জর্জ বেকার

জর্জ বেকার একজন ভারতীয় অভিনেতা। জর্জ বেকার ১৯৪৫ সালের ২৮ অক্টোবর আসামের তেজপুরে, এক গ্রীক পরিবারে জর্জের জন্ম হয়েছিল। তার প্রাথমিক পড়াশোনা লখনউর লা মার্টিনিয়া কলেজে হয়। তিনি মুষ্টিযুদ্ধ এবং সাঁতারের জাতীয় স্তরের জুনিয়র চ্যাম্পিয়ন ছিলেন।। অসম বিশ্ববিদ্যালয় থেকে কারিগরি বিদ্যায় স্নাতকের সম্মান লাভ করেন। কিছুদিন ভারতীয় রেলে চাকরি করেছেন।

জর্জ বেকার

জর্জ বেকার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

প্রথম বাংলা ছবি ইন্দর সেন পরিচালিত চামেলী মেমসাহেব (১৯৭১)। ছবিটি ঐ বছর ইন্ডিয়ান প্যানোরামায় অন্তর্ভুক্ত হয়। সমগ্র চলচ্চিত্র জীবনে তিরিশটিরও বেশি বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি হিন্দী এবং অসমিয়া ভাষায় নির্মিত ছবিতেও কাজ করেছেন। ইন্দর সেন ছাড়াও কাজ করেছেন দিলীপ রায়, তপন ভট্টাচার্য, রিংগো, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, মিলন ভৌমিক, অজিত গঙ্গোপাধ্যায়, বাবলু সমাদ্দার, অঞ্জন চৌধুরী, তরুণ মজুমদার প্রভৃতি পরিচালকের সাথে।

 

জর্জ বেকার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯৭৪ সালে, জর্জ অসমীয়া সিনেমাতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। অসমীয়া ছবি চামেলি মেমসাবে তিনি প্রধান চরিত্রে অভিনয় করবার সুযোগ পেয়েছিলেন। এই চলচ্চিত্রটি ২৩তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে অসমীয়ায় সেরা ফিচার ফিল্মের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

তিনি কয়েক বছর ধরে মূলত পাঁচটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন বাংলা, অসমীয়া, ইংরেজি, হিন্দি ও সাঁওতালি। অতি সম্প্রতি তিনি পরিণীতায় (২০০৫ চলচ্চিত্র) স্যার উইলিয়াম একার্ড্ট এবং ভূতের ভবিষ্যতে মিঃ রামসে চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। বাংলা নাটক ছাড়াও হিন্দী এবং অসমিয়া নাটকে অভিনয়ের সাথে সাথে দূরদর্শন ধারাবাহিকেও অভিনয় করেছেন।

 

Google News জর্জ বেকার
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চলচ্চিত্রপঞ্জি :

  • ১৯৭৯ চামেলী মেমসাহেব,
  • ১৯৮২ মমতা, অমৃতকুম্ভের সন্ধানে
  • ১৯৮৪ অমরগীতি:
  • ১৯৮৬ স্বর্গসুখ:
  • ১৯৮৭ প্রতিভা, সহধর্মিণী,
  • ১৯৮৮ প্রতিপক্ষ, বোবা সানাই, অঞ্জলি,
  • ১৯৮৯ শ্রীমতী হংসরাজ, ঝঙ্কার,
  • ১৯৯১ জঙ্গলপাহাড়ী,
  • ১৯৯২ লালপাহাড়ী, ধর্মযুদ্ধ,
  • ১৯৯৩ রক্তের স্বাদ,
  • ১৯৯৪ ভালোবাসার আশ্রয়,
  • ১৯৯৫ জীবনযোদ্ধা, প্রেম সংগীত,
  • ১৯৯৯ দাদাভাই,
  • ২০০২ ছেলেবেলা, উদ্ধার:
  • ২০০০ জুয়া
  • ২০০৬ টেকা।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment