জানালা চলচ্চিত্র নিয়ে আজকের আলোচনা। জানালা ছবিটি প্রযোজনা করেছিল বিগ পিকচার্স। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করিছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।
জানালা চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান
- প্রযোজনা — বিগ পিকচার্স।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা — বুদ্ধদেব দাশগুপ্ত।
- চিত্রগ্রহণ—সানি যোশেফ।
- সংগীত পরিচালনা—বিশ্বদেব দাশগুপ্ত।
- শিল্প নির্দেশনা – সুব্রত চক্রবর্তী।
- সম্পাদনা — অমিতাভ দাশগুপ্ত
অভিনয়:
ইন্দ্রনীল সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, – তাপস পাল, শঙ্কর চক্রবর্তী, দিগন্ত বাগচী, সাহানা সেন।
কাহিনি:
নির্জনতাপ্রিয় বিমল (ইন্দ্রনীল) একটি বৃদ্ধাবাস দেখাশোনার কাজ করে। সে ভালোবাসে মীরাকে (স্বস্তিকা)। মীরা একটি কল সেন্টারের কর্মী। দীর্ঘদিন বাদে বিমল তার ছেলেবেলার গ্রামে আসে এবং পুরোনো স্কুলের জরাজীর্ণ দশা দেখে দুঃখিত হয়, সে তার সাধ্যের বাইরে গিয়েও তার স্কুলকে একটি জানালা দান করতে চায়। তার এই ইচ্ছে তার চার পাশের মানুষদের নানাভাবে প্রভাবিত করে। মীরা ভবিষ্যতে বিমলের সাথে সংসার গড়ে তুলতে আগ্রহী। সে বিমলের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে নিজের সঞ্চিত গয়না বিমলের হাতে তুলে দেয়।

ছবিটি টরেন্টো, লন্ডন, হংকং, পুসান, দুবাই ইত্যাদি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।
চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে সংস্কৃতিতে তা নির্মিত হয় তাকেই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি। শিল্পকলার প্রভাবশালী মাধ্যম, শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের।
প্রথাগতভাবে চলচ্চিত্র নির্মিত হয় অনেকগুলো একক ছবি তথা ফ্রেমের ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে। এই স্থিরচিত্রগুলি যখন খুব দ্রুত দেখানো হয় তখন দর্শক মনে করেন তিনি চলমান কিছু দেখছেন।
আরও দেখুনঃ