ঊষা উথুপ

ঊষা উথুপ একজন জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং প্লেব্যাক সঙ্গীতশিল্পী। তিনি ১৯৬০এর শেষের দিক, ১৯৭০র এবং ১৯৮০র দশকে কিছু জনপ্রিয় হিট গানের জন্য তিনি বিখ্যাত।

ঊষা উথুপ

ঊষা উথুপ

ঊষা উথুপ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন, একটি তামিল ব্রাহ্মণ পরিবারে। তার বাবা বিদ্যনাথ সোমেশ্বর সামী। যিনি মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) থেকে ১৯৪৭ সালে তামিলনাডুতে স্থানান্তর হন। প্রথাগত শিক্ষাও শুরু করেন বোম্বের একটি স্কুলে। সংগীত শিক্ষার কোনো প্রথাগত তালিম না থাকলেও বাড়িতে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীত শোনার অভ্যাস ছিল। কৈশোরে আমিন সাহানীর সাহায্যে রেডিও সিলোনে গান করার সুযোগ পান। পরবর্তী কালে মাদ্রাজ, কলকাতা, বোম্বে এবং দিল্লীতে বিভিন্ন নাইট ক্লাবে এবং হোটেলে সংগীত পরিবেশন করেছেন। শশী কাপুর তাঁর গান শুনে তাঁকে ‘হরে কৃষ্ণ হরে রাম’ ছবিতে গান গাওয়ার সুযোগ দেন।

 

ঊষা উথুপ

 

তার যখন বয়স মাত্র নয়, তখন তিনি প্রথম কনসার্টে গান করেন। বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে প্রথম কাজ বিমল ভৌমিক পরিচালিত বন্দিনী কমলা (১৯৮২) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন দেবাশীষ দাশগুপ্ত। প্রায় ৪০টি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, বাপী লাহিড়ী, ভি. বালসারা, মৃণাল বন্দ্যোপাধ্যায়, অজয় দাস, অনুপম দত্ত, নীল দত্ত, রকেট মণ্ডল, বীরেশ্বর সরকার প্রভৃতি সংগীত পরিচালকের সাথে। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, দেবাশীষ গুহ, লক্ষ্মীকান্ত রায়, দেব সিংহ প্রভৃতি গীতিকারের লেখা গান তার কন্ঠে বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে।

 

 

Google News ঊষা উথুপ
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৮২ বন্দিনী কমলা, ফয়সালা
  • ১৯৮৪ সাগর বলাকা,
  • ১৯৮৫ আমার পৃথিবী, অজান্তে, যোগবিয়োগ, তিল থেকে তাল
  • ১৯৮৬ লালমহল, মধুময়, মুক্তপ্রাণ:
  • ১৯৮৭ আবীর, ন্যায় অধিকার;
  • ১৯৮৮ করোটি, তুমি কত সুন্দর;
  • ১৯৮৯ নিশি তৃষ্ণা, সংসার,
  • ১৯৯০ বলিদান, চেতনা
  • ১৯৯১ এক পশলা বৃষ্টি, মান মর্যাদা, রাজনর্তকী,
  • ১৯৯২ বাহাদুর;
  • ১৯৯৩ শঙ্কা,
  • ১৯৯৪ গীত সংগীত,
  • ১৯৯৫ প্রেম সংঘাত,
  • ১৯৯৭ ভালবাসা,
  • ১৯৯৮ জীবনতৃষ্ণা, পুত্রবধূ,
  • ১৯৯৯ রাজদণ্ড,
  • ২০০১ মালাবদল, ভালবাসার রঙ,
  • ২০০৩ জুয়া,
  • ২০০৪ অধিকার,
  • ২০০৯ ম্যাডলি বাঙালি।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment