জীবেন বসুর জন্ম কলকাতায়। ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হলেও অভিনয়ে আকর্ষণের কারণে শিক্ষায় ছেন পড়ে। পাড়ার নাট্যদলের সাথে যুক্ত ছিলেন, কিছুদিন শিশির ভাদুড়ীর কাছেও নাট্যশিক্ষা নিয়েছেন।
জীবেন বসু
প্রথম চলচ্চিত্রাভিনয় এভারগ্রীন পিকচার্স প্রযোজিত এবং কে. ভূষণ পরিচালিত স্বয়ম্বরা (১৯৩৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে ১৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। চল্লিশ ও পঞ্চাশের দশকের প্রথমার্ধ পর্যন্ত কয়েকটি ছবিতে নায়কের বা সহনায়কের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অবতীর্ণ হলেও প্রধানত পার্শ্বচরিত্রের অভিনেতা হিসাবেই পরিচিত ছিলেন।
অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র গিরীন (পরিণীতা, ১৯৪২): ধনপতি (পাপের পথে, ১৯৪৩); চটক চাকী (অল স্টার ট্র্যাজেডি, ১৯৪৪), সত্য (বিরিঞ্চিবাবা, ১৯৪৪), সমীর (তপোভঙ্গ, ১৯৪৭): নায়িকার স্বামী (মন্ত্রমুগ্ধ, ১৯৪৯) গোবিন্দ (যোগবিয়োগ, ১৯৫৩); জীবেন (ঝকমারী, ১৯৫৩); বিপিন (চিরকুমার সভা, ১৯৫৬), কেদার (সাগরিকা, ১৯৫৬) প্রভৃতি।
ধীরেন গঙ্গোপাধ্যায়, সুশীল মজুমদার, বিমল রায়, প্রেমেন্দ্র মিত্র, নীরেন লাহিড়ী, মানু সেন, প্রমথেশচন্দ্র বড়ুয়া, পিনাকী মুখোপাধ্যায়, সুধীর মুখোপাধ্যায়, অগ্রগামী, দেবকী বসু প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকদের সাথে কাজ করেছেন, চলচ্চিত্র ছাড়াও পেশাদার রঙ্গমঞ্চে এবং বেতার নাটকে অংশ নিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও কপালকুণ্ডলা (১৯৫২) ছবিটি প্রযোজনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ছবিটি পরিচালনা করেন অর্ধেন্দু মুখোপাধ্যায়।

চলচ্চিত্রপঞ্জি:
- ১৯৩৫ প্রফুল্ল, স্বয়ম্বরা
- ১৯৩৬ অন্নপূর্ণার মন্দির
- ১৯৩৭ টকী অব টকীজ, শশীনাথ,
- ১৯৩৮ হাল বাংলা
- ১৯৪০ পরাজয়, তটিনীর বিচার, শাপমুক্তি, নিমাই সন্ন্যাস,
- ১৯৪১ কবি জয়দেব, মায়ের প্রাণ, প্রতিশোধ, শ্রীরাধা:
- ১৯৪২ মহাকবি কালিদাস, পরিণীতা;
- ১৯৪৩ অভিসার, যোগাযোগ, সমাধান, দাবী, পাপের পথে, দম্পতি,
- ১৯৪৪ অল স্টার ট্র্যাজেডি, বিরিঞ্চিবাবা, বিদেশিনী, নন্দিতা, সন্ধ্যা, প্রতিকার, শেষরক্ষা,
- ১৯৪৫ কতদূর, পথ বেঁধে দিল, গৃহলক্ষ্মী:
- ১৯৪৬ সাত নম্বর বাড়ী, এই তো জীবন, সংগ্রাম।
- ১৯৪৭ তপোভঙ্গ, পূর্বরাগ, স্বপ্ন ও সাধনা:
- ১৯৪৮ স্যার শঙ্করনাথ, স্বর্ণসীতা, বঞ্চিতা, অঞ্জনগড়, পদ্মা প্রমত্তা নদী,
- ১৯৪৯ মন্ত্রমুগ্ধ, বন্ধুর পথ, প্রতিরোধ, যার যেথা ঘর
- ১৯৫০ কৃষাণ, ইন্দিরা, কঙ্কাল, জাগ্রত ভারত, একই গ্রামের ছেলে, সীমান্তিক, পঞ্চায়েত, মৰ্য্যাদা
- ১৯৫১ কুলহারা, সংকেত, পলাতকা, স্পর্শমণি, সম্পদ,
- ১৯৫২ রঘু ডাকাত, সঞ্জীবনী, পাত্রী চাই, বসু পরিবার, কা তব কাস্তা, কপালকুণ্ডলা,
- ১৯৫৩ পথনির্দেশ, মহারাজা নন্দকুমার, যোগবিয়োগ, চিরন্তনী, রকমারী,
- ১৯৫৪ শুভযাত্রা, নববিধান, নদ ও নদী, ছেলে কার, শিবশক্তি, বলয় গ্রাস:
- ১৯৫৫ রাণী রাসমণি, রাইকমল, সাজঘর, শাপমোচন, দস্যু মোহন, অর্ধাঙ্গিনী,
- ১৯৫৬ ভোলামাষ্টার, সাগরিকা, চিরকুমার সভা, একটি রাত, ত্রিযামা, সূর্যমুখী, পুত্রবধূ, দানের মর্য্যাদা, টাকা আনা পাই, চোর: ১৯৫৭ কাবুলিওয়ালা, হারজিৎ, শেষ পরিচয়, বড়দিদি, সিঁদুর, উল্কা, আঁধারে আলো, কাঁচামিঠে, বসন্ত বাহার, গড়ের মাঠ;
- ১৯৫৮ নুপুর, শ্রীশ্রী মা, কালামাটি, স্বর্গ মর্ত্তা, ও আমার দেশের মাটি, যৌতুক, রাজধানী থেকে,
- ১৯৫৯ চাওয়া পাওয়া, শশীবাবুর সংসার, কিছুক্ষণ:
- ১৯৬০ রাজাসাজা, ইন্দ্রধনু, শহরের ইতিকথা, শেষ পর্যন্ত,
- ১৯৬১ রায় বাহাদুর, মধ্যরাতের তারা, নেকলেস, দুই ভাই,
- ১৯৬২ বিপাশা, কাঁচের স্বর্গ, বন্ধন, দাদাঠাকুর, শেষ অঙ্ক, দুই বাড়ী:
- ১৯৬৩ ত্রিধারা,
- ১৯৬৪ কিনু গোয়ালার গলি, অশান্ত ঘূর্ণী, নতুন তীর্থ, মুখুজ্যে পরিবার,
- ১৯৬৭ বধুবরণ,
- ১৯৬৯ তীরভূমি, মা ও মেয়ে:
- ১৯৭৯ মেঘকালো, দেশবন্ধু চিত্তরঞ্জন:
- ১৯৭২ বিরাজ বৌ,
- ১৯৭৩ দুরন্ত জয়
আরও দেখুনঃ