তুলসী চক্রবর্তীর জন্ম কলকাতায়। অল্প বয়সে পিতার মৃত্যুর কারণে প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে। ছোটবেলায় গানবাজনা এবং শরীরচর্চায় ঝোঁক ছিল। কিছুদিন একটি সার্কাস দলেও খেলা দেখানোর কাজ করেছেন। নাটকের বাদ্যযন্ত্রী জ্যাঠামশায়ের সুবাদে স্টার থিয়েটারের সাথে যুক্ত হন। নাটকের প্রয়োজনে গানে ও নাচে পারদর্শিতা অর্জন করেন।
তুলসী চক্রবর্তী
প্রথম চলচ্চিত্রাভিনয় নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত পুনর্জন্ম (১৯৩২) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় তিনশটি ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন চারু রায়, ফণী শর্মা, হরি ভঞ্জ, সত্যজিৎ রায়, নির্মল দে, হেমচন্দ্র চন্দ্র, প্রমথেশ বড়ুয়া, সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, মধু বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় সহ বহু পরিচালকের সাথে।
অভিনীত উল্লেখযোগ্য চরিত্র রজনীবাবু (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩) পরেশ দত্ত (পরশপাথর, ১৯৫৮)। চলচ্চিত্রে সাধারণ ভাবে স্বল্প সময়ের চরিত্রাভিনয়ের সুযোগ পেয়েছেন, প্রতিভা অনুযায়ী অভিনয়ের সুযোগ একমাত্র সত্যজিৎ রায়ই দিয়েছিলেন। শাস্তি বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং কালীপদ সেনের সুরারোপিত মধুরেণ (১৯৬১) ছবিতে অভিনয়ের পাশাপাশি নেপথ্য সংগীতও পরিবেশন করেছেন।

চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৩২ পুনর্জন্ম,
- ১৯৩৩ শ্রীগৌরাঙ্গ,
- ১৯৩৪ শচীদুলাল, দক্ষযজ্ঞ, রাজনটী বসন্তসেনা।
- ১৯৩৫ মানময়ী গার্লস স্কুল, মণিকাঞ্চন, কণ্ঠহার,
- ১৯৩৬ কৃষ্ণ সুদামা, বাঙ্গালী, কীর্তিমান:
- ১৯৩৭ মায়া কাজল, ছিন্নহার, প্রভাস মিলন:
- ১৯৩৮ বেকার নাশন, একলব্য,
- ১৯৩৯ জনক নন্দিনী, যখের ধন, নরনারায়ণ, বামনাবতার,
- ১৯৪০ ফিচার মিক্সচার, নিমাই সন্ন্যাস
- ১৯৪১ বিজয়িনী, প্রতিশ্রুতি, শ্রীরাধা, উত্তরায়ণ,
- ১৯৪২ পাষাণ দেবতা, মহাকবি কালিদাস, গরমিল, মীনাক্ষী, শেষ উত্তর, বন্দী, পতিব্রতা:
- ১৯৪৩ স্বামীর ঘর, আলেয়া, সহধর্মিণী, দিকশূল, দম্পতি, দেবর, পোষ্যপুত্র,
- ১৯৪৪ অলস্টার ট্র্যাজেডি, চাদের কলঙ্ক, উদয়ের পথে, সন্ধি,
- ১৯৪৫ অভিনয় নয়, পথ বেঁধে দিল, দুই পুরুষ, মানে-না-মানা শ্রীদুর্গা, কলঙ্কিনী, ভাবীকাল:
- ১৯৪৬ এই তো জীবন, বিরাজ বৌ, নিবেদিতা, প্রতিমা
- ১৯৪৭ : পথের দাবী, রায় চৌধুরী, ঝড়ের পরে, মন্দির, রামপ্রসাদ, অলকানন্দা, অভিযোগ, দুই বন্ধু, জাগরণ, ঘরোয়া, রামের সুমতি,
- ১৯৪৮ শাঁখা সিঁদুর, স্যার শঙ্করনাথ, পূরবী, সাহারা, প্রিয়তমা, দেবদূত, স্বর্ণগীতা, ভাইবোন, সাধারণ মেয়ে, মাটি ও মানুষ, বঞ্চিতা, ভুলি নাই, উমার প্রেম, অনির্বাণ, অঞ্জনগড়, বাঁকা লেখা, শ্যামলের স্বপ্ন, সমাপিকা:
- ১৯৪৯ মন্ত্রমুগ্ধ কবি, সতেরো বছর পরে, রাঙামাটি, কামনা, বিদুষী-ভাৰ্য্যা, দেবী চৌধুরাণী, অনুরাধা, আভিজাত্য, মহাদান, প্রতিরোধ, পরশপাথর, বিষের ধোঁয়া, কর্মফল, বিষ্ণুপ্রিয়া, সমর্পণ:
- ১৯৫০ মানদণ্ড, রাধারাণী, সঞ্চালী, বৈকুন্ঠের উইল, তুলসীদাস, জীবন সৈকতে, মহাসম্পদ, ১০৯ ধারা রূপকথা, মেজদিদি, শেষবেশ:
- ১৯৫১ অপরাজিতা, অভিশপ্ত, দর্পচূর্ণ, সে নিল বিদায়, স্পর্শমণি, আনন্দমঠ, প্রতিধ্বনি, চীনের পুতুল, সুনন্দার বিয়ে, বিপ্লবী ক্ষুদিরাম, পণ্ডিতমশাই,
- ১৯৫২ বাগদাদ, ভিন দেশের মেয়ে, মেঘমুক্তি, কুহেলিকা, পাত্রী চাই, মহাপ্রস্থানের পথে, রাণী ভবানী, রাত্রির তপস্যা, মন্দির, আবু হোসেন, পল্লী সমাজ, অনিবার্য, কপালকুণ্ডলা, স্বপ্ন ও সমাধি, কবি চন্দ্রাবতী, শুভদা, দর্পচূর্ণ, বিশ্বামিত্র
- ১৯৫৩ মহারাজা নন্দকুমার, সাড়ে চুয়াত্তর, গোপাল ভাঁড়, রামী চণ্ডীদাস, বনহংসী, চিরন্তনী, শ্রীশ্রী সত্যনারায়ণ, চিকিৎসা সংকট, ঝকমারী, নবীন যাত্রা:
- ১৯৫৪ মা ও ছেলে, এটম বম্, ময়লা কাগজ, মনের ময়ূর, ওরা থাকে ওধারে, নরমেধ যজ্ঞ, চাপা ডাঙার বউ, প্রফুল্ল, লেডিজ সিট, সদানন্দের মেলা, অন্নপূর্ণার মন্দির, ছেলে কার, বকুল, ষোড়শী, যদুভট্ট, গৃহপ্রবেশ, জয়দেব:
- ১৯৫৫ নিষিদ্ধ ফল, সাঁঝের প্রদীপ, ছোটবৌ, পরিশোধ, অপরাধী, শাপমোচন, শ্রীকৃষ্ণ সুদামা, জয় মা কালী বোর্ডিং, কথা কও, উপহার, পথের পাঁচালী, দেবী মালিনী, ভালবাসা, পরেশ, দুজনায়, শ্রীবৎসচিন্তা, সবার উপরে;
- ১৯৫৬ অভাগীর স্বর্গ, ভাদুড়ীমশাই, সাহেব বিবি গোলাম, সাবধান, চিরকুমার সভা, একটি রাত, অসমাপ্ত, শ্যামলী, আশা, মামলার ফল, মানরক্ষা, রাজপথ, সূর্যমুখী, সাধক রামপ্রসাদ, নাগরদোলা, সিঁথির সিঁদুর, ধুলার ধরণী, চোর, আমার বৌ, নবজন্ম
- ১৯৫৭ হারজিৎ, বড়দিদি, সিঁদুর, একতারা, আঁধারে আলো, আদর্শ হিন্দু হোটেল, পৃথিবী আমারে চায়, খেলা ভাঙার খেলা, রাস্তার ছেলে, কাঁচামিঠে, অভিষেক, ওগো শুনছো, অভয়ের বিয়ে, বাসিদ্ধ, কড়ি ও কোমল, মাধবীর জন্য, চন্দ্রনাথ, তমসা;
- ১৯৫৮ পরশপাথর, যমালয়ে জীবন্ত মানুষ, মেজো জামাই, সোনার কাঠি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নূপুর, অযান্ত্রিক, স্বর্গ মর্তা, জোনাকির আলো, সাধক বামাক্ষ্যাপা, ইন্দ্রাণী, লীলাক, যৌতুক, সূর্যতোরণ, শ্রীশ্রী তারকেশ্বর, কংস, রাজধানী থেকে,
- ১৯৫৯ চাওয়া পাওয়া, ঠাকুর হরিদাস, দেড়শো খোকার কাণ্ড, দীপ জ্বেলে যাই, গলি থেকে রাজপথ, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, অবাক পৃথিবী, মৃতের মর্ত্যে আগমন:
- ১৯৬০ মায়ামৃগ, দেবর্ষি নারদের সংসার, বৃহক, আকাশ পাতাল, ভয়, দুই বেচারা, খোকাবাবুর প্রত্যাবর্তন, ক্ষুধা, গরীবের মেয়ে, ত্রৈলঙ্গস্বামী, কোন একদিন, শেষ পর্যন্ত, অজানা কাহিনী, নদের নিমাই, শুন বরনারী, মানিক,
- ১৯৬১ কেরী সাহেবের মুন্সী, মিষ্টার এন্ড মিসেস চৌধুরী, স্বরা বিষকন্যা, কাঞ্চনমূল্য, মধুরেণ, দুই ভাই, সপ্তপদী, সন্ধ্যারাণ, কানামাছি,
- ১৯৬২ মন দিল না বসু, বিপাশা, সূর্যস্নান, শান্তি, কাজল, শেষচিহ্ন, বেনারসী,
- ১৯৬৩ হাই হিল,
- ১৯৬৪ এরা কারা, মরুতৃষ্ণা,
- ১৯৭১ বিজ্ঞান ও বিধাতা
- ১৯৭৯ আমি রতন।
আরও দেখুনঃ