চিত্রগ্রাহক জি কে মেহতা

জি কে মেহতার জন্ম অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত লাহোরে। বিজ্ঞানের স্নাতক হওয়ার পর তিনি লাহোরে ডাক্তারি পড়তে শুরু করেন, কিন্তু শিক্ষা অসম্পূর্ণ রেখেই চিত্রগ্রহণ ও পরিস্ফুটন বিষয়ে আগ্রহী হয়ে চলচ্চিত্র শিল্পে যোগ দেন।

 

জি কে মেহতা

 

জি কে মেহতা

মেহতা এই শিল্পে যোগদানের পূর্বে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হলিউডে কিছুদিন শিক্ষানবিশ হিসাবেও কাজ করেন। কলকাতায় এসে কিছু হিন্দী ছবির চিত্রগ্রহণের সাথে বাংলা ছবির চিত্রগ্রাহক হিসাবে কাজ শুরু করেন। প্রথম বাংলা ছবি ফিল্ম কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রযোজিত এবং সুশীল মজুমদার পরিচালিত প্রতিশোধ (১৯৪১)।

 

জি কে মেহতা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

 

যেসব উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন হিরণ্ময় সেন, মধু বসু, হেমেন গুপ্ত, নীরেন লাহিড়ী, সতীশ দাশগুপ্ত, নরেশ মিত্র, হরিদাস ভট্টাচার্য প্রভৃতি। পরবর্তী সময়ে তিনি মাদ্রাজের একটি স্টুডিওতে পরিস্ফুটনকর্মের ভারপ্রাপ্ত হিসাবে যোগ দেন।

 

google news , গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্রপঞ্জি :

  • ১৯৪১ প্রতিশোধ,
  • ১৯৪৭ বর্মার পথে
  • ১৯৪৮ নারীর রূপ,
  • ১৯৪৯ নিরুদ্দেশ,
  • ১৯৫০ মাইকেল মধুসূদন
  • ১৯৫১ নিয়তি, বিয়াল্লিশ
  • ১৯৫২ পাশের বাড়ী,
  • ১৯৫৩ শেষের কবিতা,
  • ১৯৫৪ নববিধান,
  • ১৯৫৫ দেবত্র, দুর্লভ জন্ম, বীর হাম্বীর, শ্রীকৃষ্ণ সুদামা,
  • ১৯৫৬ আশা, গোবিন্দদাস, মা, শুভলগ্ন
  • ১৯৫৭ উল্কা, আঁধারে আলো;
  • ১৯৫৮ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নূপুর, বাঘাযতীন,
  • ১৯৫১ ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অম্লনানি।

 

আরও দেখুনঃ

 

Leave a Comment