অৰ্দ্ধেন্দু মুখোপাধায় এর জন্ম ভাগলপুর, পূর্ণিয়া জেলা থেকে স্কুল শিক্ষা সম্পূর্ণ করে কলকাতায় চলে আসেন। কলেজের ছাত্র থাকাকালীন নাট্যাভিনয়ে আংশ নিয়েছেন। প্রথম দিকে নাট্যাভিনয়ের সাথে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রাভিনয় শুরু করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় সুশীল মজুমদার পরিচালিত মুক্তিয়ান (১৯৩০) ছবিতে।
অৰ্দ্ধেন্দু মুখোপাধায়
কালী ফিল্মস প্রযোজিত এবং জ্যোতিষ মুখোপাধ্যায় পরিচালিত মালাবদল (১৯৩৭) ছবিতেও অভিনয় করেন। মোট ২০টি ছবিতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনা এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন।
পরিচালক হিসাবে প্রথম ছবি সংগ্রাম (১৯৪৬) অর্থ মুখার্জী পরিচালিত ১৮টি ছবির মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মা প্রমত্তা নদী (১৯৪৮), সন্দীপন পাঠশালা (১৯৪৯), ইন্দিরা (১৯৫০), গরীবের মেয়ে (১৯৬০), দূরন্ত জয় (১৯৭৩) ইত্যাদি। সাধারণত নিজের ছবির চিত্রনাট্য নিজে করলেও সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য অবলম্বনে ৬টি ছবি পরিচালনা করেছেন। আবার আজ প্রোডাকশন ইউনিট প্রযোজিত এবং পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত যোগবিয়োগ (১৯৫৩), বলয়গ্রাস (১৯৫৪), ঢুলী (১৯৫৪), অসবর্ণা (১৯৫৬), মেঘমল্লার (১৯৫৮) ইত্যাদি ছবিগুলির চিত্রনাট্য রচনা করেছেন। শিল্পী সংসদের এই প্রতিষ্ঠাতা সদস্য বহু নতুন শিল্পী ও কলাকুশলীকে প্রথম কাজের সুযোগ করে দিয়েছেন।
চলচ্চিত্রে অভিনয়, পরিচালনার পাশাপাশি ১০টি ছবি প্রযোজনা করেন। আজ প্রোডাকশন নামে প্রযোজনা সংস্থার ব্যানারে। অর্ধেন্দু বাবু প্রযোজিত ছবিগুলির মধ্যে সাতটি ছবির পরিচালক ছিলেন পিনাকী মুখোপাধ্যায়।

চলচ্চিত্রপঞ্জি (পরিচালক)–
সংগ্রাম (১৯৪৬), পূর্বরাগ (১৯৪৭), পদ্মা প্রমত্তা নদী (১৯৪৮), সন্দীপন পাঠশালা (১৯৪১), কৃষাণ (১৯৫০), ইন্দিরা (১৯৫০), সীমান্তিক (১৯৫০), রূপান্তর (১৯৫১), সংকেত (১৯৫১), সম্পদ (১৯৫১), কপালকুণ্ডলা (১৯৫২), দস্যু মোহন (১৯৫৫), গরীবের মেয়ে (১৯৬০), রায়বাহাদুর (১৯৬১), রাধাকৃষ্ণ (১৯৬৪), দুরন্ত জয় (১৯৭৩), দেশবন্ধু চিত্তরঞ্জন (১৯৭৪)।
আরও দেখুনঃ