কালী ফিল্মস

কালী ফিল্মস প্রতিষ্টা করেন পরিচালক ও লেখক প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়। ১৯০৪ সালে তিনি ‘ম্যাডান থিয়েটার্স’-এ টাইপিস্ট হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ওই সংস্থার চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত হন। ম্যাডান থিয়েটার্সের সাথে প্রায় সাতাশ বছরের সম্পর্ক ত্যাগ করে ১৯৩৩ সালে প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় (১৮৮৭-১৯৫৬) ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রীজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী কালে মৃত পুত্র কালীধনের স্মৃতি রক্ষার্থে এই প্রতিষ্ঠানের নামকরণ করেন কালী ফিল্মস। তিনি ‘ইলেকট্রিক থিয়েটার’ ও ‘দ্য বায়োস্কোপ থিয়েটার’ নামে দুটি চিত্রগৃহও তৈরি করেন, যেগুলি পরে ‘রিগ্যাল’ ও ‘নাজ্‌’ নামে পরিচিতি পায়।

 

 

 

কালী ফিল্মস । বাংলা চলচ্চিত্রের অভিধান

১৯৩৩-৪৭ সাল পর্যন্ত এই সংস্থা ৩১টি বাংলা (পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য), ২টি হিন্দী, ২টি তামিল, ১টি উর্দু এবং ১টি ওড়িয়া ছবি প্রযোজনা করে।

 

 

কালী ফিল্মস প্রযোজিত বাংলা ছবিগুলির মধ্যে প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় নিজে ৫টি ছবি, তিনকড়ি চক্রবর্তী ৬টি, জ্যোতিষ মুখোপাধ্যায় ৮টি ছবি পরিচালনা করেন। এছাড়াও শিশির ভাদুড়ী, নরেশ মিত্র, সুশীল মজুমদার ২টি করে এবং শচীন দেববর্মণ, তুলসী লাহিড়ী, বিধায়ক ভট্টাচার্য, শৈলজানন্দ মুখোপাধ্যায় ১টি করে ছবি পরিচালনা করেছিলেন।

১৯৪৭ সালের পর কালীফিল্মস চলচ্চিত্র প্রযোজনা বন্ধ করে দেয়। পরে চলচ্চিত্র কলাকুশলীদের উদ্যোগে নির্মিত একটি সমবায় সংগঠন টেকনিশিয়ান স্টুডিও নাম দিয়ে এই স্টুডিওর দায়িত্বভার গ্রহণ করে। যুক্তফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকার এই স্টুডিওটি অধিগ্রহণ করে।

 

Google News কালী ফিল্মস
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি –

  • ১৯৩৩ সাবিত্রী (বাংলা ও তামিল),
  • ১৯৩৪ তরুণী, আমিনা (উর্দু), তুলসীদাস, ঋণমুক্তি, গাগরীভরনে (স্বল্প দৈর্ঘ্য), সোনার বাংলা (স্বল্প দৈর্ঘ্য), মণিকাঞ্চন-১ (স্বল্প দৈর্ঘ্য) ১৯৩৫ পাতালপুরী, বিরহ, প্রদীপ ( দৈর্ঘ্য), নারী, বান্দর, মণিকাঞ্চন-২ (স্বল্প দৈর্ঘ্য), গুল বকাওয়ালী (তামিল), প্রফুল্ল, সুদূরের প্রিয়া (স্বল্প দৈর্ঘ্য)।
  • ১৯৩৬: কাল পরিণয়, পল্লীবধূ (স্বল্প দৈর্ঘ্য), অন্নপূর্ণার মন্দির, ভোট গুল ( দৈর্ঘ্য), আশিয়ানা (হিন্দী), সীতার বিরহ (ওড়িয়া),
  • ১৯৩৭ দস্তুরমত টকী, বড়বাবু (স্বল্প দৈর্ঘ্য), হারানিধি, বসন্ত পূর্ণিমা (স্বল্প দৈর্ঘ্য), মুক্তিস্নান, মালাবদল ( স্বল্প দৈর্ঘ্য), কচি সংসদ, মডার্ন লেডি (হিন্দী),
  • ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব:
  • ১৯৩৯ শর্মিষ্ঠা, চাণক্য:
  • ১৯৪১ বাংলার মেয়ে:
  • ১৯৪৫ অভিনয় নয়,
  • ১৯৪৭ পরভৃতিকা।

Leave a Comment