বাংলাদেশের নাট্যাঙ্গন ও সংস্কৃতিচর্চার এক অনন্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার-এর ৮৩তম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
১৯৪১ সালের এই দিনে জন্ম নেওয়া এই গুণী শিল্পী শুধু সংবাদপাঠক হিসেবেই নয়, বরং নাট্যাভিনেতা, মঞ্চ নির্দেশক, প্রযোজক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে কয়েক দশক ধরে অমলিন অবদান রেখে চলেছেন।
তিনি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদপাঠক হিসেবে খ্যাতি অর্জন করলেও তাঁর প্রকৃত পরিচয় গড়ে ওঠে মঞ্চনাটকের মাধ্যমে। থিয়েটার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি অসংখ্য কালজয়ী নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন—যার মধ্যে রয়েছে রাজা, গ্যালিলিও, ইবলিস, কাকের সংসার, আরেকটি মৃত্যুর আগে প্রভৃতি।
আন্তর্জাতিক নাট্য সংস্থা ITI (International Theatre Institute)-এর প্রেসিডেন্ট হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাট্যশিল্পকে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর নাট্যাভিনয় গভীর আবেগ, স্পষ্ট উচ্চারণ, মঞ্চনিয়ন্ত্রণ ও দর্শককে গল্পের ভেতর ডেকে নেওয়ার দক্ষতার জন্য বিশেষভাবে প্রশংসিত।
আজ তাঁর জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি তাঁর অশেষ অবদান, এবং কামনা করি—তিনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন ও তাঁর সৃজনশীলতার আলো ভবিষ্যত প্রজন্মকে আলোকিত করুক।
শুভ জন্মদিন, রামেন্দু মজুমদার!
#রামেন্দুমজুমদার #শুভজন্মদিন #বাংলাদেশীনাট্যজগত #মঞ্চনাটক #থিয়েটার #সংবাদপাঠক #বাংলাদেশসংস্কৃতি #নাট্যঅভিনয় #বাংলাদেশঅভিনয় #CulturalIcon #BangladeshTheatre #Actor #Director #Producer #HappyBirthday #StageActor #DramaDirector