একদিন রাত্রে চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- চলচ্চিত্রটি শম্ভু মিত্র ও অমিত মৈত্র যৌথভাবে পরিচালনা করেছেন। চলচ্চিত্রটি বাংলা ও হিন্দী দুই ভাষাতেই একসাথে তৈরি হয়েছিল। ছবিটি ১৯৫৬ সালে রাষ্ট্রপতির রৌপ্য পদক (Certificate of Merit) লাভ করে।
রাতের শহরে, বিরাট বিরাট বাড়িগুলির একটার মধ্যে একজন গরিব মানুষ জলের খোঁজে ঢুকে পড়ে। হঠাৎ একটি বাড়িতে কল থেকে জল পড়ে যাচ্ছে দেখে সে জল খাবার জন্য বাড়িতে ঢোকে। হঠাৎ আওয়াজ ওঠে ‘চোর’। লুকিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে এক ঘর থেকে অন্য ঘরে তাড়া খেয়ে ঘুরে বেড়ায়। এই শহরের নোংরা দিকটা তার চোখের সামনে ফুটে ওঠে। সে বোঝে রাতের অন্ধকারই একমাত্র সত্যি নয়।
একদিন রাত্রে চলচ্চিত্র
- প্রযোজনা—আর. কে. স্টুডিও।
- প্রযোজক রাজ কাপুর।
- কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা—শম্ভু মিত্র, অমিত মৈত্র।
- সংগীত পরিচালনা – সলিল চৌধুরী।
- গীতিকার — সলিল চৌধুরী, শৈলেন্দ্র।
- চিত্রগ্রহণ—রাধু কর্মকার, তারা দত্ত।
- শিল্প নির্দেশনা –এম. আর আচরেকর।
- শব্দগ্রহণ—আলাউদ্দিন, মিনু কার্টরাক্।
- সম্পাদনা— জি. জি. মায়েকার, বসন্ত সুলে।
- নৃতা নির্দেশনা—সত্যনারায়ণ।
একদিন রাত্রে চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —
রাজ কাপুর, ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল, প্রদীপ কুমার, নিমো, সুমিত্রা দেবী, স্মৃতিরেখা বিশ্বাস, সুলোচনা চট্টোপাধ্যায়, তুলসী লাহিড়ী, গঙ্গাপদ বসু, কালী সরকার, ডেইসী ইরানী, প্রাণ, ভূপেন্দ্র কাপুর, কল্যাণ ভট্টাচার্য, শচীন ঘোষ, গিরিজা শঙ্কর, কৃষ্ণ দেওয়ান। নেপথ্য সংগীত — লতা মুঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে।

একদিন রাত্রে চলচ্চিত্রের কাহিনি—
রাতের শহরে, বিরাট বিরাট বাড়িগুলির একটার মধ্যে একজন গরিব মানুষ জলের খোঁজে ঢুকে পড়ে। মানুষটি গ্রামের লোক, পরনে ছেঁড়া কাপড়, গায়ে তালি মারা কোট, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, বহুক্ষণ ধরে জলতেষ্টায় কাতর হলেও ঠিক ভরসা পাচ্ছিল না। বাড়িগুলিতে ঢুকে একটু জল চাওয়ার।
হঠাৎ একটি বাড়িতে কল থেকে জল পড়ে যাচ্ছে দেখে সে জল খাবার জন্য বাড়িতে ঢোকে। হঠাৎ আওয়াজ ওঠে ‘চোর’। বাড়ির প্রতিটি ঘরে আওয়াজ ওঠে চোর’ মানুষটি ভ্যাবাচ্যাকা খেয়ে বাড়ির মধ্যে লুকিয়ে পড়ার চেষ্টা করতে গিয়ে এক ঘর থেকে অন্য ঘরে তাড়া খেয়ে ঘুরে বেড়ায়।
সে তথাকথিত সভ্য শহরের মানুষের মধ্যে সভ্যতা, ভদ্রতা, শালীনতার লেশমাত্র খুঁজে পায় না, এই শহরের নোংরা দিকটা তার চোখের সামনে ফুটে ওঠে, সে লক্ষ করে আস্তে আস্তে সকাল হচ্ছে। সে বোঝে রাতের অন্ধকারই একমাত্র সত্যি নয়।
পুরস্কার
ছবিটি ১৯৫৬ সালে রাষ্ট্রপতির রৌপ্য পদক (Certificate of Merit) লাভ করে।
আরও দেখুনঃ