আরতি ভট্টাচার্য হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, লেখক এবং পরিচালক যিনি বাংলা সিনেমায় তার কাজের জন্য স্বীকৃত। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি এবং অনিল চ্যাটার্জির মতো অভিনেতাদের সাথে তার অন-স্ক্রিন জুটি জনপ্রিয় ছিল।
আরতি ভট্টাচার্য
জন্ম জামশেদপুরে। প্রথাগত শিক্ষাও শুরু হয় সেখানেই। ১৯৬৭ সালে প্রি ইউনিভারসিটি পাস করে কলকাতায় চলে আসেন। অভিনয় জীবন শুরু হয় ‘নহবত’ (রংমহল) নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।
প্রথম চলচ্চিত্রাভিনয় মৃণাল সেন পরিচালিত হিন্দী ছবি এক আধুরী কাহানী (১৯৭১)। বাংলা ছবিতে প্রথম অভিনয় সলিল দত্ত পরিচালিত স্ত্রী (১৯৭২)। এই ছবিতে তিনি উত্তমকুমারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় তিরিশটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন, সত্যজিৎ রায়, তপন সিংহ, ইন্দর সেন, পীযূষ বসু, পিনাকী মুখোপাধ্যায়, মঙ্গল চক্রবর্তী প্রমুখ।
তপন সিংহ পরিচালিত রাজা (১৯৭৫), হারমোনিয়াম (১৯৭৬); মঙ্গল চক্রবর্তী পরিচালিত আমি সে ও সখা (১৯৭৫), আনন্দমেলা (১৯৭৬); ইন্দর সেন পরিচালিত পিকনিক (১৯৭২) ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সমঝদার দর্শকদের প্রশংসা অর্জন করেছিল। বাংলা ছাড়াও হিন্দী এবং ভোজপুরী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দূরদর্শনের জন্য হিন্দী এবং ভোজপুরী ধারাবাহিকের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
মাত্র এই দশ বছরেই তিনি অভিনয় করেছেন চল্লিশটিরও বেশি ছবিতে। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকের বিপরীতে দাপটের সঙ্গে অভিনয় করে বাংলা ছবির ইতিহাসে নায়িকা হিসেবে নিজের স্থান চিরদিনের আসনে পাকা করে নিয়েছেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৭২ স্ত্রী, পিকনিক;
- ১৯৭৪: আলো আঁধারে;
- ১৯৭৫ : আমি সে ও সখা, প্রেমের ফাঁদে, রাজা:
- ১৯৭৬ জনঅরণ্য, নন্দিতা, শঙ্খবিষ, আনন্দমেলা, হারমোনিয়াম;
- ১৯৭৭ : রাজবংশ, অসাধারণ, জাল সন্ন্যাসী, প্রতিশ্রুতি, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ:
- ১৯৭৮ : ময়না, গোলাপ বৌ, নিশান, স্ট্রাইকার;
- ১৯৭১: জোব চার্নকের বিবি, পরিচয়, জীবন যে রকম:
- ১৯৮০ ; বড় ভাই;
- ১৯৮১ : ন্যায় অন্যায়;
- ১৯৮২ : প্রেয়সী;
- ১৯৮৪ : সূর্যতৃষ্ণা;
- ১৯৮৫ : আমার পৃথিবী।
আরও দেখুনঃ