আলপনা বন্দ্যোপাধ্যায়

আলপনা বন্দ্যোপাধ্যায় এর জন্ম কলকাতায়। ছোটবেলা থেকেই বাড়িতে গানের চর্চা ছিল। প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুনদার এবং সংগীত পরিচালক রবীন চট্টোপাধ্যায় ছিলেন আলপনার বাবার বন্ধুস্থানীয়। মূলত তাদের উৎসাহেই আলপনা সংগীতকেই নিজের কাজের মাধ্যম হিসাবে বেছে নেন।

 

আলপনা বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

আলপনা বন্দ্যোপাধ্যায়

বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে প্রথম কাজ নীরেন লাহিড়ী পরিচালিত শুভদা (১৯৫২) ছবিতে। এই ছবিতে আলপনা গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে নেপথ্য সংগীত পরিবেশন করেন। মাত্র তেরো বছরের চলচ্চিত্র জীবনে তিনি প্রায় ৬০টি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।

 

Google News আলপনা বন্দ্যোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

রাজেন সরকার, সুধীন দাশগুপ্ত, আলী আকবর খান, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, রবীন চট্টোপাধ্যায়, অনুপম ঘটক, অনিল বাগচী, রবিশঙ্কর, গোপেন মল্লিক, সলিল চৌধুরী, জ্ঞানপ্রকাশ ঘোষ প্রভৃতি সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন। রবীন্দ্রনাথের লেখা গান ছাড়াও প্রণব রায়, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্ত, শৈলেন রায়, হীরেন বসু, বিমল চন্দ্র ঘোষ, নিতাই ভট্টাচার্য প্রভৃতি গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

বাংলা ছাড়াও কয়েকটি হিন্দী ছবিতেও কাজ করেছেন। আলপনা চলচ্চিত্রের নেপথ্য শিল্পী। হিসাবে সফল হলেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় ছোটদের জন্য হাট্টিমাটিম টিম, ছোট্ট পাখি চন্দনা ছাড়াও আরও অনেক শিশু কিশোরের উপযোগী গানের জন্য।

 

google news logo আলপনা বন্দ্যোপাধ্যায়

 

চলচ্চিত্রপঞ্জি—

  • ১৯৫২ শুভদা
  • ১৯৫৪ বিক্রম উব্বশী, না;
  • ১৯৫৫ : চিত্রাঙ্গদা, বিধিলিপি, প্রশ্ন, শ্রীবৎসচিন্তা;
  • ১৯৫৬ অভাগীর স্বর্গ, সাগরিকা, কীর্তিগড়, ভাদুড়ীমশাই, সাহেব বিবি গোলাম, সাবধান, লক্ষ হীরা, পরাধীন, আশা, মামলার ফল, রাজপথ, ছায়াসঙ্গিনী, পুত্রবধূ, দানের মর্যাদা, নাগরদোলা:
  • ১৯৫৭ ঘুম, উল্কা, একতারা, রাত্রি শেষে, তাপসী, আদর্শ হিন্দু হোটেল, পৃথিবী আমারে চায়, খেলা ভাঙার খেলা, তাসের ঘর, রাস্তার ছেলে, ছায়াপথ, ওগো শুনছো, মাথুর, কড়ি ও কোমল, জন্মতিথি;
  • ১৯৫৮ : মেজ জামাই, প্রিয়া, মানময়ী গার্লস স্কুল, মা শীতলা, ডেলি প্যাসেঞ্জার, নাগিনী কন্যার কাহিনী, মর্মবাণী;
  • ১৯৫৯ : নৌকাবিলাস, শ্রীরাধা, স্বপনপুরী, দেড়শো খোকার কাণ্ড, শশীবাবুর সংসার, অভিশাপ, ছবি, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, মৃতের মর্ত্যে আগমন;
  • ১৯৬৪ মরুতৃষ্ণা।

আরও দেখুনঃ

Leave a Comment