট্টোপাধ্যায়ের সাথে যৌথভাবে সংগীত পরিচালনা করেন।

চলচ্চিত্রপঞ্জি :
- ১৯৭৪ : যে যেখানে দাঁড়িয়ে;
- ১৯৭৬ : দত্তা;
- ১৯৭৭ : রাজবংশ, স্বাতী, বেহুলা লখীন্দর;
- ১৯৭৮ : টুসি;
- ১৯৭৯ : দেবদাস, দৌড়, মণি মা, নৌকাডুবি, সমাধান, ডুব দে মন কালী বলে;
- ১৯৮০ : দাদার কীর্তি, বন্ধন, দক্ষযজ্ঞ, দর্পচূর্ণ, প্রিয়তমা, রাজা সাহেব;
- ১৯৮১: বন্দী বলাকা, দুর্গা দুর্গতিনাশিনী, ফাদার, পাহাড়ী ফুল, উপলব্ধি, সেই সুর, সত্মা, প্রতিশোধ, সাহেব, সুবর্ণ গোলক;
- ১৯৮২ : অমৃতকুম্ভের সন্ধানে, দূরের নদী, ফয়সালা, খেলার পুতুল, মা কল্যাণেশ্বরী, মাটির স্বর্গ, মেঘমুক্তি, পিপাসা, প্রতীক্ষা, রাজবধূ, সতী সাবিত্রী সত্যবান, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, উত্তর মেলেনি;
- ১৯৮৩ : যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, বোলো না, মাতা আগমেশ্বরী, সমাপ্তি, সংসারের ইতিকথা, শৃঙ্খল, শ্রীরাধার মানভঞ্জন, উৎসর্গ:
- ১৯৮৪ : অগ্নিশুদ্ধি, অমরগীতি, দীপার প্রেম, পারাবত প্রিয়া, প্রায়শ্চিত্ত, পূজারিণী, সমর্পিতা, সীমন্তরাগ, শিলালিপি, আঙ্কেল, ১৯৮৫ আহুতি, অজান্তে, অন্বেষণ, ভালবাসা ভালবাসা, দিদি, প্রতিজ্ঞা, সোনার সংসার, টগরী:
- ১৯৮৬ অভিশাপ, অনুরাধা, আশীর্বাদ, ডাক্তার বৌ, কেনারাম বেচারাম, পরিণতি, পথভোলা, প্রেমবন্ধন, প্রেম ও পাপ;
- ১৯৮৭ : আপন ঘরে, অর্পণ, বিদ্রোহী, জবাব, মন্দির, মৌনমুখর, প্রতিভা, রাণীমা, সহধর্মিণী, সরগম, স্বর্ণময়ীর ঠিকানা:
- ১৯৮৮ : অপরাধী, দীপশিখা, কলঙ্কিনী নায়িকা, করোটি, কিডন্যাপ, মহাকবি কালিদাস, পুনর্মিলন, শুধু তোমারি;
- ১৯৮৯ কড়ি নিয়ে কিনলাম, মহাপীঠ তারাপীঠ, নতুন সূর্য, নিশিতৃকা, শ্রীমতী হংসরাজ;
- ১৯৯০ : ব্যবধান, চক্রান্ত, একাকী, ঘরের বৌ;
- ১৯৯১ : জীবন প্রদীপ, নীলিমায় নীল, পথ ও প্রাসাদ;
- ১৯৯২ : মণিকাঞ্চন, পেন্নাম কলকাতা;
- ১৯৯৩ : কাচের পৃথিবী, মিষ্টিমধুর, প্রজাপতি, পৃথিবীর শেষ স্টেশন, রংবাজ, সোনম রাজা;
- ১৯৯৪ : আমিও মা, সালমা হুইল চেয়ার;
- ১৯৯৫ : প্রতিধ্বনি;
- ১৯৯৭ : অভিশপ্ত প্রেম, চন্দ্রগ্রহণ;
- ২০০০ : কলঙ্কিনী বধু;
- ২০০১ : ছোট সাহেব;
- ২০০৩ আলো, জুয়া;
- ২০০৬ : ভালোবাসার অনেক নাম।