জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় এর জন্ম বিহারে। ম্যাডান কোম্পানির সাথে যুক্ত হন টাইপিস্ট হিসাবে। নির্বাক যুগে যে সব চিত্রপরিচালক ম্যাডান থিয়েটার্সাকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। পরিচালক হিসাবে প্রথম কাজ বিষ্ণু অবতার (১৯২১)।
জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
সমগ্র চলচ্চিত্র জীবনে ৫২টি ছবি পরিচালনা করেছেন তার মধ্যে ২৮টি ছবিই ম্যাডানদের প্রযোজনায় তৈরি হয়েছিল। এই ছবিগুলি বেশির ভাগ পুরাণ কাহিনি অবলম্বনে তৈরি হলেও। জ্যোতিষবাবু গিরিশচন্দ্রের কাহিনি অবলম্বনে তিনটি এবং বঙ্কিমচন্দ্রের কাহিনি অবলম্বনে সাতটি ছবি পরিচালনা করেন।
১৯৩৩ সাল পর্যন্ত ম্যাডানদের সাথে যুক্ত থাকলেও পরবর্তীকালে জ্যোতিষবাবু ইন্দ্ৰ মুভিটোনের ২টি, ইন্দ্রপুরী স্টুডিওর ৪টি রাধা ফিল্মস এর ৬টি, দেবদত্ত ফিল্মস এর ৩টি, মতিমহল থিয়েটার্সের ২টি, মেট্রোপোলিটন পিকচার্সের ১টি এবং ওরিয়েন্টাল সিনেটোনের ২টি ছবি পরিচালনা করেন। পরিচালিত ৫২টি ছবির মধ্যে নিজের কাহিনি অবলম্বনে ৬টি ছবি তৈরি করেন। সেগুলি হল মিটমাট (১৯৩৯), ভীষ্ম (১৯৪২), মিলন (১৯৪২), দেবর (১৯৪২), কলঙ্কিনী (১৯৪৫), বঞ্চিতা (১৯৪৮)।
তাঁর পরিচালনায় নির্মিত শেষ ছবি শেষবেশ (১৯৫০)। রবীন্দ্রনাথ মৈত্রর কাহিনি অবলম্বনে রাখা ফিল্মস প্রযোজিত এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত মানময়ী গার্লস স্কুল (১৯৩৫) ছবিটি জনপ্রিয়তা পেয়েছিল। বাংলা ছাড়াও কয়েকটি হিন্দী ছবি পরিচালনা করেছেন।

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯২১ বিষ্ণু অবতার, ধ্রুব চরিত্র, মা দুর্গা, নল দময়ন্তী:
- ১৯২২ ভীষ্ম, বিষবৃক্ষ, নর্তকী তারা, রামায়ণ, রত্নাবলী
- ১৯২৩ মাতৃস্নেহ, নূরজাহান,
- ১৯২৪ নবীন ভারত, প্রেমাঞ্জলি,
- ১৯২৫ মিশর রাণী, সতী লক্ষ্মী
- ১৯২৬ ধর্মপত্নী, জেলের মেয়ে, জয়দেব, প্রফুল্ল,
- ১৯২৭ চণ্ডীদাস
- ১৯২৮ ভ্রান্তি, শাস্তি কি শাস্তি,
- ১৯২৯ ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রজনী:
- ১৯৩০ মানিকজোড়, মৃণালিনী, রাধারাণী, রাজসিংহ,
- ১৯৩১ বিবাহ বিভ্রাট, কেরানীর মাসকাবার:
- ১৯৩২ মাধবীকঙ্কণ, কৃষ্ণকান্তের উইল (সবাক);
- ১৯৩৩ জয়দেব;
- ১৯৩৪ দক্ষযজ্ঞ:
- ১৯৩৫ মানময়ী গার্লস স্কুল, কণ্ঠহার
- ১৯৩৬ অহল্যা, রজনী:
- ১৯৩৭ রাঙা বৌ:
- ১৯৩৮ বেকার নাশন, রুপোর ঝুমকো, খনা, একলব্য,
- ১৯৩৯ নরনারাযণ, মিটমাট, রুক্মিণী:
- ১৯৪১ কর্ণার্জুন, শকুন্তলা, শ্রীরাধা:
- ১৯৪২ ভীষ্ম, মিলন,
- ১৯৪৩ দেবর:
- ১৯৪৫ কলঙ্কিনী;
- ১৯৪৮ বঞ্চিতা, কালো ঘোড়া,
- ১৯৪৯ রবীন মাষ্টার:
- ১৯৫০ শেষবেশ।
১৯৩৩ থেকে উল্লিখিত সব ছবিই সবাক।
আরও দেখুনঃ