কাজল গুপ্ত

কাজল গুপ্তে একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। তার জন্ম কলকাতায়। কাজল গুপ্ত ১৯৩৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যা চট্টোপাধ্যায় নামে ব্রিটিশ প্রেসিডেন্সী, ব্রিটিশ ভারতের (বর্তমানে ভারত ) কলকাতায় জন্মগ্রহণ করেন। বেথুন কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। স্কুলে পড়ার সময় কিছুদিন উচ্চাঙ্গ সংগীতের তালিম নিয়েছিলেন।

 

অযান্ত্রিক চলচ্চিত্রে কাজল গুপ্ত
অযান্ত্রিক চলচ্চিত্রে কাজল গুপ্ত

 

কাজল গুপ্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

প্রথম চলচ্চিত্রাভিনয় রাজেন তরফদার পরিচালিত অন্তরীক্ষ (১৯৫৭) ছবিতে নায়িকা বাণীর ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ষাটটি ছবির অভিনেত্রী কাজল মাত্র কয়েকটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি বেশিরভাগ ছবিতেই চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ করেছেন।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল নিখিলেশের দ্বিতীয় পক্ষের অদ্ধ স্ত্রী (দুই নারী, ১৯৬৩), সুমিতা (সপ্তর্ষি, ১৯৬৪): ভুবনেশ্বরী (প্রথম প্রতিশ্রুতি, ১৯৭১); পার্বতী (বসন্ত বিলাপ, ১৯৭৩), স্টোর বাবুর স্ত্রী (অগ্নীশ্বর, ১৯৭৫)।

 

Google News কাজল গুপ্ত
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পরিচালক স্বামী দীনেন গুপ্ত ছাড়াও অন্যান্য বহু পরিচালকের সাথে কাজ করেছেন। উল্লেখযোগ্য কয়েকজন হলেন ঋত্বিক ঘটক, অগ্রদূত, যাত্রিক, তপন সিংহ, অরবিন্দ মুখোপাধ্যায়, মৃণাল সেন প্রভৃতি। চলচ্চিত্রাভিনয় ছাড়াও কয়েকটি দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

চরিত্রাভিনেত্রী হিসাবে তাঁর বহু কাজই চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী সোনালী গুপ্ত তাঁর কন্যা। স্বামী দীনেন গুপ্ত পরিচালিত ২৮টি ছবির মধ্যে ২৩টি ছবিতেই তিনি অভিনয় করেছিলেন।

 

google news logo কাজল গুপ্ত

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৫৭ অন্তরীক্ষ
  • ১৯৫৮ অযান্ত্রিক, ডাক্তারবাবু,
  • ১৯৫৯ লালু ভুলু
  • ১৯৬২ কাচের স্বর্গ-
  • ১৯৬৩ দুই নারী, বিনিময়
  • ১৯৬৪ সপ্তর্ষি, জতুগৃহ,
  • ১৯৬৯ নতুন পাতা, বনজ্যোৎস্না, মা ও মেয়ে, প্রতিদান
  • ১৯৭১ প্ৰথম প্ৰতিশ্ৰুতি
  • ১৯৭২ আজকের নায়ক, জবান,
  • ১৯৭৩ বসন্ত বিলাপ, মর্জিনা আবদাল্লা
  • ১৯৭৪ দেবী চৌধুরাণী, সঙ্গিনী:
  • ১৯৭৫ অগ্নীশ্বর, নিশিমৃগয়া, রাগ অনুরাগ
  • ১৯৭৬ দম্পতি, হারমোনিয়াম:
  • ১৯৭৭ সানাই, অজস্র ধন্যবাদ;
  • ১৯৭৮ রজনী, চার মূর্তি, তিলোত্তমা
  • ১৯৮০ বন্ধন, প্রিয়তমা:
  • ১৯৮১ কলঙ্কিনী,
  • ১৯৮২ বিজয়িনী, পিপাসা, শঠে শাঠ্য,
  • ১৯৮৩ আগামীকাল, অর্পিতা, ইন্দিরা, সংসারের ইতিকথা:
  • ১৯৮৪ রাশিফল:
  • ১৯৮৫ সোনার সংসার
  • ১৯৮৬ অমর- কণ্টক, অভিমান;
  • ১৯৮৭ মহামিলন, সরগম:
  • ১৯৮৮ অন্তরঙ্গ, হীরের শিকল, প্রতিপক্ষ, শুধু তোমারি,
  • ১৯৯২ কত ভালোবাসা:
  • ১৯৯৪ অন্তরীণ, নটী বিনোদিনী, কালপুরুষ, সাগর।

 

কাজল গুপ্ত ২২ অক্টোবর ১৯৯৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে মারা যান।

 

আরও দেখুনঃ

Leave a Comment