অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তীর জন্ম রাজস্থানের উদয়পুরে, প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই বোম্বে যান। সহকারী পরিচালক হিসাবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় রাজা পরিচালিত ফয়সালা (১৯৮২) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে চল্লিশটিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন তপন সিংহ, বীরেশ চট্টোপাধ্যায়, প্রভাত রায়, সুখেন দাস, সলিল দত্ত, তরুণ মজুমদার, ইন্দর সেন, নব্যেন্দু চট্টোপাধ্যায় প্রভৃতি চলচ্চিত্রকারের সঙ্গে।

 

অর্জুন চক্রবর্তী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তী অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হল বরুণ লাহিড়ী (অন্তর্ধান, ১৯৯২); বিজু (আত্মজা, ১৯৯৩); সন্তু (হুইল চেয়ার, ১৯৯৪); সঞ্জয় (অরণ্যের অধিকার, ১৯৯৮) ইত্যাদি।

বাংলা ছাড়াও বেশ কয়েকটি হিন্দী ছবিতে অভিনয় করেছেন। প্রথম হিন্দী ছবি এন. রাম পরিচালিত অঙ্কুশ (১৯৮৫)। পরবর্তী কালে মৃণাল সেন পরিচালিত একদিন অচানক (১৯৮৯) এবং তপন সিংহ পরিচালিত আনোখা মতি (১৯৯৯) ছবিতেও উল্লেখযোগ্য অভিনয় করেছিলেন। চলচ্চিত্র ছাড়াও ছোটপর্দার জন্য নির্মিত ধারাবাহিকেও কাজ করেছেন।

 

অর্জুন চক্রবর্তী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সঞ্চিতা ভট্টাচার্যর কাহিনি এবং দীপান্বিতা ভট্টাচার্যর চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেছেন টলিলাইটস (২০০৮)। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিতে তিনি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন।

পরিচালক গুলজার এর সহ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ অর্জুন চক্রবর্তীর । শুধু অভিনয় ই করেননি ভালো গায়ক ।  অর্জুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা অসাধারণ।

 

Google News অর্জুন চক্রবর্তী
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৮২ : ফয়সালা;
  • ১৯৮৯ : অঘটন আজও ঘটে, কড়ি দিয়ে কিনলাম, প্রণমি তোমায়;
  • ১৯৯০ : ব্যবধান, দেবতা, মানসী, ন্যায়দণ্ড;
  • ১৯৯১ : আমার সাথী, আকাঙ্ক্ষা, ঠিকানা:
  • ১৯৯২ : অন্তধান, ধর্মযুদ্ধ, লাল পাহাড়ী, রক্তে লেখা,
  • ১৯৯৩ আত্মজা, অর্জুন, প্রেমী:
  • ১৯৯৪ : সিনেমায় যেমন হয়, ধূসর গোধূলি, হুইল চেয়ার;
  • ১৯৯৫ প্রেম সংঘাত;
  • ১৯৯৬: কর্ণ, ত্রিধারা:
  • ১৯৯৭ চন্দ্রগ্রহণ;
  • ১৯৯৮ : অরণ্যের অধিকার;
  • ১৯৯৯ : জীবন নিয়ে খেলা, স্বপ্ন নিয়ে, সিরাজ, সেই তো আবার কাছে এলে;
  • ২০০০ ঋণমুক্তি:
  • ২০০১ : এক যে আছে কন্যা, শেষ অধ্যায়, অনাম্নী অঙ্গনা:
  • ২০০৩ : জেহাদ;
  • ২০০৫ : ক্রান্তিকাল:
  • ২০০৮ : তুমি কার, টলিলাইটস।

 

আরও দেখুনঃ

Leave a Comment