ছন্দনীড় চলচ্চিত্র নিয়ে আজকের আলোচনা। এই ছবিটির প্রযোজনা করেছিল অভিষেক প্রোডাকসন। কাহিনি, চিত্রনাট্য, সংগীত এবং পরিচালনা করেন উৎপলেন্দু চক্রবর্তী।
ছন্দনীড় চলচ্চিত্র
- প্রযোজনা- অভিষেক প্রোডাকসন।
- কাহিনি, চিত্রনাট্য, সংগীত এবং পরিচালনা – উৎপলেন্দু চক্রবর্তী।
- চিত্রগ্রহণ — গিরীশ পাধিয়ার।
অভিনয়:
অল্পনা বন্দোপাধ্যায়, দীপক সরকার, মাধবী মুখোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, অনুপকুমার, শ্রীলা মজুমদার, জ্ঞানেশ মুখোপাধ্যায়, রত্না ঘোষাল, কণিকা মজুমদার।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছন্দনীড়ের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন অজয় চক্রবর্তী।
কাহিনি:
ছবির কেন্দ্রীয় চরিত্র সীমা (অল্পনা) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভরত- নাট্যম শিল্পী। নৃত্যই তার প্রথম ভালোবাসা। তার বাবা-মা মেয়ের খ্যাতিতে খুশি হলেও তার বিয়ে নিয়ে চিন্তিত। তাদের পছন্দ করা পাত্রকে বাতিল করে সীমা অন্ত সংগীতশিল্পী অয়নকে (দীপক) বিয়ে করে। একজনের সংগীত এবং অন্য জনের নৃত্য পরিকল্পনা তাদের যুগ্ম জীবনকে আর্থিক সাফল্যের পথে নিয়ে যেতে পারে নি।
অয়নের আর্থিক চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পায়, আরও রোজগারের জন্য সে পপ গায়কদের জন্য সংগীত রচনা করে, এমনকী তৃতীয় শ্রেণির চলচ্চিত্রের সংগীত পরিচালনাতেও সে তার সংগীত প্রতিভাকে ব্যবহৃত হতে দেয়। সীমা এই জীবন মেনে নিতে পারে নি, সে তার শিল্পের শুদ্ধতা এবং জীবনের সততা বজায় রাখার জন্য অয়নকে ত্যাগ করে।

আপাত দৃষ্টিতে একটি বলিষ্ঠ বিষয় গল্পের মধ্যে থাকলেও ছবি দেখে মনে হয় শুধুমাত্র নৃত্যশিল্পী অল্পনা বন্দ্যোপাধায়ের নৃত্য কুশলতা প্রদর্শনের জন্যই ছবিটি তৈরি করা হয়েছে। মুক্তি চাই, দেবব্রত বিশ্বাস, ময়না তদন্ত, চোখ, দেবশিশুর পরিচালকের কাছ থেকে সচেতন দর্শক এই ধরনের ছবি আশা করেন নি. ছবিটি ব্যর্থ বলে সমালোচিত হয়েছিল।
Film – Pratham Dekha
Language – Bengali
Genre : Drama, Classic
Director – Utpalendu Chakrabarty
Story – Utpalendu Chakrabarty
Music Director – Utpalendu Chakrabarty
Playback : M. Balamuralikrishna, Ajoy Chakrabarty, Maya Sen, Banasree Sengupta, Saraswati Sundaresaren, Maya Bhattacharya, Neerja, Pritish Bhattacharya, Satarupa Sanyal, Utpalendu Chakrabarty
Release – 1989
Cast – Debashree Roy, Madhabi Mukherjee, Sreela Majumdar, Tarun Kumar, Yamini Krishnamurthy, M. Balamuralikrishna, Ratna Ghoshal, Subhasish Mukherjee, Satya Banerjee, Gyanesh Mukherjee, Arjun Bhattacharya, Kanika Mozumdar, Monu Mukherjee, Anjana Bannerjee, Dipak Sarkar, Ashim Chatterjee, Gita Pradhan, Subrata Sensharma, Manjula Polle, Rupa Banerjee, Master Pilu.
আরও দেখুনঃ