কমল গঙ্গোপাধ্যায় এর জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) বিক্রমপুরে। প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই মাত্র সতেরো বছর বয়সে প্রিয়নাথ গাঙ্গুলী প্রতিষ্ঠিত কালী ফিল্ম স্টুডিওতে যোগ দেন রসায়নাগারের কাজ শেখার জন্য। পরবর্তী কালে চিত্রসম্পাদক সন্তোষ গঙ্গোপাধ্যায়ের অধীনে সহকারী হিসাবে চিত্র সম্পাদনার কাজ শিখতে শুরু করেন। নিউ টকীজ প্রযোজিত এবং সুকুমার দাশগুপ্ত পরিচালিত এপার ওপার (১৯৪১) ছবিতে সম্পাদক সন্তোষ গঙ্গোপাধ্যায়ের অধীনে সহকারী হিসাবে কাজ করেন। পরবর্তী কালে কিছুদিন এম. পি. প্রোডাকসনেও সহকারী সম্পাদক হিসাবে কাজ করেছেন।
কমল গঙ্গোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান
কমল গঙ্গোপাধ্যায় এর স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম কাজ চিত্ত বসু পরিচালিত কতদূর (১৯৪৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে পঁচাশিটি বাংলা ছবিতে সম্পাদক হিসাবে কাজ করেছেন। চিত্ত বসু ছাড়াও যে সব উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন সুকুমার দাশগুপ্ত, অগ্রদূত, অজয় কর, মধু বসু, বিকাশ রায়, দেবনারায়ণ গুপ্ত প্রভৃতি।
সম্পাদনার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার কাজও করেছেন। মণি বর্মার চিত্রনাট্য অবলম্বনে। দত্তক ব্রতচারিণী (১৯৫৫), দেড়শো খোকার কাণ্ড (১৯৫৯) এবং বিধায়ক ভট্টাচার্যের চিত্রনাট্য অবলম্বনে ওগো শুনছো (১৯৫৭) ছবি পরিচালনা করেন। বাংলা ছবি ছাড়াও কয়েকটি অসমীয়া ও হিন্দী ছবিতেও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৫ কতদূর,
- ১৯৪৬ সাত নম্বর বাড়ী, তুমি আর আমি,
- ১৯৪৭ স্বপ্ন ও সাধনা, দুই বন্ধু,
- ১৯৪৮ পূরবী, স্বর্ণসীতা, তরুণের স্বপ্ন, অনির্বাণ, বাঁকা লেখা
- ১৯৪৯ অনন্যা, বিদুষী-ভার্যা, আভিজাত্য, পুতুল নাচের ইতিকথা, সংকর, সমর্পণ,
- ১৯৫০ ইন্দ্রনাথ, কাকনতলা লাইট রেলওয়ে, বানপ্রস্থ, বিদ্যাসাগর, সহোদর,
- ১৯৫১ সহযাত্রী, প্রত্যাবর্তন, নষ্টনীড়, বাবলা:
- ১৯৫২ মেঘমুক্তি, সঞ্জীবনী, দর্পচূর্ণ,
- ১৯৫৩ সাত নম্বর কয়েদী, সীতার পাতাল প্রবেশ, সরলা,
- ১৯৫৪ এটম বম, শুভযাত্রা, সাদাকালো, প্রযুৱা, মণি আর মানিক, ছেলে কার, মন্ত্রশক্তি,
- ১৯৫৫ দয়ক, সাজঘর, জ্যোতিবী, মেজ বৌ, ব্রতচারিণী, পরেশ, শ্রীবৎসচিত্তা, অর্ধাঙ্গিনী:
- ১৯৫৬ কীৰ্ত্তিগড়, মহাকবি গিরিশচন্দ্র, সূর্যমুখী;
- ১৯৫৭ বড়দিদি, নতুন প্রভাত, বসন্ত বাহার, ওগো শুনছো, দাতা কর্ণ,
- ১৯৫৮ স্বৰ্গ মৰ্ত্তা,
- ১৯৫৯ মরুতীর্থ হিংলাজ, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, দেড়শো খোকার কাণ্ড:
- ১৯৬০ রাজাসাজা, উত্তর মেঘ;
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, বিষকন্যা, সন্ধ্যারাগ, কানামাছি,
- ১৯৬২ অভিসারিকা;
- ১৯৬৩ দুই নারী,
- ১৯৬৪ অগ্নিবন্যা,
- ১৯৬৫ পতি সংশোধনী সমিতি:
- ১৯৬৭ ৮০ তে আসিও না;
- ১৯৬৯ তীরভূমি,
- ১৯৭৩ বিন্দুর ছেলে, রাতের রজনীগন্ধা, বনপলাশির পদাবলী,
- ১৯৭৫ কাজললতা, বন্দী বিধাতা, রামের সুমতি,
- ১৯৭৮ সৃষ্টিছাড়া, দুই পুরুষ,
- ১৯৭৯ যত মত তত পথ, দেবদাস,
- ১৯৮০ দর্পচূর্ণ,
- ১৯৮১ স্বামী স্ত্রী,
- ১৯৮৫ আহুতি;
- ১৯৯৩ গরম ভাত।
