গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম নেন কলকাতায়। জগবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক এবং প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন। ইংরাজি ভাষায় তাঁর লেখা কিছু কবিতা বিদেশের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কিছুদিন গিরিজাশঙ্কর চক্রবর্তীর কাছে সংগীত শিক্ষাও নিয়েছিলেন।
গৌরীপ্রসন্ন মজুমদার । বাংলা চলচ্চিত্রের অভিধান
১৯৪৬ সালে তাঁর লেখা গান বিমল ভূষণ নিজের সুরে ও গলায় রেকর্ড করেন। চলচ্চিত্রে গীতিকার হিসাবে তাঁর প্রথম কাজ অর্ধেন্দু মুখোপাধ্যায় পরিচালিত এবং হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত পূর্বরাগ (১৯৪৭)। অগ্রদূত পরিচালিত অনুপম ঘটক সুরারোপিত অগ্নিপরীক্ষা (১৯৫৪) ছবিতে গৌরীপ্রসন্নর লেখা গানগুলি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গৌরীপ্রসন্নর লেখা গানগুলি ঐ সময়ে সাধারণ মানুষকে মুগ্ধ করেছিল।
সমগ্র চলচ্চিত্র জীবনে তিনশোরও বেশি ছবির জন্য গান লিখেছেন। উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন হেমন্ত মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষ, দক্ষিণামোহন ঠাকুর, দুর্গা সেন, অনুপম ঘটক, হীরেন বসু, শচীন দেববর্মণ, অনিল বাগচী, কালীপদ সেন, নচিকেতা ঘোষ, রামচন্দ্র পাল, মানবেন্দ্র মুখোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, সলিল চৌধুরী, অনিল বিশ্বাস প্রভৃতি।
গীতিকার হিসাবে কাজ ছাড়াও তাঁর রচিত কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে বারোটি ছবি। বিদ্যাপতি ঘোষ পরিচালিত ছায়াসঙ্গিনী (১৯৫৬); অগ্রদূত পরিচালিত সূর্যতোরণ (১৯৫৮), চিরদিনের (১৯৬৯), সূর্যসাক্ষী (১৯৮১) অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত অজস্র ধন্যবাদ (১৯৭৭), নন্দন (১৯৭৯), উত্তমকুমার পরিচালিত শুধু একটি বছর (১৯৬৬): জগন্নাথ চট্টোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা (১৯৬৮) এবং শক্তি বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছোট্ট নায়ক (১৯৭৭) ছবিগুলি তাঁর গল্প অবলম্বনে তৈরি হয়।
এর মধ্যে ছায়াসঙ্গিনী এবং ছোট্ট নায়ক ছবির চিত্রনাট্যও তাঁর রচনা। এ ছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে অগ্রদূত পরিচালিত বিপাশা (১৯৬২) ছবির চিত্রনাট্যও তিনি করেছিলেন। হীরেন নাগ পরিচালিত অন্ধ অতীত (১৯৭২) ছবিতে একটি পার্শ্ব চরিত্রে গৌরীপ্রসন্ন অভিনয়ও করেন।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৭ পূর্বরাগ
- ১৯৪৮ প্রিয়তমা, অরক্ষণীয়া, কালো ঘোড়া, ধাত্রী দেবতা, পদ্মা প্রমত্তা নদী,
- ১৯৪৯ স্বামী, রবীন মাষ্টার:
- ১৯৫০ শ্রীতুলসীদাস, সমর:
- ১৯৫১ অভিশপ্ত, জিঘাংসা, বৌ, প্রতিধ্বনি;
- ১৯৫২ শুভদা:
- ১৯৫৩ মায়া কানন, সাত নম্বর কয়েদী, বৌদির বোন, হরিলক্ষ্মী, বনহংসী, নিষ্কৃতি :
- ১৯৫৪ শুভযাত্রা, অঙ্কুশ, অগ্নিপরীক্ষা, হ্যাঁ, যদুভট্ট, বলয় গ্রাস:
- ১৯৫৫ নিষিদ্ধ ফল, অনুপমা, দত্তক, সাজঘর, দেবত্র, ছোট বউ, জ্যোতিষী, পথের শেষে, ঝড়ের পরে, বিধিলিপি, জয় মা কালী বোর্ডিং, উপহার, গোধূলি, দেবী মালিনী, ভালবাসা, পরেশ, রাত ভোর, দুজনায়, সবার উপরে, কালিন্দী, অর্ধাঙ্গিনী;
- ১৯৫৬ ভোলামাষ্টার, সাগরিকা, কীর্তিগড়, একটি রাত, অসমাপ্ত, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক, শ্যামলী, ত্রিযামা, ছায়াসঙ্গিনী” সূর্যমুখী, পুত্রবধূ, ধূলার ধরণী, সিথির সিঁদুর, আমার বৌ, নবজন্ম ১৯৫৭
- উচ্চা, যাত্রা হলো শুরু, তাপসী, আদর্শ হিন্দু হোটেল, পৃথিবী আমারে চায়, হরিশ্চন্দ্র, নতুন প্রভাত, কাঁচা মিঠে, বসন্তবাহার, হারানো সুর, মাধবীর জন্য, চন্দ্রনাথ, দাতা কর্ণ, পথে হল দেরী, জীবন তৃষ্ণা
- ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, মেজ জামাই, সোনার কাঠি, প্রিয়া, বন্ধু, মানময়ী গার্লস স্কুল, ডেলি প্যাসেঞ্জার, ভানু পেলো লটারী, লুকোচুরি, স্বর্গ মর্তা, জোনাকির আলো, শিকার, ইন্দ্রাণী, পুরীর মন্দির, যৌতুক, সূর্যতোরণ- রাজধানী থেকে, জন্মান্তর
- ১৯৫৯ মরুতীর্থ হিংলাজ, নীল আকাশের নীচে, চাওয়া পাওয়া, শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, দীপ জ্বেলে যাই, গলি থেকে রাজপথ, খেলাঘর, সোনার হরিণ, অবাক পৃথিবী, পার্সোনাল এ্যাসিস্ট্যান্টং
- ১৯৬০ রাজাসাজা, কুহক, উত্তর মেঘ, বাইশে শ্রাবণ, ক্ষুধা, ইন্দ্রধনু, কোনো একদিন, হসপিটাল, স্মৃতিটুকু থাক. শহরের ইতিকথা, শেষ পর্যন্ত, সুরের পিয়াসী, শুন বরনারী, অপরাধ
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, সাথীহারা, মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী, স্বরলিপি, অগ্নিসংস্কার, মধ্যরাতের তারা, পঙ্কতিলক, কঠিন মায়া, আশায় বাঁধিনু ঘর, সপ্তপদী, দুই ভাই;
- ১৯৬২ বিপাশা, সঞ্চারিণী, অতল জলের আহ্বান, আগুন, কাজল, দাদাঠাকুর, নবদিগন্ত, ধূপছায়া,
- ১৯৬৩ এক টুকরো আগুন, দুই বাড়ি, বর্ণচোরা, হাই হিল, প্রান্তিবিলাস, পালক, শেষ গ্রহর, ত্রিধারা, হাসি শুধু হাসি নয়, দেয়ানেয়া, বাদশা:
- ১৯৬৪ সপ্তর্ষি, বিভাস, স্বর্গ হতে বিদায়, প্রভাতের রং, কাঁটাতার, নতুন তীর্থ, দুই পর্ব, মহাতীর্থ কালীঘাট,
- ১৯৬৫ তৃষ্ণা, আলোর পিপাসা, মহালগ্ন, অন্তরাল, রাজকন্যা, ভারতের সাধক, সূর্যতপা
- ১৯৬৬ সুশান্ত সা, রাজদ্রোহী, শুধু একটি বছর হারানো প্রেম, লবঙ্কুশ, নায়িকা সংবাদ
- ১৯৬৭ খেয়া, এন্টনী ফিরিঙ্গী,
- ১৯৬৮ পথে হল দেখা, পরিশোধ, রক্তলেখা, ছোট্ট জিজ্ঞাসা*,
- ১৯৬৯ সাবরমতী, চিরদিনের, বিবাহ বিভ্রাট, শেষ থেকে শুরু, চেনা অচেনা
- ১৯৭০ সমান্তরাল, পদ্ম গোলাপ, রাজকুমারী, নিশিপদ্ম, রূপসী, স্বর্ণশিখর প্রাঙ্গণে,
- ১৯৭১ প্রতিবাদ, চৈতালী, কুহেলি, অন্য মাটি অন্য রং, খুঁজে বেড়াই, জীবন জিজ্ঞাসা, ফরিয়াদ, সংসার,
- ১৯৭২ মা ও মাটি, অন্ধ অতীত, ছায়াতীর, স্ত্রী:
- ১৯৭৩ বনপলাশির পদাবলী, অগ্নিভ্রমর, বিন্দুর ছেলে, আরণ্যক, কায়াহীনের কাহিনী, নকল সোনা, ননীগোপালের বিয়ে, নতুন দিনের আলো, শবরী,
- ১৯৭৪ অমানুষ, অসতী, শ্রাবণ সন্ধ্যা, সুজাতা, ঠগিনী,
- ১৯৭৫ মৌচাক, ফুলু ঠাকুরমা, আমি সে ও সখা, উমনো ও ঝুমনো নগর দর্পণে, নতুন সূর্য, কাজললতা, প্রিয় বান্ধবী, সন্ন্যাসী রাজা ১৯৭৬ চাদের কাছাকাছি, বহ্নিশিখা, নিধিরাম সর্দার, সেই চোখ, জীবন নিয়ে, মোমবাতি, শঙ্খবিষ, হোটেল স্নো ফক্স, আনন্দমেলা; ১৯৭৭ রাজবংশ, নয়ন, অসাধারণ, প্রক্সি, প্রতিমা, আনন্দ আশ্রম, মন্ত্রমুগ্ধ, ছোট্ট নায়ক, জাল সন্ন্যাসী, বাবা তারকনাথ, অজস্র ধন্যবাদ, বাবুমশাই,
- ১৯৭৮ ময়না, বন্দী, প্রণয় পাশা, গোলাপ বৌ, আরাধনা, নিশান, ধনরাজ তামাং,
- ১৯৭৯ ব্রজবুলী, লাট্টু, সমাধান, নন্দন, কৃষ্ণ সুদামা
- ১৯৮০ দুই পৃথিবী, জিটি রোড, পাকা দেখা, প্রিয়তমা, শেষ বিচার, সীতা,
- ১৯৮১ অবিচার, অনুসন্ধান, কলঙ্কিনী, খনা বরাহ, পাহাড়ী ফুল, সূর্যসাক্ষী’,
- ১৯৮২ অপরূপা, মমতা, মাটির স্বর্গ, প্রফুল্ল, প্রতীক্ষা, প্রেয়সী, রসময়ীর রসিকতা, সংকল্প, সতী সাবিত্রী সত্যবান, সোনার বাংলা, ১৯৮৩ আগামীকাল, অগ্রদানী, অর্পিতা, দুটি পাতা প্রতিদান, সমাপ্তি, উৎসর্গ,
- ১৯৮৪ অভিষেক, লাল গোলাপ, রাশিফল, সীমন্তরাগ, শিলালিপি, তিনমূর্তি,
- ১৯৮৫ অজান্তে, অন্তরালে, অন্যায় অবিচার, হুলুস্থুল, ফুলন দেবী, সোনার সংসার, তিল থেকে তালা
- ১৯৮৬ অমরকণ্টক, অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, ডাক্তারবাবু, দুই অধ্যায়, কেনারাম বেচারাম, লাল মহল, মধুময়, প্রেম বন্ধন, উত্তরলিপি,
- ১৯৮৭ দাবার চাল, ন্যায় অধিকার, প্রতিকার:
- ১৯৮৮ অন্তবাস, ছন্নছাড়া, দেবীবরণ, জ্যোতি, কলঙ্কিনী নায়িকা,
- ১৯৮৯ নিশিবধু,
- ১৯৯০ ছোটুর প্রতিশোধ, একাকী, কলঙ্ক,
- ১৯৯১ জঙ্গল পাহাড়ী।
আরও দেখুনঃ
- অনিল গুপ্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান
- বাপ্পি লাহিড়ী । ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক
- গৌরীপ্রসন্ন মজুমদার | বাঙালি গীতিকার ও সুরকার