অৰ্ঘকমল মিত্র, চলচ্চিত্র সম্পাদক

অৰ্ঘকমল মিত্র একজন বাঙালী ভারতীয় চলচ্চিত্র সম্পাদক (Film Editor)। তিনি প্রাথমিকভাবে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, অনিরুদ্ধ রায় চৌধুরী, সুমন মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, অনিক দত্ত, সৌকর্য ঘোষাল এবং বৌদ্ধায়ন মুখার্জির মতো কিছু প্রশংসিত পরিচালকের সাথে কাজ করেছিলেন। তিনি ঋতুপর্ণ ঘোষের অভিমান চলচ্চিত্রে অবদানের জন্য সেরা সম্পাদক হিসেবে জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। অৰ্ঘকমল মিত্রর জন্ম কলকাতায়। সাউথ পয়েন্ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করে শ্রীরামপুরে টেক্সটাইল টেকনোলজি পাঠক্রমে ভর্তি হন, পরে পুনায় অবস্থিত ফিল্ম এ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউটে সম্পাদনা বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।

 

অৰ্ঘকমল মিত্র, চলচ্চিত্র সম্পাদক

 

অৰ্ঘকমল মিত্র

স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম কাজ মলয় ভট্টাচার্য পরিচালিত কাহিনী (১৯৯৭) ছবিতে।

 

অৰ্ঘকমল মিত্র, চলচ্চিত্র সম্পাদক

 

মলয় ভট্টাচার্য ছাড়াও কাজ করেছেন অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, রাজা সেন, অঞ্জন দত্ত, সুমন মুখোপাধ্যায় প্রভৃতি পরিচালকের সাথে। ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় এবং প্রভাত রায়ের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন একমুঠো ছবি (২০০৫)। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত আবহমান (২০১০) ছবি সম্পাদনার কারণে শ্রেষ্ঠ সম্পাদকের জাতীয় সম্মান লাভ করেন।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি—

১৯৯৭ : কাহিনী; ১৯৯৮ : দহন; ২০০০ : উৎসব, চক্রব্যূহ, ২০০১ : তিতলি; ২০০২ : গান্ধবী, দেশ, পারমিতার একদিন; ২০০৩ : শুভ মহরত, চোখের বালি; ২০০৪ : জয়যাত্রা, দেবীপক্ষ, তিন এক্কে তিন; ২০০৫ : অন্তরমহল; ২০০৬ : হারবার্ট; ২০০৭ : *এক মুঠো ছবি, কৃষ্ণকান্তের উইল; ২০০৮ : খেলা; ২০০৯ : সব চরিত্র কাল্পনিক, আবহমান; ২০১০ : একটি তারার খোঁজে, হাঁদা ভোঁদা, মহানগর @ কলকাতা, ব্যোমকেশ বক্সী, অন্তিম শ্বাস সুন্দর। * চিহ্নিত ছবি পরিচালনা করেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment