অলকা যাজ্ঞিক কলকাতার একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহন করেন । মা শুভা যাজ্ঞিক উচ্চাঙ্গ সংগীতের শিল্পী ছিলেন। বাড়িতেই মায়ের কাছে সংগীত শিক্ষা শুরু হয়। প্রথাগত শিক্ষা শুরু করেন মডার্ন হাই স্কুলে। মাত্র ৬ বছর বয়সে আকাশবাণীতে শিশু শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করেন।
অলকা যাজ্ঞিক
অলকা যাজ্ঞিক বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে প্রথম কাজ কনক মুখোপাধ্যায় পরিচালিত এই তো সংসার (১৯৮০) ছবিতে। ছবিটির সংগীত পরিচালক ছিলেন অমল মুখোপাধ্যায়। ২০০৯ সাল পর্যন্ত প্রায় একশটি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। যে সব উল্লেখযোগ্য সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন বাপী লাহিড়ী, রাহুল দেববর্মণ, মশাল বন্দ্যোপাধ্যায়, অমিতকুমার, অজয় দাস, রবীন্দ্র জৈন, অনু মালিক, সুমন চট্টোপাধ্যায়, সৈকত মিত্র প্রভৃতি।
পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, গৌতম-সুস্মিত সঞ্জয় চক্রবর্তী, স্বপন চক্রবর্তী ছাড়াও বহু গীতিকারের লেখা গান তাঁর গলায় বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে। ১৯৯৪ সালে ‘হাম হ্যায় রাহী প্যারকি (হিন্দী) এবং ১৯৯৯ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ হিন্দী) ছবিতে গানের সুবাদে শ্রেষ্ঠ মহিলা নেপথ্য সংগীত শিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেন।
বাংলা ছাড়াও গুজরাটি, হিন্দী, ওড়িয়া, মণিপুরী, নেপালী, রাজস্থানী, ভোজপুরী, মাঝারি, তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে। হিন্দী ছবিতে সমকালীন প্রায় সব উল্লেখযোগ্য সংগীত পরিচালকদের সাথেই কাজ করেছেন।

চলচ্চিত্রপন্থি —
- ১৯৮০ : এই তো সংসার;
- ১৯৮৮ দেবীবরণ, সুরের আকাশে,
- ১৯৮৯- আমার শপথ, আমার তুমি, অগ্নিতৃষ্ণা, আমানত, মনে মনে, শতরূপা,
- ১৯৯০ । বদনাম, বলিদান, ছোট্টর প্রতিশোধ, জীবনসঙ্গী, মহাজন, মানদণ্ড, পাপী:
- ১৯৯১ অভাগিনী, অহঙ্কার, অন্তরের ভালবাসা, বিধিলিপি, পতি পরম গুরু, সাধারণ মেয়ে, শুভ কামনা;
- ১৯৯২ অনুতাপ, বাহাদুর, মা, প্রথম দেখা, প্রিয়া, রক্তে লেখা, শয়তান, সুরের ভুবনে;
- ১৯৯৩ : অনুভব, মন মানে না, রক্তের স্বাদ, শ্রীমতী,
- ১৯৯৪ বিদ্রোহিনী, ধূসর গোধূলি, কথা ছিল, লাল পান বিবি, নীলাঞ্জনা, রক্ত নদীর ধারা:
- ১৯৯৫: অন্তরাত্মা, প্রেম সংঘাত, সংঘর্ষ,
- ১৯৯৬ : ভাই আমার ভাই, জামাইবাবু, জন্মবিজয়, মিস্ মৈত্রেয়ী, ত্রিধারা;
- ১৯৯৭ ভালবাসা, গানে ভুবন ভরিয়ে দেব, যোদ্ধা, মাটির মানুষ, মিত্তির বাড়ির ছোট বৌ, পিতা মাতা সন্তান, স্বামী কেন আসামী : ১৯৯৮ : বিষ্ণু নারায়ণ, স্বামীর আদেশ;
- ১৯৯৯ : অগ্নিশিখা, সত্যম শিবম সুন্দরম, চেনা অচেনা, রাজদণ্ড, তোমায় পাব বলে, সিঁদুর খেলা, সেই তো আবার কাছে এলে; ২০০০ : সজনী আমার সোহাগ, আপন হল পর, কুলাঙ্গার, মধুর মিলন, পরিচয়, বিধাতার খেলা;
- ২০০১: বুক ভরা ভালবাসা, ভালবাসার রং, বিচার চাই, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, ওয়ান্টেড, দেবরাজ,
- ২০০২ : স্ত্রীর মর্যাদা;
- ২০০৩ : সবুজ সাথী, আমার মায়ের শপথ
- ২০০৪ : দাদু নম্বর ওয়ান, স্বপ্নে দেখা রাজকন্যা;
- ২০০৬ : সকাল সন্ধ্যা;
- ২০০৭: বিধাতার লেখা;
- ২০০৮ : আয়না, তুমি কার;
- ২০০৯ : স্বার্থ, শেষ সংঘাত;
- ২০১০ : শোনো মন বলি তোমায়।
আরও দেখুনঃ