তানহা তাসনিয়া হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল।সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন তানহা তাসনিয়া। ২০১৪ সালে রফিক শিকদারের পরিচালনায় ভোলা তো যায়না তারে সিনেমার মাধ্যমে ঢালিউডে আবির্ভাব হয় তানহা তাসনিয়ার। প্রথম ছবি দিয়েই তিনি নজর কাড়েন সবার। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।
তানহা তাসনিয়া
তানহা তাসনিয়া সম্পর্কে কিছু তথ্য
নাম | তাসনিয়া ইসলাম |
ডাক নাম | তানহা তাসনিয়া |
জন্ম | ২৬ মার্চ |
পেশা | অভিনেত্রী, মডেল |
জাতীয়তা | বাংলাদেশী |
ধর্ম | ইসলাম |
১ম মুভি | ভোলা তো যায় না তারে |
কর্মজীবন
তানহা অভিনীত প্রথম চলচ্চিত্র ভোলা তো যায় না তারে ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেন। ২০১৬ সালে তার অভিনীত আরেকটি চলচ্চিত্র ধূমকেতু মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
২০১৮ সালে তানহা অভিনীত চলচ্চিত্র ভালো থেকো মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন আরেফিন শুভ ও আসিফ ইমরোজর বিপরীতে।বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি।অভিনয় ছাড়াও তিনি বঙ্গজ বিস্কুট, সুরেশ খাঁটি সরিষার তেল, প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম, শাপলা থ্রি পিস, আরএফএল র্যাক ও ভাসাভি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে কাজ করেছেন। একটি গল্প ছিল ও তুমি নামে কেউ নেই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।
বর্তমানে তানহা প্রস্তুতি নিচ্ছেন তারামন বিবির জীবনীভিত্তিক ‘তারামন’ সিনেমার জন্য। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী আমান রেজা। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়ক ইমনের বিপরীতে রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘বিয়ে আমি করব না’ সিনেমাটি।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক-ওয়েব সিরিজে দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় এই নায়িকা সম্প্রতি ‘ডোম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
তানহা তাসনিয়া সিনেমার অফার
তানহা তাসনিয়ার প্রথম চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেতা নীরব হোসেনের সঙ্গে, ছবির নাম ছিল (ভোলা তো জয় না তারে)। এরপর শাকিব খানের সঙ্গে ধূমকেতু ছবিতেও কাজ করেন তিনি।

বিজ্ঞাপনে কাজ করা
তানহা তাসনিয়া প্রাণ স্টিক বিস্কুট, আরএফএল রেক এবং ভাস্বী ফ্যাশন হাউসের বিজ্ঞাপনও করেছেন।
ব্যক্তিগত জীবন
তানহা তাসনিয়া অবিবাহিত। তবে শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন তিনি। ইন্টারনেটে তাসনিয়ার পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য নেই। তানহার উচ্চতা ৫’৪। সে বাংলাদেশের মেয়ে। ফেসবুকে তানহার ফলোয়ার রয়েছে ২ লাখের বেশি।
আরও দেখুনঃ