আশুতোষ মুখোপাধ্যায়

আশুতোষ মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি লেখক।খ্যাতনামা ঔপন্যাসিক। তার সৃষ্ট বিখ্যাত বাঙালী কাল্পনিক চরিত্র পিনডিদা।

 

আশুতোষ মুখোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

আশুতোষ মুখোপাধ্যায়

জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকা জেলার অন্তর্গত বজ্রযোগিনী গ্রামে। হুগলী মহসীন কলেজ থেকে বি. কম. পাস করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম. কম. পড়ার জন্য ভর্তি হন। তরুণ বয়সে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরির কাজে ব্রতী হন। অসফল হয়ে গেঞ্জির ব্যবসায়ে নামেন। এরপর স্থায়ীভাবে ‘ম্যানুস্ক্রিপ্ট’ নামে এক প্রকাশনা সংস্থা গড়ে তোলেন।

‘বসুমতী’ ও ‘যুগান্তর’ পত্রিকায় বিচিত্র জীবিকায় মানুষদের নিয়ে লিখতে আরম্ভ করেন। বসুমতী পত্রিকায় লেখা তাঁর প্রথম গল্প ‘নার্স মিত্র’ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে বসুমতী ছেড়ে যুগান্তর পত্রিকার সাথে যুক্ত হন। একশোরও বেশি উপন্যাস এবং বহু গল্পের স্রষ্টা আশুতোষের বহু গ্রন্থই বারংবার পুনঃমুদ্রিত হয়েছে।

 

Google News আশুতোষ মুখোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

তাঁর কাহিনি অবলম্বনে প্রথম ছবি প্রতিধ্বনি (১৯৫১) কালীপদ ঘোষালের পরিচালনায় তৈরি হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ করা যায় আশুতোষ মুখোপাধ্যায় এক সময় নিজেই চলচ্চিত্র পরিচালনায় ব্রতী হলেও বিভিন্ন কারণে সেই প্রচেষ্টা ত্যাগ করেন। তাঁর লেখা বহু কাহিনি অবলম্বনেই জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে।

উল্লেখযোগ্য যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন তাঁরা হলেন অসিত সেন, অজয় কর, অগ্রগামী, সলিল দত্ত, হীরেন নাগ, বিজয় বসু, নাঙ্গল চক্রবর্তী, যান্ত্রিক প্রভৃতি। শচীন মুখার্জী পরিচালিত কাল তুমি আলেয়া (১৯৬৬) এবং হীরেন নাগ পরিচালিত সাবরমতী (১৯৬৯) ছবির চিত্রনাট্যও তাঁর রচনা। তাঁর কাহিনি অবলম্বনে নির্মিত ২০টি ছবির অধিকাংশই আর্থিক সাফল্য লাভ করেছে।

 

google news logo আশুতোষ মুখোপাধ্যায়

 

চলচ্চিত্র পঞ্জি —

  • ১৯৫১ : প্রতিধ্বনি;
  • ১৯৫৩ : চলাচল:
  • ১৯৫৭ : পঞ্চতপা, জীবন তৃষ্ণা:
  • ১৯৫৯ : দীপ জ্বেলে যাই;
  • ১৯৬৩ সাত পাকে বাঁধা;
  • ১৯৬৬ : শঙ্খবেলা, কাল তুমি আলেয়া;
  • ১৯৬৭ : প্রস্তর স্বাক্ষর;
  • ১৯৬৯ সাবরমতী;
  • ১৯৭১ : নবরাগ;
  • ১৯৭৪ : আলোর ঠিকানা;
  • ১৯৭৫ : আমি সে ও সখা, নগর দর্পণে
  • ১৯৭৬ চাঁদের কাছাকাছি;
  • ১৯৭৮ : প্রণয়
  • ১৯৭৯ : মাদার;
  • ১৯৮০ : আরো এক জন;
  • ১৯৮৬ : অমরকণ্টক, তিন পুরুষ।

 

আরও দেখুনঃ

Leave a Comment