কালামাটি চলচ্চিত্র

কালামাটি চলচ্চিত্রটি নিয়ে আমাদের আজকের আলোচনা- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তপন সিংহ। এর সংগীত পরিচালনা করেছেন রবিশঙ্কর।

চলচ্চিত্রটি চিনাকুড়ি কয়লা খনি নিয়ে। সেখানে  কর্মরত মহিলা শ্রমিকদের বাচ্চাদের দেখাশোনার জন্য  খনি কর্তৃপক্ষ একটি বেবীক্রেস স্থাপনের পরিকল্পনা নেয়। কোলিয়ারির ওয়েলফেয়ার অফিসার জ্যোতির্ময়ের উপর ভার পড়ে এই ক্রেস তৈরির এবং ক্রেস দেখাশোনার দায়িত্ব নিয়ে আসে অনুপমা রায়। অন্যরা অনুপমাকে পছন্দ করলেও জ্যোতির্ময় তার উপর খুশি নয়। জ্যোতির্ময় অনুপমার বিরুদ্ধে চক্রান্ত করে । এই চক্রান্তের কারণে একটি দুর্ঘটনায় অনুপমার কন্যা মারা যায়। কোলিয়ারির শ্রমিকরা এবং পদস্থ কর্তারা দুর্ঘটনার জন্য সাময়িক ভাবে অনুপমাকে দায়ী করলেও পরে শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারে।

কালামাটি চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কালামাটি চলচ্চিত্র

  • প্রযোজনা — টাস্ ফিল্মস প্রযোজক – তারা বর্মণ।
  • কাহিনি – রমাপদ চৌধুরী।
  • চিত্রনাট্য- পীযূষ বসু
  • পরিচালনা- তপন সিংহ।
  • সংগীত পরিচালনা- রবিশঙ্কর।
  • চিত্রগ্রহণ – অনিল বন্দ্যোপাধ্যায়।
  • শিল্প নির্দেশনা – সুনীতি মিত্র।
  • সম্পাদনা— সুবোধ রায়।
  • শব্দগ্রহণ – অতুল চট্টোপাধ্যায়, অবনী চট্টোপাধ্যায়, দুর্গাদাস মিত্র।
  • গীতিকার — রবীন্দ্রনাথ ঠাকুর, শ্যামল গুপ্ত।
  • রবীন্দ্রসংগীত তত্ত্বাবধানে — অরবিন্দ বিশ্বাস।

কালামাটি চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন —

অরুন্ধতী দেবী, অসিতবরণ, নমিতা সিংহ, তপতী ঘোষ, মানসী সোম, জীবেন বসু, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপকুমার, জহর রায়, অনিল চট্টোপাধ্যায়, দিলীপ রায়, দেবী নিয়োগী, রবীন বন্দ্যোপাধ্যায়, আভা মণ্ডল, অনিতা দত্ত, ছবি নাগ, বুলা ভট্টাচার্য।

 

কালামাটি চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নেপথ্য সংগীত —

প্রতিমা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী, সুকুমার মিত্র, শৈলেন মুখোপাধ্যায়, সাগর সেন, দ্বিজেন ঘোষ, শীলা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, কল্পনা দে, শঙ্করী চৌধুরী, বাণী দাশগুপ্ত, তৃপ্তি মুখোপাধ্যায়।

কালামাটি চলচ্চিত্রের কাহিনি—

চিনাকুড়ি কয়লা খনিতে কর্মরত মহিলা শ্রমিকরা তাদের বাচ্চাদের নিয়ে কাজে যেতে বাধ্য হয়। বাচ্চাদের দেখাশোনার কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে খনি কর্তৃপক্ষ একটি বেবীক্রেস স্থাপনের পরিকল্পনা নেয়। কোলিয়ারির ওয়েলফেয়ার অফিসার জ্যোতির্ময়ের (অসিতবরণ) উপর ভার পড়ে এই ক্রেস তৈরির এবং ক্রেস দেখাশোনার দায়িত্ব নিয়ে আসে অনুপমা রায় (অরুন্ধতী)।

প্রথম দিকে আপত্তি থাকলেও পরবর্তীকালে বাচ্চাদের ক্রেসে রাখার বিষয়ে কুলিরা সম্মত হয়। কোলিয়ারির বহু মানুষই অনুপমাকে পছন্দ করে। অনুপমার পরিবারে আছে অসুস্থ স্বামী এবং কন্যা মুন্নু। মতি সর্দারের মেয়ে রুনিয়া মুন্নুর বন্ধু। অন্যরা অনুপমাকে পছন্দ করলেও জ্যোতির্ময় তার উপর খুশি নয়, তার লক্ষ্য ছিল অনুপমার শরীরের উপর।

 

 

Google News কালামাটি চলচ্চিত্র
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অনুপমার ভর্ৎসনায় জ্যোতির্ময় প্রতিশোধ নেওয়ার জন্য রটিয়ে দেয় অনুপমা বাচ্চাদের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে এবং এই অবসরে নিজের সংসারে সময় দেয়। এই চক্রান্তের কারণে একটি দুর্ঘটনায় মুন্নু মারা যায়। মুন্নুর মৃত্যু অনুপমাকে মানসিক ভাবে বিপর্যন্ত করলেও সে বেবীক্রেসের কাজে তার সমস্ত প্রয়াস নিয়োগ করে। কাজ ছেড়ে চলে যাওয়ার বদলে সে কাজে আরও বেশি আত্মনিয়োগ করে। কোলিয়ারির শ্রমিকরা এবং পদস্থ কর্তারা দুর্ঘটনার জন্য সাময়িক ভাবে অনুপমাকে দায়ী করলেও পরে শ্রমিকেরা নিজেদের ভুল বুঝতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment