ইন্টারভিউ চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, করুণা ব্যানার্জি শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। তার গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়। এটি মৃণাল সেনের কলকাতা ত্রয়ীর প্রথম ছবি।
রঞ্জিত মল্লিক একজন শিক্ষিত সুপুরুষ যুবক। একটি ছোট প্রেসে কাজ করে। তাদের একজন পারিবারিক বন্ধু একটি বিলিতি কোম্পানিতে চাকরি করে। সেখানে রঞ্জিতকেউ চাকরি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেয়। কিন্তু চাকরির জন্য রঞ্জিতকে বিলিতি কেতায় কোট প্যান্ট পরে ইন্টারভিউ তে উপস্থিত হতে হবে। সেই মতো রঞ্জিত কোট প্যান্ট জোগাড় করতে থাকে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সে ইন্টারভিউ তে কোট প্যান্ট পরে যেতে পারেনি, এবং বাধ্য হয়ে বাঙালি ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবী পরে যায়। এবং তার চাকরি হয় না।
ইন্টারভিউ চলচ্চিত্র
- প্রযোজনা —মৃণাল সেন প্রোডাকসন্স।
- কাহিনি—আশীয় বর্মণ।
- চিত্রনাট্য ও পরিচালনা- মৃণাল সেন।
- চিত্রগ্রহণ—কে কে মহাজন।
- শিল্প নির্দেশনা – বি কল্যাণ।
- সংগীত পরিচালনা- বিজয় রাঘব রাও সম্পাদনা গঙ্গাধর নস্কর।
ইন্টারভিউ চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
রঞ্জিত মল্লিক, করুণা বন্দ্যোপাধ্যায়, শেখর চট্টোপাধ্যায়, মমতা চট্টোপাধ্যায়, বুলবুল মুখোপাধ্যায়, উমানাথ ভট্টাচার্য, সুজিত বসু, আলি নো মারিস, এম. সুব্রমনিয়াম, প্যাট্রিসিয়া জোনেট, নির্মল চক্রবর্তী।
ইন্টারভিউ চলচ্চিত্রের কাহিনি—
কাহিনির কেন্দ্রীয় চরিত্র রঞ্জিত (রঞ্জিত), বয়স ২৫ বছর, তার জীবনের এক দিনের ঘটনা নিয়ে এই ছবি। তাদের পারিবারিক এক শুভাকাঙ্ক্ষী মারফত একটা ইন্দো ব্রিটিশ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ পায় রঞ্জিত। ইন্টারভিউতে সে উপস্থিত হলেই তার চাকরি হবে এইরকম প্রতিশ্রুতি সে পেয়েছিল।
ইন্টারভিউ এর দিন সকালে সে একটি সেলুনে যায় চুল কাটাতে, সেলুনে দীর্ঘ লাইন দেখে ফিরে আসে। তার একমাত্র স্যুটটি ছিল লন্ড্রীতে, সেটি আনতে গিয়ে দেখে কর্মচারীদের ধর্মঘটের কারণে লন্ড্রী বন্ধ। এক বন্ধুর কাছ থেকে স্যুট ধার নেয় ইন্টারভিউ দেওয়ার জন্য, ফেরার পথে বাসে একটি ঝামেলায় জড়িয়ে স্যুট ছাড়াই বাস থেকে নেমে পড়ে। বাধ্য হয়ে ধুতি পাঞ্জাবি পরে ইন্টারভিউ দিতে যায়। তার চাকরি হয় না, সে ক্রোধে ফেটে পড়ে।

ইন্টারভিউ ছবি করার মধ্য দিয়েই মৃণাল সেনের রাজনৈতিক ছবি করা শুরু হয়, ইন্টারভিউ, কলকাতা ৭১ পদাতিক এই ট্রিলজির প্রথম ছবির নায়ক রঞ্জিতের চাকরি হয় নি শুধু স্যুট পরে না যাওয়ার কারণে, ঔপনিবেশিক মানসিকতা থেকে আমাদের সামাজিক মুক্তি ঘটে নি, যদিও বিভিন্ন দৃশ্যগুলির মধ্যে আমরা দেখতে পাই কিছুই না পাওয়া লোকেদের মুখ, ছবির নায়কও তাদের দেখে, কিন্তু তার কোনো উপলব্ধি হয় না।
৭০ দশকের প্রথমার্ধেও আমরা দেখতে পাই নিবন্ধ মানুষের মুখ, চাকরি হারানো মানুষের মিছিল, ছবির নায়ককেও আমরা দেখি শেষ পর্যন্ত ক্রোধে ফেটে পড়তে, কারণ ভিন্ন হলেও না পাওয়া মানুষের ঐতিহাসিক ক্রোধে সে শামিল হয়। মৃণাল সেনের পরবর্তী ছবি ‘কলকাতা ৭১ এ বিচারালয় পর্বে এই ছবির continuation লক্ষ করা যায়।
পুরস্কার —
১৯৭২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কলম্বো চলচ্চিত্র উৎসবে সমালোচকদের পুরস্কার এবং বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসাবে পুরস্কৃত হয়। এই ছবিতে অভিনয়ের সুবাদে রঞ্জিত মল্লিক কার্লো ভি ভ্যারি চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেন।
আরও দেখুনঃ