কার্তিক বসু

কার্তিক বসুর জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা শেষ করে বীরেন নাগের সহকারী হিসাবে চলচ্চিত্র শিল্পে যোগ দেন। ধীরেশ ঘোষ ও মানু সেনের যুগ্ম পরিচালনায় তৈরি এই তো জীবন (১৯৪৬) ছবিতে শিল্প নির্দেশক বীরেন নাগের সহকারী হিসাবে কাজ করেন, পরে দেবকী বসু পরিচালিত চন্দ্রশেখর (১৯৪৭) ছবিতেও সহকারী হিসাবে শিল্প নির্দেশনার কাজ করেন।

 

কার্তিক বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কার্তিক বসু

কার্তিক বসু স্বাধীন ভাবে প্রথম কাজ বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত অভিমান (১৯৪৯)। পঞ্চাশ বছরের বেশি চলচ্চিত্র জীবনে প্রায় একশ নব্বইটি ছবির শিল্প নির্দেশক হিসাবে কাজ করেছেন। যে সব পরিচালকদের সাথে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন, তপন সিংহ, দেবকী বসু, মধু বসু, সুধীর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায়, অজয় কর নীরেন্দ্রনাথ লাহিড়ী, চিত্ত বসু, দীনেন গুপ্ত প্রভৃতি।

 

কার্তিক বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সত্তর দশকের পর থেকে পরবর্তী প্রজন্মের পরিচালকদের মধ্যে অপর্ণা সেন, অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী প্রভৃতির সাথে কাজের অভিজ্ঞতাও তাঁর হয়েছিল। বাংলা ছাড়াও বেশ কিছু হিন্দী ছবিতেও শিল্প নির্দেশনার কাজ করেছেন।

 

Google News কার্তিক বসু
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি —

  • ১৯৪৯ অভিমান, অনুরাধা,
  • ১৯৫২ কৃষ্ণকান্তের উইল, প্রার্থনা, কবি চন্দ্রাবতী,
  • ১৯৫০ বাশের কেল্লা, শ্বশুরবাড়ী, বাস্তব, শেষের কবিতা, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য
  • ১৯৫৪ মনের ময়ূর, আজ সন্ধ্যায়, অমর প্রেম, ছেলে কার, ষোড়শী, গৃহপ্রবেশ, মন্ত্রশক্তি:
  • ১৯৫৫ রাণী রাসমণি, দত্তক, কঙ্কাবতীর ঘাট, ব্রতচারিণী, পরেশ, দৃষ্টি,
  • ১৯৫৬ কীর্তিগড়, হে মহামানব, অসমাপ্ত, মহাকবি গিরিশচন্দ্র, মামলার ফল,
  • ১৯৫৭ বড়দিদি, বড় মা, একতারা, পৃথিবী আমারে চায়, খেলা ভাঙার খেলা, রাস্তার ছেলে, ওগো শুনছো, জন্মতিথি,
  • ১৯৫৮ বন্ধু, শ্রীশ্রীমা, ভানু পেলো লটারী, ইন্দ্রাণী, পুরীর মন্দির, কংস,
  • ১৯৫৯ ঠাকুর হরিদাস, দেড়শো খোকার কাণ্ড, অবাক পৃথিবী, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট
  • ১৯৬০ মায়ামৃগ, ক্ষুধা, ত্রৈলঙ্গস্বামী, শুন বরনারী:
  • ১৯৬১ মানিক, সাধক কমলাকান্ত, অর্থ, সপ্তপদী, মা:
  • ১৯৬২ সূর্যমান, অতল জলের আহ্বান, মায়ার সংসার, রক্ত পলাশ।
  • ১৯৬৩ এক টুকরো আগুন, সাত পাকে বাঁধা, দ্বীপের নাম টিয়ারং, বর্ণালী:
  • ১৯৬৪ তাহলে, বিভাস, কষ্টিপাথর, প্রভাতের রং, দুই পর্ব, অনুষ্টুপ ছন্দ, সুভা ও দেবতার গ্রাস,
  • ১৯৬৫ থানা থেকে আসছি, রাজকন্যা, অভয়া ও শ্রীকান্ত, রাজা রামমোহন,
  • ১৯৬৬ মণিহার, কাঁচ কাটা হীরে, সুভাষচন্দ্র, কাল তুমি আলেয়া:
  • ১৯৬৭ জীবন মৃত্যু, ছুটি, গৃহদাহ, মহাশ্বেতা, হাটে বাজারে, অজানা শপথ;
  • ১৯৬৮ বাঘিনী, আপনজন, সাবরমতী,
  • ১৯৬৯ নতুন পাতা, পরিণীতা, চেনা অচেনা, বন জ্যোৎস্না, মন নিয়ে
  • ১৯৭০ স্বর্ণশিখর প্রাঙ্গণে,
  • ১৯৭১ চৈতালী, এখনই, প্রথম প্রতিশ্রুতি, শচীমার সংসার;
  • ১৯৭২ আজকের নায়ক, অন্ধ অতীত, বিগলিত করুণা জাহ্নবী যমুনা:
  • ১৯৮৪ বিষবৃক্ষ, লাল গোলাপ, মোহনার দিকে;
  • ১৯৮৫ সন্ধ্যাপ্রদীপ,
  • ১৯৮৬ অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, আতঙ্ক, মধুময়:
  • ১৯৮৭ অমরসঙ্গী, বিদ্রোহী, গুরুদক্ষিণা, একান্ত আপন, ন্যায় অধিকার, প্রতিভা, সরগম, টুনীবউ,
  • ১৯৮৮ আগুন, অঞ্জলি, ছোট বৌ, পথিক, পুনর্মিলন, শঙ্খচূড়, সুরের আকাশে, সুরের সাথী।
  • ১৯৮৯ আমার তুমি, বিদায়, ঝঙ্কার, কড়ি দিয়ে কিনলাম, মঙ্গলদীপ, প্রণমি তোমায়, শতরূপা, তুফান:
  • ১৯৯০ বলিদান, এখানে আমার স্বর্গ, হীরক জয়ন্তী, জোয়ার ভাঁটা, মহাজন, সতী:
  • ১৯৯১ আমার সাথী, অহংকার, অন্তরের ভালবাসা, বৌরাণী, বিধিলিপি, পলাতকা, পতি পরম গুরু, প্রশ্ন, রূপবান
  • ১৯৯২ শ্বেত পাথরের থালা, অনন্যা, অনুতাপ, লাল পাহাড়ী, পিতৃঋণ, রক্তে লেখা, সত্য মিথ্যা:
  • ১৯৯৩ মায়ের আশীর্বাদ, অতিথি শিল্পী, কুঁচবরণ কন্যা, পুরস্কার, রক্তের স্বাদ, শ্রদ্ধাঞ্জলি, সুখের স্বর্গ, তোমার রক্তে আমার সোহাগ, ১৯৯৪ সিনেমায় যেমন হয়, ফিরিয়ে দাও, রক্ত নদীর ধারা;
  • ১৯৯৫ কেঁচো খুঁড়তে কেউটে, নাগীন কন্যা, সঙ্ঘর্ষ, সংসার সংগ্রাম,
  • ১৯৯৬ ভাই আমার ভাই, বিয়ের ফুল, লাঠি, মিস মৈত্রেয়ী, সোপান,
  • ১৯৯৭ বিদ্রোহ:
  • ১৯৯৮ হঠাৎ বৃষ্টি, শ্ৰীমান ৪২০
  • ১৯৯৯ খেলা ঘর, খেলা:
  • ২000 তোমায় পাব বলে, বসতির মেয়ে রাধা,
  • ২০০১ মহাকাল,
  • ২০০২ ছেলেবেলা।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment