অর্ধেন্দু চট্টোপাধ্যায় এর জন্ম এবং প্রথাগত শিক্ষা জব্বলপুরে। ছোটবেলায় সোহরাব মোদি প্রতিষ্ঠিত ‘আর্য সুবোধ মাটামণ্ডলীতে শিশুশিল্পী হিসাবে যুক্ত হন। ১৯৩১-৩৪ সাল পর্যন্ত এই নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন।
অর্ধেন্দু চট্টোপাধ্যায়
অর্ধেন্দু চট্টোপাধ্যায় মোদি পরিচালিত খুন বা খুন (১৯৩৫) ছবিতে একজন নর্তকের ভূমিকায় অভিনয় করেন। ১৯৪০ সাল পর্যন্ত মোদির চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সাথেই যুক্ত ছিলেন। চলচ্চিত্র সম্পাদনার শিক্ষা গ্রহণ করেন বসন্ত বোরকারের কাছে। সোহরাব মোদি পরিচালিত হিন্দী ছবি জেলর (১৯৩৮), পুকার (১৯৩৯) ছাড়াও ভরতভূষণ পরিচালিত ভক্ত কবীর ছবি সম্পাদনার দায়িত্ব পালন করেন।
কলকাতায় আসার পর কিছুদিন ফিল্ম কর্পোরেশন অব ইন্ডিয়ায় চাকরি করেছেন। বাংলা ছবিতে সম্পাদক হিসাবে প্রথম কাজ অখিল নিয়োগী পরিচালিত মুক্তির বন্ধন (১৯৪৭)। সমগ্র চলচ্চিত্র জীবনে একশোটিরও বেশি ছবির সম্পাদক অর্ধেন্দু বাবু কাজ করেছেন সত্যেন বসু, সুশীল মজুমদার, হেমেন গুপ্ত, অজয় কর, নীরেন লাহিড়ী, প্রেমেন্দ্র মিত্র, নির্মল দে, গুরু বাগচী, পার্থপ্রতিম চৌধুরী সহ বহু পরিচালকের সাথে। সম্পাদনার কাজ ছাড়াও তেরোটি ছবি পরিচালনা করেছেন। বাংলা ছাড়াও হিন্দী ছবি পরিচালনা ও সম্পাদনার কাজও করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৭ : মুক্তির বন্ধন;
- ১৯৪৮ : সর্বহারা, কালো ঘোড়া, ভুলি নাই;
- ১৯৪৯ : উল্টোরথ, পরিবর্তন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বামুনের মেয়ে, রবীন মাষ্টার;
- ১৯৫০: পঞ্চায়ে, মেজদিদি:
- ১৯৫১ : ভৈরবমন্ত্র, দত্তা, সিরাজদ্দৌলা;
- ১৯৫২ : রাত্রির তপস্যা, সাবিত্রী সত্যবান, পল্লী সমাজ, শুভদা, বিশ্বামিত্র, কাজরী, কেরানীর জীবন;
- ১৯৫৩ : *হরিলক্ষ্মী;
- ১৯৫৪ : ময়লা কাগজ, দুঃখীর ইমান, “শিবশক্তি;
- ১৯৫৫ : পথের শেষে;
- ১৯৫৬ : শ্যামলী, মদনমোহন, টাকা আনা পাই;
- ১৯৫৭ : বড়মা, উল্কা, একতারা, কাঁচামিঠে, হারানো সুর, জন্মতিথি;
- ১৯৫৮ : যমালয়ে জীবন্ত মানুষ, বৃন্দাবনলীলা, বাঘা যতীন, ডাক্তারবাবু, সাধক বামাক্ষ্যাপা, পুরীর মন্দির;
- ১৯৫৯ বর্ণালী, ছবি, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, খেলাঘর, নৃত্যেরই তালে তালে।
- ১৯৬০ দুই বেচারা, শখের চোর, ত্রৈলঙ্গস্বামী, হসপিটাল, শহরের ইতিকথা, শুন বরনারী;
- ১৯৬১: সাধক কমলাকান্ত, নেকলেস, কাঞ্চনমূল্য;
- ১৯৬২ : তরণী- সেন বধ, বধু;
- ১৯৬৩ : স্বর্গ হতে বিদায়, বীরেশ্বর বিবেকানন্দ, কিনু গোয়ালার গলি, মহাতীর্থ কালীঘাট, লাল পাথর,
- ১৯৬৫ : রাজকন্যা, দিনান্তের আলো;
- ১৯৬৬ : রাজদ্রোহী, পাগল ঠাকুর, লবকুশ, মোমবাতি, হোটেল স্নো ফক্স;
- ১৯৬৭: দেবীতীর্থ কামরূপ কামাখ্যা, অভিশপ্ত চম্বল, এন্টনী ফিরিঙ্গী; ১৯৬৮ : হংস মিথুন, আদ্যাশক্তি মহামায়া:
- ১৯৬৯ : শেষ থেকে শুরু, শুকসারী;
- ১৯৭০ : মহাকবি কৃত্তিবাস;
- ১৯৭১ : নিশাচর;
- ১৯৭৪: যদি জানতেম, শ্রাবণ সন্ধ্যা;
- ১৯৭৫ প্রিয় বান্ধবী, নগর দর্পণে;
- ১৯৭৬ চাদের কাছাকাছি;
- ১৯৭৭ বাবা তারকনাথ;
- ১৯৭৮ : “করুণাময়ী, জয় মা তারা, বালক শরৎচন্দ্র;
- ১৯৭৯ : কৃষ্ণ সুদামা
- ১৯৮০ : সীতা;
- ১৯৮১: ফাদার;
- ১৯৮২ • সোনার বাংলা (যৌথভাবে কেদার আগরওয়ালার সাথে), ছুট:
- ১৯৮৪ *দুজনায়, দীপার প্রেম;
- ১৯৮৫ : হরিশ্চন্দ্র শৈব্যা, প্রতিজ্ঞা;
- ১৯৮৬: “জীবন;
- ১৯৮৭ : দাবার চাল;
- ১৯৯০ আশ্রিতা;
- ১৯৯২ : গুঞ্জন;
- ১৯৯৩ : ভ্রান্ত পথিক;
- ১৯৯৪: বাবা লোকনাথ।
আরও দেখুনঃ