গুরুদাস বন্দ্যোপাধ্যায়

গুরুদাস বন্দ্যোপাধ্যায় এর জন্ম কলকাতায়। আশুতোষ কলেজ থেকে স্নাতকের সম্মান লাভ করেন। প্রথম চলচ্চিত্রাভিনয় নরেশ মিত্র পরিচালিত স্বয়ংসিদ্ধা (১৯৪৭)। কালিকা থিয়েটারে যুগদেবতা নাটকে রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।

গুরুদাস বন্দ্যোপাধ্যায়

গুরুদাস বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

গুরুদাস বন্দ্যোপাধ্যায় মলিনা দেবীর সাথে যৌথভাবে এম.জি. এন্টারপ্রাইজ নামে ভ্রাম্যমাণ নাট্যদল গঠন করে ‘রাণী রাসমণি’ নাটকের অভিনয়  করতেন। প্রসঙ্গত উল্লেখ্য এই নাটকে রাসমণির ভূমিকায় মলিনা দেবী এবং রামকৃষ্ণের ভূমিকায় তা অভিনয় জনসমাদর লাভ করে। পরবর্তী কালে যুগদেবতা (১৯৫০), রাণী রাসমণি (১৯৫৫), মহাকবি গিরিশচন্তে (১৯৫৬) এবং শ্রীশ্রীমা (১৯৫৮) ছবিতে তিনি রামকৃষ্ণের ভূমিকার অভিনয় করেন।

গুরুদাস বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ৯০টি ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও সাধক চরিত্রগুলিতে যথা সাধক রামপ্রসাদ (১৯৫৬), সাধক বামাক্ষ্যাপা (১৯৫৮), ত্রৈলঙ্গস্বামী (১৯৬০), সাধক কমলাকান্ত (১৯৬১), নলিনীকান্ত (ভারতের সাধক, ১৯৬৫) ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র ছাড়াও পেশাদার রঙ্গমঞ্চ, রেডিও নাটক এবং যাত্রাদলেও অভিনয় করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি :

  • ১৯৪৭ স্বয়ংসিদ্ধা
  • ১৯৪৮ কালোছায়া,
  • ১৯৪৯ কার্টুন, মায়াজাল, অভিমান, উল্টোরথ, পরিবর্তন, কুয়াশা
  • ১৯৫০ সঞ্চালী, শ্রীতুলসীদাস, জিপসী মেয়ে, কাকনতলা লাইট রেলওয়ে, অপবাদ, যুগদেবতা, বিদ্যাসাগর, সহোদর:
  • ১৯৫১ ভৈরবমন্ত্র, গাঁয়ের মেয়ে, ভক্ত রঘুনাথ আনন্দমঠ,
  • ১৯৫২ সঞ্জীবনী, নীলদর্পণ, সাবিত্রী সত্যবান,
  • ১৯৫৩ মহারাজ নন্দকুমার, রামী চণ্ডীদাস, সরলা, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য,
  • ১৯৫৪ না, শিবশক্তি:
  • ১৯৫৫ সাঁঝের প্রদীপ, চাটুজ্যে রাজ্যে, রাণী রাসমণি, দেবত্র, অপরাধী, শ্রীকৃষ্ণ সুদামা, জয় মা কালী বোর্ডিং, কথা কও,
  • ১৯৫৬ অভাগীর স্বর্গ, ভোলামাষ্টার, একটি রাত, মহাকবি গিরিশচন্দ্র, অসমাপ্ত, রাজপথ, সাধক রামপ্রসাদ, শুভলগ্ন;
  • ১৯৫৭ নীলাচলে মহাপ্রভু, আমি বড় হবো, তমসা,
  • ১৯৫৮ মেজো জামাই, শ্রীশ্রীমা, সাধক বামাক্ষ্যাপা, পুরীর মন্দির, কংস:
  • ১৯৫৯ অভিশাপ, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি,
  • ১৯৬০ ত্রৈলঙ্গস্বামী, কোন একদিন, নদের নিমাই,
  • ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, সাধক কমলাকান্ত,
  • ১৯৬২ তরণীসেন বধ;
  • ১৯৬৪ বীরেশ্বর বিবেকানন্দ:
  • ১৯৬৫ রূপসনাতন, ভারতের সাধক;
  • ১৯৬৭ – দেবীতীর্থ কামরূপ কামাখ্যা:
  • ১৯৬৮ আদ্যাশক্তি মহামায়া, চারণকবি মুকুন্দদাস
  • ১৯৭১ ত্রিনয়নী মা-
  • ১৯৭৫ মৌচাক, নগর দর্পণে, উমনো ও ঝুমনো।
  • ১৯৭৭ বাবা তারকনাথ, অসাধারণ, জাল সন্ন্যাসী, শ্রীশ্রী মালক্ষ্মী:
  • ১৯৭৮ জয় মা তারা, আগুনের ফুলকি, বালক শরৎচন্দ্র,
  • ১৯৭১ যত মত তত পথ, ডুব দে মন কালী বলে,
  • ১৯৮০ মাতৃভক্ত রামপ্রসাদ, অভি।

 

Google News গুরুদাস বন্দ্যোপাধ্যায়
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

আরও দেখুনঃ

 

Leave a Comment