ঋতুপর্ণা সেনগুপ্ত জন্ম কলকাতায়। কারমেল কনভেন্ট থেকে ১৯৯০-এ মাধ্যমিক, মোখেল কলেজ থেকে ১৯৯২-এ উচ্চমাধ্যমিক এবং ইতিহাসে সাম্মানিক সহ স্নাতক হন ১৯৯৫ সালে। সুতপা তালুকদারের কাছে ওড়িশি নৃত্যের তালিম নেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত
প্রথম অভিনয় সাদা পায়রা নামে একটি দূরদর্শন ধারাবাহিকে। প্রথম চলচ্চিত্রাভিনয় প্রভাত রায় পরিচালিত শ্বেত পাথরের থালা (১৯৯২) ছবিতে। বাণিজ্যিক ছবির সফল নায়িকা ঋতুপর্ণা ১২৫টিরও বেশি বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দী ছবিতে এবং বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রমিতা (দহন, ১৯৯৮): পারমিতা (পারমিতার একদিন, ২০০০); রজনী (মন্দ মেয়ের উপাখ্যান, ২০০২) আলো (আলো, ২০০০) অনিতা (নিশিযাপন, ২০০৫), নন্দিতা (অনুরণন, ২০০৭ ): দামিনী (চতুরঙ্গ, ২০০৮) ইত্যাদি। স্বপন সাহা, প্রশান্ত নন্দা, চিরঞ্জিত, মিলন ভৌমিক, প্রভাত রায় প্রভৃতি বাণিজ্যিক ধারার পরিচালকদের পাশাপাশি কাজ করেছেন অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, রাজা সেন, সুমন মুখোপাধ্যায় প্রভৃতি পরিচালকনের সাথে।
বেদপঞ্চম নামে একটি সংস্থার হয়ে নৃত্যনাট্যে অংশগ্রহণের পাশাপাশি দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।
দহন ছবিতে রমিতার ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় সম্মান (ইন্দ্রাণী হালদারের সাথে যুগ্মভাবে) লাভ করেন।

চলচ্চিত্র পঞ্জি —
- ১৯৯২ শ্বেত পাথরের থালা;
- ১৯৯৪ লাল পান বিবি, নাগপঞ্চমী, শেষ চিঠি:
- ১৯৯৫ ভাগ্যদেবতা, নাগিনকন্যা, রাখালরাজা, সংসার সংগ্রাম, সুজন সখী;
- ১৯৯৬ অবুঝ মন, কর্ণ, লাঠি, মিস্ মৈত্রেয়ী, সেই রাত, সিথির সিঁদুর,
- ১৯৯৭ বৌঠান, চন্দ্রগ্রহণ, দানব, গানে ভুবন ভরিয়ে দেবো, যোদ্ধা, জয়ী, মাটির মানুষ, মাতৃভূমি, মায়ার বন্ধন, নিষ্পাপ, আসামী, পবিত্র পাপী,
- ১৯৯৮ আমার মা, আমি সেই মেয়ে, বাবা কেন চাকর, দহন, মায়ের অধিকার, মায়ের দিব্যি, মেয়েরাও মানুষ, সিঁদুরের অধিকার ১৯৯৯ শুধু একবার বলো, সন্তান যখন শত্রু, সিঁদুর খেলা, মধুমালতী, শাঁখা সিঁদুরের দিব্যি, তুমি এলে তাই, খেলাঘর, দাদাভাই, অগ্নিশিখা, স্বামীর ঘর, চেনা অচেনা, রাঙা বৌ, শত্রু মিত্র, তোমায় পাব বলে;
- ২০০০ ভালোবাসি তোমাকে, এই ঘর এই সংসার, কুলাঙ্গার, আমাদের সংসার, মধুর মিলন, পরিচয়, পারমিতার একদিন, চক্রব্যূহ, বসতির মেয়ে রাধা, আত্মীয় স্বজন, ধর্ম অধর্ম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, উৎসব, প্রেম প্রীতি ভালোবাসা
- ২০০১ আমি নম্বর ওয়ান, হাতিয়ার, জবাব চাই, নেমক- হারাম, বধূ হল বাইজী, আঘাত, প্রেম প্রতিজ্ঞা, সংঘাত, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে, ওস্তাদ, ব্যতিক্রমী,
- ২০০২ মানুষ অমানুষ, প্রতিহিংসা, স্ত্রীর মর্যাদা, জনম জনমের সাথী, জীবনযোদ্ধা,
- ২০০৩ পথ, সন্ত্রাস, স্নেহের প্রতিদান, সুখ দুঃখের সংসার, আলো, মন্দ মেয়ের উপাখ্যান,
- ২০০৪ আক্রোশ, অভিষেক, দেবীপক্ষ, কালো চিতা, মমতার বন্ধন, মন যাকে চায়, প্রেম করেছি বেশ করেছি, সাগর কিনারে, স্বামী ছিনতাই,
- ২০০৫ বাবুমশাই, দ্বিতীয় বসন্ত, নিশিযাপন,
- ২০০৬ হাঙ্গামা, তপস্যা, মহা সংগ্রাম, গাঁয়ের মেয়ে, শহুরে বৌ,
- ২০০৭ অনুরণন, কাকা নম্বর ওয়ান, আলোয় ফেরা,
- ২০০৮ আয়নাতে, ফেরা, মন আমুর, কে তুমি, চতুরঙ্গ, আমার প্রতিজ্ঞা;
- ২০০৯ তৃষ্ণা, রিস্ক, আমার ভালোবাসা;
- ২০১০ রহমত আলী, মর্যাদা, যদি একদিন।
আরও দেখুনঃ