কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। জন্ম কলকাতায়, বাবা ছিলেন সংগীতজ্ঞ। বাবার কাছেই গান শেখা শুরু করেন। ১৯৭৯ থেকে বিভিন্ন জলসায় অনুষ্ঠান করতেন। প্রধানত কিশোরকুমারের গানই গাইতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর বোম্বাই যান। সংগীত পরিচালক এবং সংগীতশিল্পী জগজিৎ সিংহের সহায়তায় হিন্দী ছবিতে নেপথ্য গায়ক হিসাবে কাজের সুযোগ পান।
কুমার শানু
কুমার শানু বাংলা ছবিতে প্রথম কাজ শ্রীনিবাস চক্রবর্তী পরিচালিত অঙ্গার (১৯৮৯) ছবিতে। অঙ্গারে তিনি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে নেপথ্য সংগীতশিল্পী হিসাবে কাজ করেন।
এখনও পর্যন্ত ২০০টিরও বেশি বাংলা ছবিতে গান করেছেন। উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন বাপী লাহিড়ী, রাহুল দেববর্মণ, বাবুল বসু, গৌতম বসু, কানু ভট্টাচার্য, অজয় দাস, অশোক ভদ্র প্রভৃতি। পুলক বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুকুল বসু, প্রিয় চট্টোপাধ্যায়, স্বপন চক্রবর্তী, শিবদাস বন্দ্যোপাধ্যায়, গৌতম-সুম্মিত প্রভৃতি গীতিকারের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
পুতুল গুহ পরিচালিত গানে ভুবন ভরিয়ে দেব (১৯৯৭) এবং নারায়ণ রায় পরিচালিত স্বপ্নে দেখা রাজকন্যা (২০০৪) ছবিতে নেপথ্য সংগীত পরিবেশনের পাশাপাশি অভিনয়ও করেছেন।
জনপ্রিয় বহু গানের শিল্পী কুমার শানুকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী দিয়ে সম্মান জানায়।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৮১ অঙ্গার, প্রণমি তোমায়,
- ১৯৯০ অনুরাগ, বদনাম, বলিদান, ভাগ্যলিপি, জোয়ার ডাঁটা, লড়াই,
- ১৯৯১ মান মর্যাদা, নবাব, পতি পরম গুরু, সজনী গো সজনী, শুভ কামনা, ঠিকানা,
- ১৯৯২ অনুতাপ, আপন পর, বাহাদুর, ইন্দ্রজিৎ, ক্রোধী, নতুন সংসার, পিতৃঋণ, প্রথম দেখা, প্রিয়া, পুরুষোত্তম, রক্তে লেখা, শয়তান, শেষ বিদায়, সুরের ভুবনে;
- ১৯৯৩ অনুভব, অর্জুন, অতিথি শিল্পী, বধু, দালাল, দান প্রতিদান, দুরন্ত প্রেম, ঘর সংসার, ঈশ্বর পরমেশ্বর, কাঁচের পৃথিবী, কন্যাদান, মান সম্মান, মায়া মমতা, মিষ্টি মধুর, মন মানে না, ফিরে পাওয়া, প্রজাপতি, প্রেম পূজা, প্রেমী, পুরস্কার, সম্পর্ক, রক্তের স্বাদ, শক্তি, শঙ্কা, সুখের স্বর্গ, তপস্যা,
- ১৯৯৪ অতিক্রম, ভালবাসার আশ্রয়, বিদ্রোহিনী, বিশ্বাস অবিশ্বাস, ধূসর গোধূলি, গীত সংগীত, কালপুরুষ, কথা ছিল, লাল পান বিবি, নাগজ্যোতি, নীলাঞ্জনা, ফিরিয়ে দাও, প্রত্যাঘাত, রাজার রাজা, রক্ত নদীর ধারা, সাগর, শেষ চিঠি, তবু মনে রেখো, তুমি যে আমার
- ১৯৯৫ আবির্ভাব, অন্তরাত্মা, বৌমণি, কেঁচো খুঁড়তে কেউটে, কুমারী মা, মশাল, মেজ বৌ, মোহিনী, পরিন্নতা, প্রতিধ্বনি, প্রেম সংঘাত, প্রেমসঙ্গী, রাখাল রাজা, সংঘর্ষ, সংসার সংগ্রাম, শেষ প্রতীক্ষা, সুখের আশা, উজান
- ১৯৯৬ বনফুল, বেয়াদপ, ভাই আমার ভাই, জামাইবাবু, জয় বিজয়, কর্ণ, লাঠি, মহান, মিস মৈত্রেয়ী, পূজা, সিথির সিঁদুর, রিধারা, ১৯৯৭ ভালবাসা, চন্দ্রগ্রহণ, দশ নম্বর বাড়ি, গানে ভুবন ভরিয়ে দেব” জয়ী, মহাবীর কৃষ্ণ, মনসাকন্যা, মাটির মানুষ, মিত্তির বাড়ির ছোট বৌ, নিষ্পাপ আসামী, পবিত্র পাপী, পিতা মাতা সন্তান, প্রেমসঙ্গী, সর্বজয়া, স্বামী কেন আসামী, তারিণী তারা মা
- ১৯৯৮ আমার মা, অপরাজিতা, বিষ্ণুনারায়ণ, গঙ্গা, হিংসা, মায়ের দিব্যি, মেয়েরাও মানুষ, নয়নের আলো, প্রাণের চেয়ে প্রিয়, পুত্রবধূ, স্বামীর আদেশ, সজনী আমার সোহাগ, ভালবাসার ছোঁয়া, বস্তির মেয়ে রাধা, আশ্রয়, আপন হল পর, জয় মা দুর্গা, কলঙ্কিনী বধু, কুলাঙ্গার, মধুর মিলন, পরিচয়, ধর্ম অধর্ম,
- ১৯৯৯ সুন্দর বউ, অগ্নিশিখা, সত্যম শিবম সুন্দরম দাবিদার, স্বামীর ঘর, চেনা অচেনা,
- ২০০০ ত্রিশূল, মিস্টার ফানটুস, আয়নাতে,
- ২০০১ আঘাত, মালাবদল, ভালবাসা কী আগে বুঝিনি, ভালবাসার রং, ছোট সাহেব, চুপিচুপি, দেবদাস, প্রেমশক্তি, শেষ আশ্রয়, ২০০২ বরকনে মানুষ অমানুষ, প্রতিহিংসা
- ২০০৩ বউমার বনবাস, আদরিণী, অন্ধ প্রেম, ভাইয়ের শপথ, কে আপন কে পর, মায়ের আঁচল, সবুজ সাথী, শবরী,
- ২০০৪ আমি যে কে তোমার, বাদশা, বারুদ, দাদু নং ১, কুয়াশা, মন যাকে চায়, প্রতিশোধ, শেষ আশ্রয়, স্বপ্নে দেখা রাজকন্যা’, ২০০৫ বাবুমশাই, শুধু ভালবাসা, তিল থেকে তাল;
- ২০০৬ সকাল সন্ধ্যা, 2009 ভালবাসার দিব্যি, মহাগুরু:
- ২০০৯ হাসি খুশি ক্লাব, বদলা, স্বার্থ, ফিরে পেতে চাই, শেষ সংঘাত,
- ২০১০ মর্যাদা।
• চিহ্নিত ছবি দুটিতে অভিনয় করেছেন।
আরও দেখুনঃ