জামাইষষ্ঠী চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে ১৯৩১ খ্রিস্টাব্দে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। এটি পশ্চিমবঙ্গ তথা বাংলার চলচ্চিত্র জগতের একটি যুগান্তকারী সৃষ্টি। ১৯৩১ খ্রিস্টাব্দের ১১ এপ্রিল এটি কলকাতার ক্রাউন সিনেমা হলে প্রথম ছায়াছবির পর্দায় আসে।
বাংলার প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘জামাই ষষ্ঠী’। ১৯৩১ সালের ১১ ই এপ্রিল মুক্তি পেয়েছিল এই ছবি। যে ছবির নির্মাতা , চিত্রনাট্যকার ও পরিচালক ছিলেন অমর চৌধুরী । তিনি এই ছবিতে অভিনয়ও করেছিলেন৷ আমরা জামাই ষষ্ঠী বলতে কেবল খাওয়া দাওয়ার উৎসব বলি অথচ নেহাত সামাজিক লোকাচার – তা নিয়ে কত না কল্প কাহিনি , মজাদার, রসালো গল্প নিয়ে আজও নানান ছবি ও নাটক হয়ে চলেছে । আজ থেকে ৯০ বছর আগে অমর চৌধুরী জামাই ষষ্ঠী নিয়ে এই রকম কোনো ছবি তৈরি করেছিলেন, শুধু তা -ই নয়, সেটি ছিল প্রথম ‘মুখর’ ছবি ।
অত্যন্ত রসালো এক গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রটিতে । দম ফাটা হাস্যরসাত্মক ছবি হলো ‘জামাই ষষ্ঠী’। যে ছবি সপরিবারে বেশ মজা করে দেখে নেওয়া যায়। পুরো ছবি জুড়ে ষোলায়ানা বাঙালিয়ানার স্বাদ। জামাই ষষ্ঠীর মতো একটা উৎসবকে নিয়েও যে কত ভালো ছবি বানানো সম্ভব তা পরিচালক অমর চৌধুরী দেখিয়েছিলেন।
সত্যি কথা বলতে সাধারণ গল্পও বেশিরভাগ পরিচালকের মুন্সিয়ানাতে অসাধারণ হয়ে ওঠে। গল্প যে মনই থা কুক না কেন সেটাকে নেড়ে চেড়ে সঠিক গবেষণা করলেই তা অবর্ণনীয় হয়ে ওঠে ৷ জামাই ষষ্ঠীর ক্ষেত্রে ও তাই-ই হয়েছে । এক হাড় কিপ্টে শ্বশুরমশা ইয়ের কীর্তি কে সেলুলয়েডে পরিচালক নিজস্ব বুদ্ধি ও উপস্থাপনায় অসাধারণ ভাবে নির্মাণ করেছেন।
জামাইষষ্ঠী চলচ্চিত্র
- প্রযোজক — ম্যাডান থিয়েটার্স।
- কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা – অমর চৌধুরী।
- চিত্রগ্রহণ – টি মার্কনী।
- সংগীত পরিচালনা — ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায়।
অভিনয়:
অমর চৌধুরী, যতীন্দ্রনাথ সিংহ, ক্ষীরোদগোপাল মুখোপাধ্যায়, ভোলানাথ, রাণীসুন্দরী, আনিসুন্দরী, মিস গোলেলা, বিমল গুপ্ত, কার্তিক রায়।
জামাই ষষ্ঠী হল পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতে ১৯৩১ খ্রিস্টাব্দে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। এটি পশ্চিমবঙ্গ তথা বাংলার চলচ্চিত্র জগতের একটি যুগান্তকারী সৃষ্টি। ১৯৩১ খ্রিস্টাব্দের ১১ এপ্রিল এটি কলকাতার ক্রাউন সিনেমা হলে প্রথম ছায়াছবির পর্দায় আসে।

বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক কাহিনিচিত্র ২৫শে এপ্রিল ১৯৩১ ক্রাউন চিত্রগৃহে মুক্তি পায়। স্বল্প দৈর্ঘ্যের এই কাহিনিচিত্র অমর চৌধুরীর লেখা নাটক অবলম্বনে এবং তাঁরই নির্দেশনায় তৈরি। ছবিতে জামাইএর কন্ঠে কয়েকটি গানও ব্যবহৃত হয়েছিল। হাস্যরসাত্মক এই ছবিটি পরে আবার ‘বিরাট দ্বিতীয় সংস্করণ’ রূপে মুক্তি পায়।
আরও দেখুনঃ